স্মার্টফোনের স্টোরেজ বাড়াবেন যেভাবে - জানুন ১০টি উপায়

স্মার্টফোনের স্টোরেজ কমে গেছে। মোবাইল স্লো হয়ে গেছে? স্টোরেজ বাড়ানোর উপায় খুজছেন? তাহলে আজকে আপনি সঠিক জায়গায় এসেছেন এ লেখা থেকে জানতে পারবেন স্মার্টফোনের স্টোরেজ বাড়াবেন যেভাবে। 
স্মার্টফোনের স্টোরেজ বাড়াবেন যেভাবে - জানুন ১০টি উপায়

"স্মার্টফোন" এর আজকের এই পর্বে আমরা জানবো স্মার্টফোনের স্টোরেজ বাড়াবেন যেভাবে। কিছু উপায় আপনাদের জানা থাকলেও বেশ কিছু হয়তো অজানা পেয়ে যাবেন। সবগুলো উপায় সম্পর্কে জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। 

স্মার্টফোনের স্টোরেজ বাড়াবেন যেভাবে

স্মার্টফোন ব্যবহারের একটি বিরক্তিকর বিষয় হলো এর স্টোরেজ কমে যাওয়া। যদিও এটি খুবই সাধারণ  সমস্যা তবে বিভিন্ন কারণে এ সমস্যাটি হয়ে থাকে এবং এই সমস্যার কারণে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়। বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজন থেকে বিনোদন যে কোন কাজেই স্মার্টফোন আমাদের প্রয়োজন। 
আর স্মার্টফোনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিড়ম্বনা হলো স্মার্টফোনের স্টোরেজ বাড়ানোর পদ্ধতি না জানা অথবা উপায় গুলো খুঁজে না পাওয়া। ধরুন আপনি কাউকে ইমার্জেন্সি একটু কল করবেন হঠাৎ মোবাইলের মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে মোবাইল হ্যাং করছে এবং আপনি ফোন দিতে পারছেন না। 

আবার মনে করুন অফিসের কোন জরুরী ফাইল এসেছে কিন্তু আপনার মোবাইলে সেভ হচ্ছে না কারণ মোবাইলের মেমোরি ফুল। কিছু বিষয় আছে যেগুলো অনুসরণ করলে আমরা স্মার্টফোনের মেমোরি বৃদ্ধি করার পাশাপাশি এই ধরনের বিড়ম্বনা এড়িয়ে চলতে পারি। যেমনঃ 
    • প্লে স্টোর থেকে অটো আপডেট বন্ধ করুন
    • ফটো এবং অন্য বড় ফাইল ডিলিট করুন
    • অপ্রয়োজনীয় app unstall করুন
    • নিম্ন রেজোলিউশনে ভিডিও করুন
    • সেটিং থেকে ক্যাশে ডিলিট করুন
তাছাড়াও আর বেশ কিছু উপায় রয়েছে ফোনের মেমোরি খালি করার জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই স্মার্টফোনের স্টোরেজ বাড়াবেন যেভাবে। .

অপ্রয়োজনীয় app unstall করুন

আমরা বিভিন্ন সময়ে আমাদের স্মার্টফোনে বিভিন্ন ধরনের অ্যাপ ইন্সটল করে থাকি যেমন ভিডিও এডিটিং অ্যাপ, ফটো এডিটিং অ্যাপ বিশেষ করে বিভিন্ন গেম যেগুলোর ফাইল সাইজ অনেক বড়। আবার পরবর্তীতে বিমান ব্যস্ততার কারণে হয়তো এই অ্যাপ্লিকেশনগুলো আর ইউজ করা হয় না। ফলে এই অ্যাপ্লিকেশনগুলো অযথাই আমাদের ফোনের স্টোরেজ ফুল করে দেয়। 

