ফোনের গতি বাড়াবেন যেভাবে - জানুন ৮টি উপায়

একটি ভালো মানের ফোন হওয়া সত্বেও আপনার স্মার্টফোন ঠিকমতো কাজ করছে না? হ্যাং করছে অথবা অনেক ধীর গতিতে কাজ করছে? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকের এই লেখায় স্মার্ট ফোনের গতি বাড়াবেন যেভাবে সেই বিষয়ে আলোচনা করা হবে।
ফোনের গতি বাড়াবেন যেভাবে - জানুন ৮টি উপায়

"স্মার্টফোন" এর আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন ফোনের গতি কমে যায় কেন এবং স্মার্টফোনের গতি বাড়াবেন কীভাবে অর্থাৎ ফোনের গতি বাড়াবেন যেভাবে তার ৮টি কার্যকরী উপায় সম্পর্কে। সবগুলো তথ্য জানতে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। 

ফোনের গতি বাড়াবেন যেভাবে

অত্যন্ত জরুরী একটি কাজের মুহূর্তে যদি আপনার স্মার্টফোন স্লো কাজ করে তাহলে মাথা ঠিক রাখার কথা নয়। ম্যাক এন্ড মেলওয়ার বাইটস এর পরিচালক থমাস রিড এর মতে, “স্মার্টফোনের স্টোরেজ কমে যাওয়া এবং ধীরগতির ইন্টারনেট সংযোগ আপনার স্মার্টফোনের গতি কমিয়ে দিতে বিরূপ প্রভাব ফেলে।” 
বেশ কিছু সহজ টিপস রয়েছে যেগুলো অনুসরণ করলে আমাদের পছন্দের স্মার্টফোনের কাজের গতি কিছুটা হলেও বাড়বে। তো চলুন আর কথা না বাড়িয়ে ফোনের গতি বাড়াবেন যেভাবে সেই ৮টি উপায় জেনে নেই। তবে বিষয়গুলো জেনে নেয়ার আগে আমাদের জানা দরকার মোবাইলের গতি কেন কমে যায়।

মোবাইলের গতি কেন কমে যায়

দুর্বল ওয়াইফাই কানেকশন
আপনার স্মার্ট ফোন স্বাভাবিকের চাইতে যদি অনেক ধীর গতিতে কাজ করে তবে ডেটা কানেকশন এবং ওয়াইফাই কানেকশনের দিকেও একটু খেয়াল করবেন। ডেটা কানেকশন অনেক সময় অত্যন্ত নিম্নমানের হয়ে থাকে বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে সে সময় আপনার ফোন স্লো হয়ে যেতে পারে। আবার আপনার স্মার্টফোন যদি পাবলিক ওয়াইফাই এর সাথে সংযুক্ত থাকে তবে সেই ওয়াইফাই এর সিগন্যালের দিকে খেয়াল করুন। 
 
জরুরী প্রয়োজন না হলে পাবলিক ওয়াইফাই এর সাথে সংযোগ বিচ্ছিন্ন করুন। আবার যে কোন প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই এর ক্ষেত্রেও এ ধরনের সমস্যা হয়ে থাকে। আসলে ওয়াইফাই এর কানেকশন যখন অত্যন্ত নিম্নমানের থাকে তখন স্মার্টফোনের ব্রাউজার ওয়েবসাইট এবং বিভিন্ন পেজ রিলোড বা রিফ্রেশ করতে থাকে অনবরত। ফলে আপনার স্মার্টফোনের গতি কমে যায়।

পুরনো অপারেটিং সিস্টেম
শেষ কবে আপনি আপনার স্মার্টফোন আপডেট করেছেন সেটা কি মনে করতে পারেন? যদি মনে করতে না পারেন তবে এখনই আপডেট দিতে পারেন। পুরাতন অপারেটিং সিস্টেম এমন কিছু সমস্যা বা bugs সৃষ্টি করে যা আপনার ফোনের গতিকে ধীর করে দেয়।

স্টোরেজ কমে যাওয়া
আপনার স্মার্টফোনের মেমোরি যদি ৮ জিবি অথবা ১৬ জিবি হয় কিংবা আপনি অনবরত ইন্টারনেট থেকে অডিও, ভিডিও বা বড় গেম ডাউনলোড করেন তবে খুব সহজে আপনার ফোন মেমোরি কমতে শুরু করবে। আর স্মার্টফোনের স্টোরেজ কমে গেলেই এর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা প্রসেসর এর উপর বাড়তি চাপ পড়বে। তাই স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজ কমে যাওয়া ফোনের ধীর গতির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়।

অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকলে
যে অ্যাপ্লিকেশনগুলো এখন আপনার আর প্রয়োজন নেই অথবা ব্যবহার করছেন না এ ধরনের অনেক অ্যাপ্লিকেশন ইন্সটল করা থাকলে স্মার্টফোন ধীরগতির হয়ে যায়। আবার অনেক অ্যাপ্লিকেশন আপনি ব্যাকগ্রাউন্ডে চালু রেখেছেন এবং আপনার ডেটা কানেকশন অন আছে সেক্ষেত্রেও আপনার মোবাইলের গতি ধীর হয়ে যাবে।

ফোনের র‍্যাম পূর্ণ হয়ে গেলে
র‍্যাম (RAM) বা রেনডম এক্সেস মেমোরির প্রধান কাজ হচ্ছে স্মার্টফোনের তাৎক্ষণিক কাজগুলোকে সুষ্ঠুভাবে ধারণ করে পরিচালনা করা। স্মার্টফোনের ram যত জিবি হোক না কেন ব্যাকগ্রাউন্ড এ যতগুলো অ্যাপ সচল রাখবেন তার ওপর ভিত্তি করে ram এর কার্যকারিতা কমতে শুরু করবে। আপনার স্মার্টফোনের ram যদি বেশি না হয় সে ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে বেশি অ্যাপ চালু রাখলে মোবাইল ধীর গতি সম্পন্ন হতে বাধ্য।
ফোনের গতি বাড়াবেন যেভাবে - জানুন ৮টি উপায়


স্মার্টফোনের গতি বাড়াবেন কীভাবে

অপারেটিং সিস্টেম আপডেট করুন
বর্তমানের অত্যাধুনিক স্মার্টফোনগুলোতে যদিও ভাইরাস প্রটেকশন দেয়া থাকে তারপরেও কখনো কোনোভাবে যদি ভাইরাস আক্রান্ত হয় তবে স্মার্টফোনের গতি অনেক কমে যায়। তাছাড়া অপারেটিং সিস্টেম আপডেট করলে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি স্মার্টফোন মসৃণ ভাবে রান করে। 
 
অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনে অপারেটিং সিস্টেম আপডেট দেওয়ার জন্য প্রথমে যেতে হবে সেটিংস এ। এরপর About Phone এ গিয়ে Check for Updates এ ট্যাপ করতে হবে। স্মার্টফোনের জন্য কোন আপডেট রেডি থাকলে Update বাটন শো করবে। এরপর Update বাটনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে হবে।
ফোনের মেমোরি ফাকা করুন
ধীর গতি সম্পন্ন স্মার্টফোনের গতি বৃদ্ধির অন্যতম উপায় হল স্টোরেজ বৃদ্ধি করা। ফোনের মেমোরি বিভিন্নভাবে ফাঁকা করা যায়। স্মার্টফোনের বিভিন্ন জাঙ্ক ফাইল ডিলিট করে তারপরে বড় বড় এপ্লিকেশন বা মিডিয়া ফাইল ইত্যাদি ডিলিট করে ফোনের মেমোরি বৃদ্ধি করে ফোনের প্রসেসর এর উপর চাপ কমান। স্মার্টফোনের প্রসেসর এর উপর চাপ যত কম থাকবে আপনার ফোন এর গতি তত বৃদ্ধি পাবে।

ফোন রিস্টার্ট করুন
গতি বৃদ্ধির জন্য স্মার্টফোন থেকে ক্যাশে পরিষ্কার করার মতোই আরেকটি সহজ এবং কার্যকরী উপায় হচ্ছে মাঝেমধ্যেই ফোন রিস্টার্ট করা। এই ফোন রিস্টার্ট আপনার ফোনের ram কে ক্লিয়ার করে ram কে ফ্রি করে দেয় ফলে আপনার স্মার্টফোনের কার্যকারিতার গতি আগের চেয়ে অনেক বেড়ে যায়। স্মার্টফোনের গতি বৃদ্ধির সকল রকম সকল রকম পদ্ধতি গ্রহণ করার পরেও যদি গতি বৃদ্ধি না হয় তবে আগ্রহণের ফ্যাক্টরি রিসেট দিতে পারেন। 

