মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাট খুজছেন? তাহলে সঠিক জায়গায় এসেছেন। এই আর্টিকেল থেকে জানতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড এর গুরুত্বপূর্ণ কিছু শর্টকাট।
তথ্যপ্রযুক্তি এর আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব মাইক্রোসফট ওয়ার্ড এর জন্য কিবোর্ড এর এমন কিছু শর্টকাট যা জানলে আপনার কাজের গতি বেড়ে যাবে বহুগুণ।
মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাট
তথ্যপ্রযুক্তির এ যুগে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া আমাদের জীবন প্রায় অচল বলা যায়। অফিসের দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষার্থীদের নোট প্রস্তুতকরণ, চাকরির জন্য সিভি তৈরি, পাবলিকেশনের জন্য বই ছাপানো সহ যাবতীয় কাজে আমাদের কম্পিউটার/ল্যাপটপের মাধ্যমে টাইপিং করতে হয়।
টাইপিং এর ক্ষেত্রে দক্ষতা অর্থাৎ ভাল টাইপিং স্পিড এর সাথে যদি মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাট গুলো জেনে নিতে পারেন তবে দুই ঘন্টার কাজ ১০ মিনিটেই সেরে ফেলতে পারবেন। কিবোর্ড শর্টকাটগুলো শুধু জানলেই হবে না এগুলোকে নিয়মিত চর্চা করে আয়ত্ত করতে হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে MS Word কিবোর্ড শর্টকাট গুলো জেনে নেই। বোঝার সুবিধার্থে অথবা আপনাদের চর্চার সুবিধার্থে Word শর্টকাট গুলোকে কয়েকটি গ্রুপে ভাগ করা হয়েছে। .
Microsoft Word এর বহুল ব্যবহৃত শর্টকাট সমূহ
কিবোর্ড শর্টকাট | ব্যবহার |
Ctrl+O | ডকুমেন্ট ওপেন করুন |
Ctrl+W | ডকুমেন্ট বন্ধ করুন |
Ctrl+N | নতুন ডকুমেন্ট create করুন |
Ctrl+X | নির্বাচিত টেক্সটকে কাট করুন। |
Ctrl+C | সিলেক্টেড টেক্সটকে কপি করুন |
Ctrl+V | নির্বাচিত টেক্সট পেস্ট করুন |
Ctrl+S | কাজ শেষে ডকুমেন্ট সেন্ড করুন |
Esc | command বাতিল করুন |
Ctrl+E | নির্বাচিত টেক্সট বা প্যারাগ্রাফকে পেজের সেন্টারে বা কেন্দ্রে স্থাপন করুন |
Ctrl+L | নির্বাচিত টেক্সটকে বাম দিকে স্থাপন করুন। |
Ctrl+A | সকল কন্টেন্ট একসাথে Select করুন |
Ctrl+B | সিলেক্টেড টেক্সট Bold করুন |
Ctrl+I | সিলেক্টেড টেক্সট ইটালিক করুন |
Ctrl+U | সিলেক্টেড টেক্সট এর নিচে আন্ডারলাইন করুন |
Ctrl+Shift+V | শুধুমাত্র টেক্সট (কোনরকম ফরমেট ছাড়া) পেস্ট করুন |
Ctrl+Z | পূর্বের কোন কার্যক্রমকে বাতিল করুন। |
Ctrl+Y | পূর্বের কোন কাজকে পুনরায় নিয়ে আসুন। |
Ctrl+Plus sign (+) | পেজ বা ডকুমেন্ট বড় করুন (Zoom in)। |
Ctrl+Minus sign (-) | পেজ বা ডকুমেন্ট ছোট করুন (Zoom out)। |
Ctrl+0 | default স্ক্রিনে ফিরে আসুন |
Ctrl+Scroll | স্ক্রিন বড় বা ছোট করুন মাউসের সাহায্যে |
Ctrl+Alt+S | ডকুমেন্ট উইন্ডো বিভক্ত করুন। |
Alt+Shift+C or Ctrl+Alt+S | ডকুমেন্ট উইন্ডোটি বিভক্তিকরণ বাতিল করুন। |
