ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার উপায়

বর্তমান সময়ে আমরা অনেকেই ঘরে বসে ইউটিউব থেকে বাড়তি ইনকাম করতে চাই। অনেকেই হয়ত YouTube থেকে ইনকাম করাকে পেশা হিসেবে নিতে চাচ্ছেন। তবে সমস্যা দেখা দেয় ভিডিও তৈরির ক্ষেত্রে। অনেকেই বিভিন্ন কারণে ক্যামেরার সামনে সরাসরি কথা বলতে সংকোচ বোধ করেন। তবে তাদের জন্য একটি সুখবর হলো, ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার উপায় রয়েছে।
ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার উপায়

অনলাইন ইনকাম” এর আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার উপায় সম্পর্কে। এই উপায় গুলো জানতে হলে এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে।

ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার উপায়

ইউটিউব থেকে ইনকাম করার ক্ষেত্রে অনেকের কাছেই ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, ভিডিও তৈরি করা, তারপর ভিডিও আপলোড করা ইত্যাদি বিষয়গুলো অনেক জটিল বা ঝামেলার মনে হতে পারে। আর এগুলোর মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে ভিডিও তৈরি করা কারণ এখানে সম্পূর্ণ নিজের চিন্তা ধারা এবং সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটে।

কিন্তু অনেকের এই সৃজনশীলতা থাকে না বা সঠিকভাবে প্রকাশ করতে পারে না বিধায় প্রফেশনাল ভিডিও তৈরি করতে অনেক বাধার সম্মুখীন হতে হয়। শুধুমাত্র তাদের জন্যই আজকের এই আর্টিকেল অর্থাৎ আজকে ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার উপায় সম্পর্কে আলোচনা করা হবে। তবে একটা কথা বিশেষভাবে মনে রাখতে হবে "ভিডিও না বানিয়ে" বলতে ইউটিউবে ভিডিও আপলোড না করে অর্থ উপার্জন করাকে বোঝাচ্ছে না।

ইউটিউবের মূল উপাদান হচ্ছে ভিডিও। ভিডিও ছাড়া তাহলে আপনি ইনকাম করবেন কিভাবে? সৃজনশীলতার সাথে জেনুইন এবং প্রফেশনাল ভিডিও যদি তৈরি করতে না পারেন সেই ক্ষেত্রে সহজ কিছু উপায়ে (হতে পারে অন্যের ভিডিও প্রক্রিয়া করে বা এমন কোন উপায়ে যেখানে আপনার সৃজনশীলতার তেমন প্রয়োজন পড়ে না কিংবা ভিডিওতে সরাসরি আপনার সম্পৃক্ততা থাকে না) ইনকাম করার মত ভিডিও ম্যাটেরিয়াল তৈরি করাকে বোঝাচ্ছে। তো চলুন আর কথা না বাড়িয়ে উপায় গুলো জেনে নেয়া যাক।

ভিডিও গেম এর লাইভ স্ট্রিমিং করে ইনকাম

যেকোনো কারণেই হোক ভিডিও যদি বানাতে না চান এবং YouTube থেকে ইনকাম করতে চান তবে অন্যতম একটি জনপ্রিয় এবং সহজ পদ্ধতি হলো ভিডিও গেমের লাইভ স্ট্রিমিং করে ইনকাম করা। আপনি যদি গেম খেলতে খুব পছন্দ করেন এবং একজন নিয়মিত গেমার হয়ে থাকেন তাহলে এই পদ্ধতিটি আপনার জন্য একদম উপযুক্ত।
বিশ্ব জুড়ে জনপ্রিয় যতগুলো গেম রয়েছে সেগুলোর গেমপ্লে অথবা সরাসরি গেম খেলার সময় Screen Record করে আপনার নিজস্ব ইউটিউব চ্যানেলে শেয়ার করতে পারেন। এছাড়া বিভিন্ন গেম খেলার টিপস এবং ট্রিক্স যদি থাকে সেগুলো স্ক্রিন রেকর্ডে শেয়ার করতে পারেন। ভিডিও গেমের game play ভিডিও আপলোড করে সারা বিশ্বে প্রচুর ইউটিউবার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে।