তাই ফোনের মেমোরি ফাঁকা করতে এই অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন গুলো আনইন্সটল করুন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ফোনের অ্যাপের আইকনে ক্লিক করলেও আনইন্সটল অপশন পেয়ে যাবেন কোন কোন মোবাইলের ক্ষেত্রে। তাছাড়া গুগল প্লে স্টোরে গিয়ে প্রোফাইল আইকন এ ক্লিক করে Manage apps & devices এ ক্লিক করলে আপনার স্মার্টফোনে ইন্সটলকৃত সকল অ্যাপ্লিকেশনের লিস্ট দেখতে পারবেন সেগুলোতে একটা একটা করে ক্লিক করে আনইন্সটল করতে পারবেন। 
আর iPhone ব্যবহারকারীরা প্রথমে সেটিংসে গিয়ে “জেনারেল” এ ক্লিক করলে “iPhone storage” পাবেন। সেখানে ক্লিক করলে আপনার মোবাইলে অ্যাপ্লিকেশনের লিস্ট পেয়ে যাবেন। এরপরে যে অ্যাপ্লিকেশন আনস্টল করতে চান সেটাতে ক্লিক করলে আনস্টল এর অপশন পেয়ে যাবেন।

ফটো এবং অন্য বড় ফাইল ডিলিট করুন

আমাদের পরিচিত বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন অথবা অফিসের কোন সহকর্মী আমাদের মেসেজে অথবা ইমেইলে যেকোনো ধরনের ছবি এবং ভিডিও পাঠিয়ে থাকে। সেগুলো অনলাইনের মাধ্যমে আমরা যখন তখন দেখতে পারি। তাই সে ছবি ও ভিডিওগুলো ডাউনলোড করে ফোন মেমোরিতে রাখার কোন প্রয়োজন নেই। এতে করে ফোন স্টোরেজ ধীরে ধীরে কমতে থাকে। 

এন্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা Files অথবা File Manager ওপেন করলেই Download ফোল্ডারের ভেতরে ফাইল গুলো পাবেন যেগুলো আপনি ডিলিট করতে চান। iPhone ব্যবহারকারীরা সেটিংস ওপেন করে General এর ভেতরে iPhone Storage এ যাবেন এরপর Message এর ভেতরে “photos” “videos” “gifs and stickers” and “other” ফোল্ডারের ভেতরে যে ফাইল গুলো ডিলিট করতে চান সেগুলো পেয়ে যাবেন।
স্মার্টফোনের স্টোরেজ বাড়াবেন যেভাবে - জানুন ১০টি উপায়

ক্লাউড স্টোরেজে আপনার ফোন ব্যাকআপ করুন

একটি স্মার্ট ফোন কেনার পর থেকে আমরা অনবরত ছবি তুলতেই থাকি এবং সময়ের পরিক্রমায় ছবিগুলো পুরনো হতে থাকে। আপনার ফোনের সকল পুরনো ছবি এবং ভিডিও গুলো দেখার যদি যথেষ্ট সময় না পান কিন্তু আপনি চান সবগুলোই আপনার ফোনে থাকুক সে ক্ষেত্রে সহজ উপায় হলো আপনার সকল পুরনো ছবি এবং ভিডিও ক্লাউড স্টোরেজে ব্যাকআপ করে রাখা। 

