Terms & Conditions

mubinpedia’র একজন পাঠক, ভিজিটর কিংবা একজন সাধারণ ব্লগার হিসেবে এই সাইটটি ব্যবহারের পূর্বে “Terms & Conditions” অংশটি মনোযোগ দিয়ে পড়ুন এবং শর্তগুলোর সাথে আপনারা একমত হলেই কেবল mubinpedia সাইটটি ব্যবহার করতে পারেন। নতুবা এই সাইটটি এড়িয়ে যাওয়া অথবা পরিহার করাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে।

ব্যবহারের শর্তাবলী

১. mubinpedia ওয়েবসাইটে প্রকাশিত নানা তথ্য ও উপাত্ত, অডিও, ভিডিও, ছবি সহ যাবতীয় বিষয়বস্তু mubinpedia'র নিজস্ব মেধাসম্পদ। এই মেধাসম্পদের স্বত্বাধিকারী একমাত্র mubinpedia নিজেই। বাণিজ্যিক উদ্দেশ্যে তো নয়ই, অবাণিজ্যিক উদ্দেশ্যেও এই ওয়েবসাইটের কোন কনটেন্ট অন্যত্র ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং আশা করব এই কাজ থেকে আপনারা বিরত থাকবেন। ।

২. কেবলমাত্র জ্ঞান অর্জনের জন্য পড়া কিংবা জানার উদ্দেশ্যে এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সকলের জন্য উম্মুক্ত। এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করার জন্য mubinpedia কর্তৃপক্ষ কাউকে অনুমতি প্রদান করে না। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন ব্যাক্তি এই ওয়েবসাইটের কোন বিষয়বস্তু হুবুহু কিংবা আংশিক বাণিজ্যিক অথবা অবাণিজ্যিক উদ্দ্যেশ্যে অন্য কোথাও ব্যবহার করলে তা কপিরাইট আইন বিরোধী কাজ হিসেবে বিবেচিত হবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩. mubinpedia'র একজন পাঠক, ভিজিটর, সেবাগ্রহণকারী কিংবা একজন সাধারণ ব্লগার অথবা কোনো প্রতিষ্ঠান, বাণিজ্যিক বা অবাণিজ্যিক পর্যায়ের যাই হোক না কেনো, শুধুমাত্র অবাণিজ্যিক উদ্দেশ্যে এবং কেবলমাত্র ব্যক্তিগত কাজে জ্ঞান অর্জনের জন্য এই সাইটের সকল বিষয়বস্তুসমূহ ব্যবহার করতে পারবে। তবে বিশেষভাবে উল্লেখ্য যে, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যক্তিগত প্রোফাইল বা একাউন্ট থেকে সামাজিক যে কোন ধরনের মাধ্যমে (ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি) এই ওয়েবসাইটের কোন তথ্য বা বিষয়বস্তু সম্পূর্ণ বা আংশিক উপস্থাপন করতে পারবে না।

৪. mubinpedia কর্তৃপক্ষ যেকোনো সময় যেকোনো কনটেন্টের সংযোজন, বিয়োজন, পরিবর্তন কিংবা স্থায়ীভাবে সরিয়ে ফেলার ক্ষমতা রাখে। তাই এ বিষয়ে পাঠক, সেবা গ্রহণকারী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কিংবা সাধারণ ভিজিটরের কোনো প্রকার আপত্তি কিংবা অনুরোধ গ্রহণযোগ্য নয়।

৫. mubinpedia ওয়েবসাইট এর পক্ষ থেকে সকল ধরনের সুরক্ষা নিশ্চিত করা আছে। তবে এই ওয়েবসাইট ব্যবহার করতে গিয়ে এই ওয়েবসাইটের পাঠক, ব্যবহারকারী বা ভিজিটর ভাইরাস সহ যেকোনো রকমের সাইবার ঝুঁকির কবলে পড়লে অথবা তাদের ব্যক্তিগত ডিভাইস ভাইরাস সহ যেকোনো ক্ষতির সম্মুখীন হলে তার দায়ভার এই ওয়েবসাইটের কর্তৃপক্ষের উপর বর্তায় না। তাই নিজ দায়িত্বে নিজেদের ডিভাইসের সুরক্ষা নিশ্চিত করে এই ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ থাকলো।