প্রেজেন্টেশন তৈরি করে ইনকাম

আপনি যদি যেকোনো বিষয়ে বা টপিকের উপর দক্ষ হয়ে থাকেন তাহলে সেই বিষয়ের উপর Presentation তৈরি করে দর্শকদের সামনে উপস্থাপন করতে পারেন। এজন্য Google Slides অথবা Power Point দিয়ে খুব সহজে প্রেজেন্টেশন তৈরি করে ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন।

সাধারণত ওয়েব ডিজাইন গ্রাফিক্স ডিজাইন ফটোগ্রাফি প্রোগ্রামিং ইত্যাদি বিষয়ের উপর প্রেজেন্টেশন তৈরি করে চ্যানেল আপলোড করে ইনকাম করা সম্ভব। এই পদ্ধতিতে একটি কনটেন্ট তৈরি করতে আপনাকে ব্যবহার করতে হবে Screen Record সিস্টেমটি। এভাবে তৈরি প্রেজেন্টেশনটিতে আপনার খুব একটা এডিট করার প্রয়োজন পড়বে না।

সাউন্ড ইফেক্ট তৈরি করে আয় করুন

বর্তমানে ইউটিউবে কন্টেন্ট ক্রিকেটারদের সংখ্যা বাড়ার সাথে সাথে ভিডিও বাড়ছে আর ভিডিও তৈরি করার ক্ষেত্রে সাউন্ড ইফেক্ট এর গুরুত্ব অনেক বৃদ্ধি পাচ্ছে। কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে নাটক সিনেমার প্রডিউসার, পরিচালকরা কপিরাইট ফ্রি সাউন্ড ইফেক্ট খুঁজে থাকেন। এক্ষেত্রে আপনি প্রাকৃতিক বিভিন্ন শব্দ যেমন পশুপাখি ডাক, এলার্ম, ফানি শব্দ ইত্যাদি রেকর্ড করে আপনার চ্যানেলে আপলোড করতে পারেন।
ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার উপায়

ভিডিও শেয়ার করে ইনকাম করুন

ভিডিও তৈরি না করে ইউটিউব থেকে উপার্জন করার সহজতম উপায় হল অন্য চ্যানেল এর ভিডিও আপনার চ্যানেলে শেয়ার করে ইনকাম করা। মূলত ইউটিউবে aggregation নামক সিস্টেমের কারণে এই সুবিধা পাওয়া যায়। তবে এক্ষেত্রে সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করতে হবে কারণ যেকোনো চ্যানেল থেকেই ভিডিও আপনার চ্যানেলে শেয়ার করতে পারবেন না এতে কপিরাইট বা স্ট্রাইক হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

আগে জানতে হবে এবং খুঁজে বের করতে হবে কোন চ্যানেল তাদের ভিডিও অন্য চ্যানেলে শেয়ারের অনুমতি দেয়। যেমন ONE Media Coverage এরকম একটি প্লাটফর্ম যারা তাদের ভিডিও শেয়ারের পারমিশন দিয়ে থাকে।

টিউটোরিয়াল ভিডিও তৈরি করে আয় করুন

আপনি যদি শুধুমাত্র মোবাইল অথবা কম্পিউটারে Screen Record এ পারদর্শী হয়ে থাকেন তাহলেই ইউটিউব থেকে ইনকাম করা আপনার জন্য সহজ ব্যাপার। ক্যামেরার সামনে কথা বলতে যদি না চান তাহলে গেম, ইন্টারনেট, সফটওয়্যার, অ্যাপ সহ যেকোনো বিষয়ের উপর ভিডিও তৈরি করতে পারেন স্ক্রিন রেকর্ড করার মাধ্যমে।
স্ক্রিন রেকর্ড এর পরে আলাদাভাবে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আপনার ভয়েস যোগ করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যে বিষয়ে আমরা যথেষ্ট জ্ঞান আছে এবং দক্ষতা রয়েছে অর্থাৎ যে বিষয় সম্পর্কে আপনি খুঁটিনাটি সবকিছু জানেন সেই বিষয়ের উপরেই টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে পারেন।