অত্যন্ত পছন্দের পুরনো ছবি এবং ভিডিও ক্লাউড স্টোরেজে ব্যাকআপ করে রাখার পরে যে ছবি এবং ভিডিও গুলো আপনি আপনার মোবাইলে রাখতে চান না সেগুলোকে বাছাই করে ডিলিট করে ফেলুন। বেশ কিছু ক্লাউড স্টোরেজ পরিষেবা রয়েছে যেগুলোতে আপনি চাইলে ক্যামেরায় ছবি তোলার সাথে সাথে ওয়াই ফাই কানেকশন এর সাহায্যে সেখানে ব্যাকআপ করে রাখতে পারবেন।
আইফোন ব্যবহারকারীরা ব্যাকআপ করতে চাইলে নিম্নের পদ্ধতি অনুসরণ করতে পারেন। Settings > Apple ID > iCloud > photos > iCloud photos > iCloud backup । একবার আই ক্লাউড চালু করার পরে আপনার ফোনের সাথে আইক্লাউডের সরাসরি সংযোগ স্থাপন হবে অর্থাৎ আপনি যখন ছবি তুলবেন ক্যামেরায় তখন সাথে সাথে iCloud এ ছবিগুলো জমা হবে। আবার আপনি যদি আপনার মোবাইল থেকে কোন ছবি ডিলিট করেন তাহলে iCloud থেকেও সেই ছবিগুলো ডিলিট হয়ে যাবে।

অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের জন্য ব্যাকআপ করার পদ্ধতি নিম্নরূপ। Settings > Google > Backup using mobile or Wi-Fi > Backup ।

স্থানীয়ভাবে আপনার ফোন ব্যাকআপ করুন

ক্লাউড স্টোরেজে কিছু সীমাবদ্ধতা এবং খরচের বিষয় বিবেচনা করে আরেকটি সহজ পদ্ধতিতে আপনার স্মার্টফোনের যেকোন ফাইল সেভ রাখতে পারেন। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা একটি usb কেবল এর মাধ্যমে উইন্ডোজ কম্পিউটারের সাথে স্মার্ট ফোন সংযুক্ত করে যেকোনো ধরনের ফাইল অর্থাৎ ছবি, ভিডিও বা কোন ডকুমেন্ট কম্পিউটারে রাখতে পারেন স্থানীয়ভাবে। 

তবে অ্যাপল ফোন ইউজ কারীরা কম্পিউটারে তাদের ফাইল ব্যাকআপ করার জন্য স্মার্টফোনের “ফাইন্ডার অ্যাপ” ব্যবহার করতে হবে। এছাড়া Airdrop নামে একটি অ্যাপ রয়েছে যেটির মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন না করেও ফাইল ট্রান্সফার করা যাবে আইফোনের ক্ষেত্রে। আবার উইন্ডোজ কম্পিউটারের পরিবর্তে যদি ম্যাক কম্পিউটার থাকে তবে অবশ্যই সেই কম্পিউটারে Android File Transfer নামে একটি অ্যাপ্লিকেশন ইন্সটল করতে হবে।

প্লে স্টোর থেকে অটো আপডেট বন্ধ করুন

ডেটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন থাকলে স্মার্টফোনে ইন্সটল করা সকল অ্যাপ্লিকেশন স্বয়ংক্রিয়ভাবে আপডেট নিতে থাকে। আপডেট নেয়ার ফলে প্রতিটা অ্যাপ এর সাইজ কিছু মেগাবাইট করে বেড়ে যায়। কিছু অ্যাপ আছে যেগুলো আপডেট নিলে নতুন নতুন কিছু ফিচার যুক্ত হওয়ার ফলে আমাদের কাজের সুবিধা হয় যেমন google এর অ্যাপ্লিকেশন গুলো। 
আবার বেশ কিছু অ্যাপ আছে যেগুলোর আপডেট না নিলেও চলে যেমন বিভিন্ন গেম। অবশ্য কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আপডেট না নিলে কাজ করতে দেয় না যেমন WhatsApp। এ ধরনের অ্যাপ্লিকেশন গুলোকে বাধ্য হয়ে আপডেট নিতে হয়। তবে গুগল প্লে স্টোরে গিয়ে প্রতিটা অ্যাপ এর অটো আপডেট আলাদা আলাদা ভাবে বন্ধ করলে স্টোরেজ এর জায়গা বেশি ব্যবহৃত হয় না ফলে ফোন মেমোরি ফাঁকা থাকে। প্লে স্টোর থেকে অটো আপডেট বন্ধ করার পদ্ধতি জানুন এখান থেকে। 