Ctrl+R | নির্বাচিত টেক্সটকে ডান দিকে স্থাপন করুন। |
নিজেকে স্মার্ট দেখানোর কৌশল | স্মার্ট হওয়ার সহজ ১৫ উপায়
মাইক্রোসফট ওয়ার্ড অ্যাডভান্স কীবোর্ড শর্টকাট
কিবোর্ড শর্টকাট | ব্যবহার |
End | প্যারাগ্রাফের যেকোনো লাইনের একদম শেষে কার্সর সরানো |
Home | যেকোনো লাইনের একদম শুরুতে কার্সর নিয়ে যেতে হলে |
Ctrl+Left/Right arrow key | প্রতিটা ওয়ার্ড পরপর বামে অথবা ডানদিকে কার্সর সরানো |
Ctrl+Up arrow key | প্রতিটা প্যারাগ্রাফ পরপর উপরে অথবা নিচে কার্সর সরানো |
Ctrl+Alt+Page up / Page down | স্ক্রিনের একদম উপরে অথবা নিচে কার্সর নিতে হলে |
Ctrl+End | কোন ডকুমেন্টের একদম শেষে কার্সর নিতে হলে |
Ctrl+Home | কোন ডকুমেন্টের একদম শুরুতে কার্সর নিতে হলে |
Page up / Page down | একটি মাত্র স্ক্রিনেই পুরো ডকুমেন্টকে স্ক্রলিং করে দেখতে কার্সর উপরে বা নিচে নিতে |
Ctrl+Alt+5 | ফ্লোটিং টেক্সট বক্স অথবা ইমেজ চক্রাকারে দেখতে (প্রতিটা ফ্লোটিং অপশন দেখতে প্রতিবারে Tab Key প্রেস করতে হবে) |
Esc | ফ্লোটিং অর্থাৎ ভাসমান নেভিগেশন বন্ধ করতে এবং নরমাল নেভিগেশন চালু করতে |
Ctrl+F | নেভিগেশন টাস্ক পেন ডিসপ্লে করার জন্য এবং ডকুমেন্ট এর কোন অংশ সার্চ করতে |
Ctrl+Alt+Z | ডকুমেন্টে করা পূর্ববর্তী চারটি পরিবর্তন রিপিটেডলি দেখতে হলে |
Shift+F5 | কার্সর কে আগের রিভিশনের অবস্থানে নিয়ে যেতে |

মাইক্রোসফট ওয়ার্ড এর প্রিন্ট এবং প্রিভিউ সম্পর্কিত শর্টকাট
কিবোর্ড শর্টকাট | ব্যবহার |
Ctrl+P | কোন ডকুমেন্ট কে প্রিন্ট করতে চাইলে |
Ctrl+Alt+I | কোন ডকুমেন্ট প্রিন্ট করার পূর্বে তার প্রিভিউ দেখতে চাইলে |
Page up or Page down | প্রিন্ট করার পূর্বে প্রতিটা প্রিভিউ পেজ দেখার জন্য |
Ctrl+Home | জুম আউট করা হলে প্রথম প্রিভিউ পেজ সরাতে বা দেখতে চাইলে |
Ctrl+End | জুম আউট করা হলে শেষ প্রিভিউ পেজ সরাতে বা দেখতে চাইলে |
ভালো শিক্ষার্থী হওয়ার কৌশল | কিভাবে সবচেয়ে ভালো ছাত্র হওয়া যায়
মাইক্রোসফট ওয়ার্ড টেক্সট সম্পর্কিত শর্টকাট
কিবোর্ড শর্টকাট | ব্যবহার |
Ctrl+Shift+Up arrow key | একটি লাইনের যে পজিশনে কার্সর আছে সেখান থেকে সেই প্যারাগ্রাফের শুরু পর্যন্ত সিলেক্ট করতে |
Ctrl+Shift+Down arrow key | একটি লাইনের যে পজিশনে কার্সর আছে সেখান থেকে সেই প্যারাগ্রাফের শেষ পর্যন্ত সিলেক্ট করতে |
Shift+Arrow keys | টেক্সট সিলেক্ট করতে |
Ctrl+Shift+Left / Right arrow key | বাম দিকের অথবা ডান দিকের word সিলেক্ট করতে |
Ctrl+A | ডকুমেন্টের সকল অংশ সিলেক্ট করতে |
Shift+Home | একটি লাইনের যে পজিশনে কার্সর আছে সেখান থেকে সেই লাইনের শুরু পর্যন্ত সিলেক্ট করতে |
Shift+End | একটি লাইনের যে পজিশনে কার্সর আছে সেখান থেকে সেই লাইনের শেষ পর্যন্ত সিলেক্ট করতে |