মিউজিক তৈরি করে ইনকাম করুন

আপনি যদি একজন পেশাদার সঙ্গীতশিল্পী অথবা গীতিকার কিংবা সুরকার হয়ে থাকেন তাহলে আপনার নিজের সৃষ্টি ইউটিউবে আপলোড করে ইনকাম করতে পারবেন। ইউটিউবে দেশী বিদেশী বহু চ্যানেল রয়েছে যেগুলো সম্পূর্ন মিউজিক চ্যানেল। দেশি-বিদেশি বিখ্যাত সব সংগীত শিল্পীদের প্রত্যেকেরই ইউটিউব চ্যানেল রয়েছে যার মাধ্যমে তারা প্রচুর অর্থ উপার্জন করে থাকেন।

আপনির গায়ক/গায়িকা না হলেও যদি আর্টিস্ট হয়ে থাকেন অর্থাৎ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারেন তাহলে সেই সব সুর বা বাদ্যযন্ত্রের শব্দ রেকর্ড করেও ইউটিউবে আপলোড করতে পারেন। এগুলোও দর্শক আগ্রহের সাথেই দেখে।

কপিরাইট ফ্রি ভিডিও ব্যবহার করে আয় করুন

কপিরাইট ফ্রি ভিডিও বলতে মূলত ফ্রি স্টক ভিডিও কে বোঝায় অর্থাৎ এইসব ভিডিও নির্দিষ্ট কিছু ওয়েবসাইট থেকে ডাউনলোড বা কপি করে নিজের ইউটিউব চ্যানেলে ব্যবহার করা যাবে, কোন কপিরাইট বা স্ট্রাইক আসবে না। এসব ভিডিওর ছোট ছোট ক্লিপ একসাথে সংযুক্ত করে একটি স্ক্রিপ্ট বা গল্পের আকারে তৈরি করে তাতে কপিরাইট ফ্রি মিউজিক সংযুক্ত করে পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করতে পারেন।

ইউটিউব চ্যানেল ওপেন করলে ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে YouTube Audio Library এর এক্সেস দিবে যাতে করে আপনি প্রচুর সংখ্যক কপিরাইট ফ্রি মিউজিক ব্যাবহার করতে পারবেন। তাছাড়া ফ্রি স্টক ভিডিও ডাউনলোড এর জন্য উল্লেখযোগ্য ওয়েবসাইট গুলো হলো Pixels, Adobe stock, Shutterstock, Pixabay, Unsplash ইত্যাদি।

অ্যানিমেশন তৈরি করে ইনকাম

শুরু থেকে আজ পর্যন্ত এনিমেশন ভিডিওর চাহিদা সব সময় উপরে থেকেছে। শুধু শিশুরা নয় প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা অ্যানিমেশন ভিডিও বা মুভি দেখতে পছন্দ করেন। তাই Animaker, Adobe Animate ইত্যাদি সফটওয়্যার এর মাধ্যমে অ্যানিমেশন ভিডিও তৈরি করে ইউটিউব চ্যানেলে আপলোড করে সহজে ইনকাম করতে পারবেন। এইসব ভিডিওর সাথে আপনার নিজের ভয়েস বা নিজের তৈরি করা সাউন্ড অথবা কপিরাইট ফ্রি মিউজিক যুক্ত করে আরও আকর্ষণীয় পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করতে পারেন।

ফ্রিল্যান্সার এর সাহায্য নিয়ে ভিডিও আপলোড করুন

আপনার যদি ভিডিও এডিটিং সম্পর্কে ধারণা না থাকে অথবা ব্যস্ততার কারণে সময় না পান ভিডিও এডিট করতে কিম্বা ভিডিও বানানোর মতো আগ্রহ ইচ্ছা না থাকে তাহলে freelancer .com, fiverr .com ইত্যাদি বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট থেকে একজন ফ্রিল্যান্সার এর সাহায্য নিতে পারেন। তবে এক্ষেত্রে ইউটিউব থেকে ইনকামের একদম শুরুর পর্যায়ে এই কাজটি করতে পারবেন না কারণ একজন ফ্রিল্যান্সার হায়ার করলে তাকে যথেষ্ট পরিমাণ পেমেন্ট করতে হবে।
আপনার যদি অন্য কোন ইনকাম সোর্স থেকে থাকে তাহলে ফ্রিল্যান্সার এর সাহায্য নিয়ে সহজেই ভিডিও আপলোড করে বাড়তি ইনকাম করতে পারবেন। আপনার ভিডিও টপিক এবং চাহিদা মত বর্ণনা দিলে ফ্রিল্যান্সার সহজেই আপনাকে ভিডিও বানিয়ে দিতে পারবে।