Google files এর সাহায্য নিন

এখন প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনে গুগল ফাইলস নামে একটি ফাইল ম্যানেজার প্রি-ইন্সটল করা থাকে। অন্যান্য ফাইল ম্যানেজারের মত এটিতেও বিভিন্ন ফাইল ডেটা আলাদা আলাদা করে গ্রুপ করে সাজানো থাকে। সেখান থেকে ব্যবহারকারীদের টেম্পোরারি ফাইল সহ অপ্রয়োজনীয় বিভিন্ন ফাইল ডিলিট করতে সুবিধা হয়। 

এছাড়াও “Clean” নামে একটি অপশন থাকে যেটিতে বিভিন্ন ফাইল জমা হলে ক্লিন করে স্টোরেজ ফাঁকা করা যেতে পারে। সাধারণত প্রতি মাসে একবার এই ক্লিনার ইউজ করে মোবাইলের জাঙ্ক ফাইল ডিলিট করে স্টোরেজ বাড়াতে পারেন।

নিম্ন রেজোলিউশনে ভিডিও করুন

প্রযুক্তি খাতে ব্যাপক উন্নতির ফলে এখন শুধু প্রয়োজনের তাগিদেই নয় বরং বিনোদনের ক্ষেত্রেও উচ্চ রেজুলেশনের ভিডিওর সুবিধা বিভিন্ন মোবাইল কোম্পানি দিয়ে থাকছে। এখন বেশ কিছু উন্নত প্রযুক্তির দামি ফোনে 2K থেকে 8K কে পর্যন্ত ভিডিও করার সুবিধা রয়েছে। উন্নত প্রযুক্তির টিভিতে বা মনিটরে এসব উচ্চ রেজুলেশন এর ভিডিও দেখতে যেমন মনোমুগ্ধকর তেমনি ভিডিও গুলো ধারণ করার সময় মোবাইলের মেমোরি অনেক জায়গা দখল করে। 

যদি আপনার এত উচ্চ রেজোলিউশনের ভিডিও প্রয়োজন না হয় এবং মোবাইলের ইস্টোরেজ বেশি রাখতে চান তবে অবশ্যই HD রেজোলিউশনে ভিডিও করুন। HD ভিডিও আপনি ভ্লগ হিসেবেও ব্যবহার করতে পারবেন। যেকোনো অ্যান্ড্রয়েড এবং আইফোনে ভিডিও সেটিংসে গিয়ে রেজুলেশন কমিয়ে দিতে পারেন।

SD কার্ড ইউজ করতে পারেন

না চাইলেও অনেক সময় অনেক প্রয়োজনে আমাদের বিভিন্ন ডকিউমেন্টস, ফাইল, ছবি, এমনকি ভিডিও পর্যন্ত মোবাইলে রাখতে হয়। ফলে স্টোরেজ বাড়াতে আমরা Micro SD card ইউজ করতে পারি এক্সটার্নাল মেমোরি হিসেবে। তবে এখনকার সব স্মার্টফোনে ইন্টারনাল ফোন মেমোরি যথেষ্ট পরিমাণে থাকে। 
অথবা স্মার্টফোন কেনার সময় কমপক্ষে ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি দেখে কিনলে স্টোরেজ নিয়ে আর সমস্যায় পড়ার কথা নয়। আবার SD কার্ড কেনার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। ভালো কোন কোম্পানির বা ব্র্যান্ডের এসডি কার্ড না কিনলে আপনার স্মার্টফোন হ্যাং বা স্লো এর মত সমস্যায় পড়তে পারে।