Ctrl+Shift+Home / End | বর্তমানে যে অবস্থানে কার্সর রয়েছে সেখান থেকে ডকুমেন্টের একদম শুরুতে অথবা শেষে কার্সর নিতে হলে |
Shift+Page up / Page down | বর্তমানে যে অবস্থানে কার্সর রয়েছে সেখান থেকে স্ক্রিনের একদম উপরে অর্থাৎ শুরুতে অথবা একদম নিচে অর্থাৎ শেষে কার্সর নিতে হলে |
Microsoft Word এর Text editing সম্পর্কিত শর্টকাট
কিবোর্ড শর্টকাট | ব্যবহার |
Ctrl+X | ক্লিপবোর্ডে নির্ধারিত অংশ কাট করে নিতে |
Ctrl+C | ক্লিপবোর্ডে নির্ধারিত অংশ কপি করে নিতে |
Ctrl+V | কাট করে অথবা কপি করে নেওয়া অংশ পেস্ট করতে |
Ctrl+Backspace / Delete | বামদিকে অথবা ডান দিকে একটি করে word ডিলিট করতে |
Alt+H, F, O | ক্লিপবোর্ড টাস্ক পেন ওপেন করে অফিস ক্লিপবোর্ড চালু করা যার মাধ্যমে কোন কন্টেন্ট কপি এবং পেস্ট করা যায় |
Ctrl+H | ডায়লগ বক্স রিপ্লেস করতে, টেক্সট পরিবর্তন এবং খোঁজা, নির্দিষ্ট ফরম্যাট অথবা বিশেষ আইটেম প্রদর্শন করতে |
Alt+N, J, J | অবজেক্ট ডায়লগ বক্স প্রদর্শন করতে এবং ডকুমেন্ট এ ফাইল অবজেক্ট যোগ করতে |
Alt+N, M | SmartArt graphic যোগ করতে |
Alt+N, W | WordArt graphic যোগ করতে |
F2 | সিলেক্ট করা কোন কনটেন্ট একটি নির্দিষ্ট জায়গায় সরাতে প্রথমে F2 চেপে কার্সর টিকে গন্তব্যস্থলে নিয়ে গিয়ে Enter চাপতে হবে। |
Shift+F2 | সিলেক্ট করা কোন কনটেন্ট একটি নির্দিষ্ট জায়গায় কপি করতে প্রথমে Shift+F2 চেপে কার্সর টিকে গন্তব্যস্থলে নিয়ে গিয়ে Enter চাপতে হবে। |
Ctrl+F3 | Spike থেকে নির্বাচিত বিষয়বস্তু কাটা। |
Ctrl+Shift+F3 | Spike এর বিষয়বস্তু পেস্ট করুন। |
Alt+F3 | নির্বাচিত কনটেন্ট এর সাথে একটি Auto Text Block পরিচালনা করুন। |
Ctrl+Alt+C | সিলেক্টেড টেক্সট ফরম্যাটিং কপি করতে। |
Ctrl+Alt+V | সিলেক্টেড টেক্সট ফরম্যাটিং পেস্ট করতে। |
Ctrl+Shift+V | কপি করা কনটেন্ট এর মধ্যে থেকে শুধুমাত্র টেক্সট পেস্ট করতে |
Alt+Shift+R | পেজের Header অথবা Footer কপি করতে যেটি ডকুমেন্ট এর আগের অংশে ব্যবহার করা হয়েছে |
প্রফেশনাল সিভি কিভাবে তৈরি করব? | আধুনিক সিভি লেখার সঠিক নিয়ম
Microsoft Word এর Text Format সম্পর্কিত শর্টকাট
কিবোর্ড শর্টকাট | ব্যবহার |
Ctrl+L | বামদিকে প্যারাগ্রাফ টি align বা সারিবদ্ধ করুন। |
Ctrl+R | ডানদিকে প্যারাগ্রাফ টি align বা সারিবদ্ধ করুন। |
Ctrl+E | প্যারাগ্রাফ টিকে center এ স্থাপন করুন। |
Ctrl+M | প্যারাগ্রাফ indent করুন |
Ctrl+Shift+M | প্যারাগ্রাফ এর indent রিমুভ করুন। |
Ctrl+J | প্যারাগ্রাফ justify করুন। |
Ctrl+Q | প্যারাগ্রাফ formatting রিমুভ করুন। |
Ctrl+1 | প্যারাগ্রাফ এ single spacing প্রয়োগ করুন। |
Ctrl+2 | প্যারাগ্রাফ এ double spacing প্রয়োগ করুন। |
Ctrl+5 | প্যারাগ্রাফ এ 1.5-line spacing প্রয়োগ করুন। |
Ctrl+Alt+1 | Heading 1 প্রয়োগ করুন। |