ইউটিউব এর অডিও লাইব্রেরী থেকে ইনকাম করুন

বর্তমানে ইউটিউব আর শুধুমাত্র ভিডিওর মধ্যে সীমাবদ্ধ নেই এখানে রয়েছে অডিও ফাইল এরও সমাহার। আপনি ভিডিও বানাতে না চাইলে কোন রকম ভিডিও ছাড়াই শুধুমাত্র অডিও ফাইল দিয়েই ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। ইউটিউবের অডিও লাইব্রেরী অথবা কপিরাইট ফ্রি মিউজিক থেকে আপনি অজস্র মিউজিক আপনার নিজের মতো করে ব্যবহার করে আপনার YouTube চ্যানেলের অডিও কনটেন্টকে সমৃদ্ধ করে রাখতে পারেন।

তাছাড়াও বিভিন্ন সাউন্ড এফেক্টস, ব্যাকগ্রাউন্ড মিউজিক আপলোড করেও ইদানিং অনেকেই হাজার হাজার টাকা ইনকাম করে যাচ্ছে। এই ধরনের সাউন্ড ইফেক্ট নাটক মুভি থেকে শুরু করে যে কোন ডকুমেন্টারি বানাতেও অনেক কাজে লাগে। Sound effect বা ব্যাকগ্রাউন্ড মিউজিক এর মধ্যে রয়েছে বৃষ্টির শব্দ, সমুদ্রের ঢেউয়ের শব্দ, বিভিন্ন পশু পাখির ডাক বিশেষ করে পাখির কিচিরমিচির শব্দ ইত্যাদি।

AI দিয়ে ভিডিও তৈরি করে ইনকাম

যাদের কাছে ভিডিও তৈরি করা এবং এডিট করা কঠিন মনে হয় অথবা যারা ভিডিও তৈরি করতে চান না তাদের জন্য AI হতে পারে পরম বন্ধু। AI দিয়ে ভিডিও তৈরি করার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। তবে অধিকাংশ ওয়েবসাইট থেকেই কয়েক মিনিটের ভিডিও একসাথে তৈরি করা যাবে না। যে বিষয়ের উপর ভিডিও তৈরি করতে চান সেই বিষয়ের স্ক্রিপ্ট লিখে ছোট ছোট কয়েকটি ক্লিপ কয়েকবারে AI দিয়ে তৈরি করে সবগুলো একসাথে জোড়া দিয়ে এটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করা যায়।

ব্যবহার করে তৈরি করা ভিডিওর মধ্যে সবচাইতে জনপ্রিয় হচ্ছে কার্টুন ভিডিও। এক্ষেত্রে আপনাকে AI এর মাধ্যমে ভিডিও তৈরির পর সাউন্ড ইফেক্ট নিয়ে কিছুটা কাজ করতে হবে। এজন্য আপনাকে ভিডিও এডিট করাও সামান্যতম হলেও জানতে হবে। ইউটিউবে এবং ফেসবুকে এই ধরনের চ্যানেল বা পেজ অনেক রয়েছে আপনি সেগুলোতে একবার ঘুরে আসলে ভালো একটি ধারণা পেয়ে যাবেন।

শর্টস ভিডিও আপলোড করে ইনকাম

নিজের কোন ভিডিও তৈরি না করে ইউটিউব থেকে ইনকামের আরেকটি জনপ্রিয় উপায় হচ্ছে শর্টস ভিডিও আপলোড করে ইনকাম করা। বর্তমানে কয়েক মিনিটের ভিডিওর চেয়ে এই ধরনের কয়েক সেকেন্ডের শর্ট ভিডিও অধিকতর জনপ্রিয় হচ্ছে। এইসব শর্ট ভিডিওতে ভিউ অনেক বেশি দেখা যায়।
এমনকি অনেক নতুন ইউটিউব চ্যানেলও এসব শর্ট ভিডিওর কারণে খুব দ্রুত জনপ্রিয় হচ্ছে এবং দ্রুত সাবস্ক্রাইবার এর সংখ্যা বাড়ছে। এসব শর্টস ভিডিও এডিট করে অথবা রি আপলোড করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলে। আপনি যেকোনো একটি বিষয় অথবা বিভিন্ন বিষয়ের উপর শর্ট ভিডিও আপলোড করতে পারেন।