সেটিং থেকে ক্যাশে ডিলিট করুন

বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে অনেক অ্যাপ ইন্সটল করতে হয় আমাদের স্মার্টফোনে। কিন্তু প্রতিটি অ্যাপ্লিকেশন এর বিপরীতে কিছু কিছু ক্যাশে (cache) জমা হয় যেগুলো ফোন মেমোরির অনেকটা জায়গা দখল করে থাকে। খুব সামান্য মনে হলেও প্রতিটা অ্যাপ থেকে এই ক্যাশে রিমুভ করলে ফোন মেমোরির জায়গা কিছুটা হলে বাড়ে। ক্যাশে কি এবং ক্যাশে ডিলিট করে ফোন মেমোরি বাড়ানোর পদ্ধতি দেখুন এখান থেকে

WhatsApp এর সেটিংস চেঞ্জ করুন

এন্ড্রয়েড ফোনে এমন বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোতে ম্যানুয়ালি ইনপুট দিতে হয় অর্থাৎ আমরা চাইলে ছবি বা ভিডিও সেভ হবে না হলে নয় যেমন মেসেঞ্জার। আবার বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলোতে স্বয়ংক্রিয়ভাবে ছবি এবং ভিডিও ফোন মেমোরিতে সেভ হয় যেমন হোয়াটসঅ্যাপ। দীর্ঘদিন ব্যবহারের ফলে WhatsApp এর মাধ্যমে ছবি এবং ভিডিওর মাধ্যমে মেমোরির জায়গা কমতে শুরু করে। 
প্রথমে WhatsApp অ্যাপ্লিকেশন ওপেন করবেন এরপর সেটিংসে যাবেন তারপরে ধাপগুলো নিম্নরূপ। Settings > Chats > Media visibility > Off । উপরের সেটিংস টি করলে আপনি হোয়াটসঅ্যাপের ছবি এবং ভিডিও দেখতে পারবেন কিন্তু আপনার ফোন মেমোরিতে ফোন গ্যালারিতে ছবি বা ভিডিও সেভ হবে না। 

মোবাইলের মেমোরি ফুল হলে কি সমস্যা হয়?

মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেলে কি কি ধরনের সমস্যা হয় তা মোটামুটি আমাদের সবারই জানা কারণ আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি। তারপরেও যারা জানেন না তাদের জন্য একবার- 
    • স্মার্টফোনের মেমোরি একদম ফুল হয়ে গেলে ফোনের কার্যক্ষমতা হারিয়ে যায় অর্থাৎ স্পিড কমে যায়।
    • গুগল প্লে স্টোর থেকে কোন প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড হয় না।
    • স্মার্টফোন যেকোনো সময় হ্যাং করতে পারে। ফলে যে কোন জরুরি মুহূর্তে কাজের মারাত্মক ব্যাঘাত ঘটে।
    • অন্য ডিভাইস বা ইন্টারনেট থেকে প্রয়োজনীয় কোন ডেটা বা ফাইল নেয়া যায় না।
স্মার্টফোনের স্টোরেজ বাড়াবেন যেভাবে - জানুন ১০টি উপায়


উপসংহার
এখনকার অত্যাধুনিক স্মার্টফোনগুলোতে ইন্টারনাল মেমোরিয়াল বেশি থাকে আমরা বিভিন্ন ফাইল বা ডেটাও রাখি বেশি ফলে সহজেই মেমোরি কমে যায়। প্রযুক্তিবিদদের মতে একটি ফোনের মোট মেমোরির প্রায় ৩০ শতাংশ ফাঁকা রাখা উচিত। গুরুত্বপূর্ণ কাজের সময় মোবাইলে যখন নোটিফিকেশন ভেসে ওঠে “নট এনাফ মেমোরি” তখন আমরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি কোন ফাইল রেখে কোন ফাইল ডিলিট করব। এ বিষয়ে আগে থেকেই সচেতন থাকতে আমরা উপরের বিষয়গুলো খেয়াল রাখতে পারি।
যাইহোক, স্মার্টফোনের স্টোরেজ বাড়াবেন যেভাবে তার দশটি উপায়ে সম্পর্কে জানানোর চেষ্টা করলাম আশা করি উপকৃত হয়েছেন। এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুবিন পিডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url