৬. mubinpedia তার ব্যবহারকারী এবং ভিজিটরের কুকি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভিজিটর কি বিষয়ে জানতে চান সে বিষয়ে ধারণা নিয়ে ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করে থাকে। তবে এই ওয়েবসাইটের পক্ষ থেকে কখনো কোনো পাঠক বা ভিজিটরের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, সংরক্ষণ বা তৃতীয় পক্ষের নিকট শেয়ার করে না।

৭. mubinpedia একটি বাণিজ্যিক ওয়েবসাইট হওয়ায় এতে পরিবেশিত হয় বিভিন্ন বিজ্ঞাপন এবং বিজ্ঞাপন গুলো পরিচালিত হয় তৃতীয় পক্ষ কর্তৃক। এই তৃতীয় পক্ষ ভিজিটরের কোন তথ্য সংরক্ষণ করে অন্য কারো কাছে পাঠাতে পারে বিধায় ভিজিটর কোন সমস্যায় পড়লে তার দায়ভার কর্তৃপক্ষের উপর বর্তাবে না। তাই সম্পূর্ণ নিজ দায়িত্বে এই ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ থাকলো।

৮. mubinpedia কর্তৃপক্ষ ভুলের ঊর্ধ্বে নয়। আমরা সবসময় সজাগ সচেতন থেকে নির্ভুল এবং সত্য তথ্য তুলে ধরার চেষ্টা করি। তারপরেও কখনো যদি কোন বিতর্কিত বা ভুল তথ্য ভুলবশত উপস্থাপন করা হয়ে থাকে তবে সেটা অবশ্যই সংশোধনযোগ্য। এই ধরনের কোন ভুল পাঠকদের নজরে আসলে কমেন্ট করে অথবা যোগাযোগ করে এই সাইটের কর্তৃপক্ষকে ভদ্রভাবে জানানোর অনুমতি দেয় mubinpedia।

মন্তব্য করার নির্দেশনাসমূহ

১. এই ওয়েবসাইটের কোন লেখা পড়ে ভাল লাগলে বা একদমই ভালো না লাগলে আপনার মন্তব্য জানাতে পারেন। তবে কোন লেখা যদি আপনার পছন্দ না হয় তবে জানাতে চাইলে অবশ্যই শালীন ভাষায় মন্তব্য করতে হবে। আপনার যদি মনে হয় কোন তথ্য সংশোধন করা প্রয়োজন তবে সেটির জন্য অনুরোধ জানাতে পারেন মন্তব্য করে।

২. কোন আর্টিকেল পড়ে যদি কমেন্ট করেন তবে অবশ্যই সেই আর্টিকেল সম্পর্কিত বিষয়েই কমেন্ট করবেন, কোন অপ্রাসঙ্গিক বিষয়ে নয়।

৩. কোন আর্টিকেলের বিষয়বস্তু যদি আপনার মতের সাথে না মিলে তবে তৃতীয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে তুলনা করে মন্তব্য করা যাবে না।

৪. কোন আর্টিকেল সম্পর্কে আপনার পূর্বে কোন ব্যক্তি কমেন্ট করে থাকলে তার কমেন্ট যদি আপনার মনঃপুত না হয় তবে অবশ্যই তাকে আক্রমণ করে অশালীন ভাষায় মন্তব্য করা যাবে না।

৫. যে কোন প্রকার অশ্লীল বা অশালীন মন্তব্য করবেন না।

৬. বাংলাদেশের ক্ষমতায় থাকা যেকোনো সরকারের বিরুদ্ধে অথবা আইন লঙ্ঘন করে এমন কোন মন্তব্য করা যাবে না।

৭. কোন প্রকার এফিলিয়েট মার্কেটিং জাতীয় লিংক সংযুক্ত করে মন্তব্য করা যাবে না।

৮. ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এরকম কোন মন্তব্য করা যাবে না।

৯. যেকোনো বাণিজ্যিক উদ্দেশ্যে কিংবা কোন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারের উদ্দেশ্যে কোনরকম মন্তব্য করা যাবে না।

১০. রাজনৈতিক কিংবা কোন দলীয় উষ্কানি মূলক মন্তব্য করা যাবে না।

এছাড়াও যদি কোন ব্যবহারকারী, পাঠক কিংবা ভিজিটর mubinpedia কে তার নিজস্ব মতামত জানাতে চায় তাহলে ওয়েবসাইটে দেওয়া বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানাতে পারেন।
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুবিন পিডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url