ফেস লেস ভিডিও বানিয়ে ইনকাম করুন

ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার আরেকটা অন্যতম সহজ উপায় হল ফেসলেস ভিডিও। ফেসলেস ভিডিও বলতে বোঝায় ইউটিউবে আপলোডকৃত ভিডিওতে আপনার মুখমণ্ডল বা চেহারা দেখা যাবে না কিন্তু বিভিন্ন অ্যানিমেশন, ইনফোগ্রাফিক্স, ইমেজ, স্টক ভিডিও, টেক্সট অ্যানিমেশনের মাধ্যমে সকল তথ্য উপস্থাপন করা হবে এবং আপনার ভয়েস শোনা যাবে।

ফেসলেস ভিডিও বানাতে চাইলে আপনাকে অবশ্যই একটি সুন্দর উপযুক্ত স্ক্রিপ্ট লিখতে হবে। কোন তথ্যের পরে কোন তথ্য লিপিবদ্ধ করবেন এবং সে তথ্যকে কিভাবে বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে উপস্থাপন করবেন সে সবকিছুই স্ক্রিপ্টে উল্লেখ থাকা জরুরী। এক্ষেত্রে আপনার ভিডিও এডিটিং এ বেশ কিছুটা দক্ষতা থাকতে হবে। ফেসলেস ভিডিও বানাতে উপযোগী বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন গুলো হল-
Doodly
Canva
Pictory
ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার উপায়

ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে আয় করার সুবিধা

  • যারা ক্যামেরার সামনে থেকে বিভিন্ন কারণে কথা বলতে এবং ভিডিও ধারণ করতে পারেন না তাদের জন্য উপরে আলোচিত বিভিন্ন পদ্ধতির যেকোনটি অবলম্বন করে YouTube থেকে আয় করা সহজ হবে।
  • কিছু কিছু চ্যানেল বা ভিডিও বিশেষ করে মিউজিক বা ইউটিউব অডিও লাইব্রেরী ব্যাবহার করে ভিডিও আপলোড করলে আপনি ভালো সাড়া পাবেন কারণ এই ধরনের ভিডিওর শ্রোতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।
  • প্রফেশনালি ইউটিউব থেকে ইনকাম করতে চাইলে ভিডিও ধারণ করার জন্য একটি পুরো সেটআপ প্রয়োজন যার জন্য আপনাকে বেশ কিছু অর্থ বিনিয়োগ করতে হবে। তবে উপরে আলোচিত যে কোন পদ্ধতিতে ইনকাম করতে চাইলে প্রাথমিক অবস্থায় আপনাকে সেরকম অর্থের প্রয়োজন নাও হতে পারে কোন কোন ক্ষেত্রে।
  • প্রফেশনালি ভিডিও তৈরি করে ইনকাম করতে চাইলে অনেক সময়ের প্রয়োজন এডিটিং এর ক্ষেত্রে। তবে উপরে আলোচনা করা যে কোন পদ্ধতিতে অনেক কম সময়ে আপলোডের জন্য ভিডিও প্রস্তুত করতে পারবেন।

মন্তব্য
ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার উপায় সম্পর্কে উপরে আলোচনা করা হলো, আপনাদের সুবিধামতো যে কোন পদ্ধতি বাছাই করে কাজ শুরু করতে পারেন। তবে বিশেষভাবে বলে রাখি আজকের এই লেখাটি কোন প্রফেশনাল ইউটিউবারের জন্য নয়, যারা নতুন রয়েছেন, YouTube থেকে ইনকাম করতে চাচ্ছেন তবে অনেক সীমাবদ্ধতা রয়েছে আজকের লেখাটি শুধুমাত্র তাদের জন্য।
আপনাদের সর্বাত্মক মঙ্গল কামনায় আজকে এখানেই শেষ করছি। দক্ষতা, ধৈর্য এবং পরিশ্রমের সাথে কাজ করুন আর ইউটিউব থেকে ইনকাম করুন। লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুবিন পিডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url