Ctrl+Alt+2 | Heading 2 প্রয়োগ করুন। |
Ctrl+Alt+3 | Heading 3 প্রয়োগ করুন। |
Ctrl+Alt+K | AutoFormat Enable করুন |
Ctrl+Shift+N | সাধারন স্টাইল প্রোয়গ করুন |
Ctrl+Right bracket (]) | ১ পয়েন্ট ফন্ট সাইজ বাড়িয়ে নিন |
Ctrl+Left bracket ([) | ১ পয়েন্ট ফন্ট সাইজ কমিয়ে নিন |
Ctrl+D or Ctrl+Shift+F | Font dialog box প্রদর্শন করুন |
Ctrl+Shift+Right angle bracket (>) | ফন্ট সাইজ বৃদ্ধি করুন |
Ctrl+Shift+Left angle bracket (<) | ফন্ট সাইজ কমিয়ে ফেলুন |
Ctrl+Shift+A | টেক্সটকে বড় হাতের অক্ষরে রূপান্তর করুন। |
Shift+F3 | বড় হাতের, ছোট হাতের এবং টাইটেল এর টেক্সট পরিবর্তন করুন |
Ctrl+Shift+L | বুলেট লিস্ট তৈরি করুন। |
Ctrl+Shift+H | সিলেক্ট করার টেক্সটকে হাইড করুন। |
Ctrl+B | টেক্সটকে Bold করুন। |
Ctrl+U | টেক্সট এর নিচে underline করুন। |
Ctrl+I | টেক্সটকে ইটালিক ফরম্যাট দিন। |
Ctrl+Spacebar | ম্যানুয়াল character format রিমুভ করুন। |
Ctrl+Shift+Q | নির্বাচিত টেক্সট symbol font এ পরিবর্তন করুন। |
Ctrl+Shift+K | small caps ফরম্যাট প্রয়োগ করুন |
Ctrl+Shift+Minus sign (-) | subscript formatting প্রয়োগ করুন। |
Ctrl+Shift+Plus sign (+) | superscript formatting প্রয়োগ করুন। |
রক্তে শর্করার মাত্রা কমানোর প্রাকৃতিক উপায়
মাইক্রোসফট ওয়ার্ড এর Object Insert সম্পর্কিত শর্টকাট
কিবোর্ড শর্টকাট | ব্যবহার |
Press (, C, ) | Insert করুন copyright symbol (©) |
Ctrl+Alt+R | Insert করুন registered trademark symbol (®). |
Ctrl+Alt+T | Insert করুন trademark symbol (™). |
Shift+Enter | Insert করুন line break |
Ctrl+Enter | Insert করুন page break |
Ctrl+Shift+Enter | Insert করুন column break |
Ctrl+Alt+Minus sign (numeric keypad এর উপর) | Insert করুন em dash (—) |
Ctrl+Minus sign (numeric keypad থেকে) | Insert করুন en dash (–) |
Ctrl+Alt+Minus sign (-) | Insert করুন hyphen |
Ctrl+Alt+Period (.) | Insert করুন ellipsis (…) |
Ctrl+Shift+Spacebar | Insert করুন non breaking space. |
পরিশেষে
উপরে মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাট গুলো উপস্থাপন করা হলো। নিয়মিত চর্চার মাধ্যমে শর্টকাটগুলোকে আত্মস্থ করতে পারেন। তবে এই শর্টকাটগুলো মূলত তাদের জন্য যাদের কম্পিউটার বা ল্যাপটপ এবং মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে বেসিক ধারণা রয়েছে।
আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তী কোনো আর্টিকেলে নতুন কোন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। আর লেখায় কোন ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।
মুবিন পিডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url