তবে এর জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ফ্যাক্টরি রিসেট দেওয়া হলে ফোনের যাবতীয় তথ্য যেমন ডকুমেন্টস, ফাইল অর্থাৎ অডিও, ভিডিও আপনার প্রয়োজনীয় তথ্য এমনকি অ্যাপ্লিকেশন পর্যন্ত সব ডিলিট হয়ে যাবে। তাই ফ্যাক্টরি রিসেট দেওয়ার পূর্বে অবশ্যই আপনার প্রয়োজনের সকল তথ্য সংরক্ষণের ব্যবস্থা করুন।
ফোনের ক্যাশে পরিষ্কার করুন
যে কোন প্রয়োজনে আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে থাকি। এই ভিজিট এর সময় খুব সামান্য অর্থাৎ বাইট অথবা কিলোবাইট সাইজের হলেও কিছু ক্যাশে আমাদের ফোনে জমা হয়। জমতে জমতে এগুলোই এক সময় কয়েক মেগাবাইট থেকে কয়েক গিগাবাইট পর্যন্ত হয়ে যেতে পারে। স্মার্টফোনের যত ক্যাশে জমবে স্মার্টফোন ততটাই ধীরগতি সম্পন্ন হবে। তাই স্মার্টফোনের গতি বৃদ্ধি করতে মাসে অন্তত একবার ফোনের ক্যাশে পরিষ্কার করুন। স্মার্টফোনে ক্যাশে পরিষ্কার করার পদ্ধতি জানুন এখান থেকে

অব্যবহৃত অ্যাপ্লিকেশন ডিলিট করুন
ব্যবহৃত অ্যাপ্লিকেশন যেগুলোর ফাইল সাইজ অনেক বড় বিশেষ করে বড় এডিটিং অ্যাপ বা বিভিন্ন গেম এগুলো সাধারণত মোবাইলের কার্যকারিতা কমিয়ে দেয় এবং গতি হ্রাস করে। তাই স্মার্টফোনে ইন্সটল করা সকল অ্যাপ্লিকেশনের লিস্ট দেখে আপনাকে যাচাই করতে হবে কোন অ্যাপ্লিকেশন গুলো অনেক বড় এবং এগুলো সাধারণত ব্যবহার করা হয় না। 
 
তাছাড়া এই ধরনের বড় এপ্লিকেশন গুলো ব্যাটারিও কনজিউম করে অনেক বেশি। তাই এ ধরনের অ্যাপ্লিকেশন গুলো ডিলিট করার মাধ্যমে আপনার ফোনের স্টোরেজ বাড়িয়ে তুলুন এবং গতি বৃদ্ধি করুন।

ব্যাটারির প্রতি খেয়াল রাখুন
স্মার্টফোনের ব্যাটারির বিভিন্ন ধরনের অস্বাভাবিক আচরণ আপনার ফোনের গতি কমিয়ে দেওয়ার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হতে পারে। অস্বাভাবিক আচরণের মধ্যে রয়েছে ব্যাটারি ফুলে ওঠা, ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া, খুব অল্প সময়ের মধ্যে ফুল চার্জ হয়ে যাওয়া ইত্যাদি। তাই নিয়মিত খেয়াল রাখা উচিত আপনার ফোনের ব্যাটারির আচরণ বিধি। এই ধরনের কোন সমস্যা হলে অবশ্যই ব্যাটারি চেঞ্জ করার ব্যবস্থা নিতে হবে।
প্রয়োজন ছাড়া কানেকশন বন্ধ রাখুন
এখন শুধু তথ্য সংগ্রহ করার জন্যই ডেটা কানেকশন অথবা ওয়াইফাই কানেকশন প্রয়োজন হয় না। যোগাযোগের জন্য অর্থাৎ ভিডিও এবং অডিও কলের জন্য আমাদের কানেকশন প্রয়োজন হয়। আমরা অনেকে মনে করি যে কোন সময় হয়তো কল আসবে যার কারণে আমরা ডেটা কানেকশন অথবা ওয়াইফাই কানেকশন সব সময় অন করে রাখি। মূলত এটিও আমাদের ফোনকে স্লো করে দেওয়ার অন্যতম কারণ। 

স্মার্টফোনের সাথে সবসময় ইন্টারনেট কানেকশন থাকলে ফোনে থাকা বিভিন্ন application তাদের আপডেট নিতে থাকে। বিভিন্ন এডিটিং অ্যাপ, বিভিন্ন গেম তাদের উন্নত ফিচার সংযুক্ত করার জন্য অনবরত আপডেট করে। তাই প্রয়োজন শেষ হলে অবশ্যই ইন্টারনেট কানেকশন বন্ধ রাখুন। প্রয়োজনে গুগল প্লে স্টোর থেকে অটো আপডেট বন্ধ রাখতে পারেন।
ফোনের গতি বাড়াবেন যেভাবে - জানুন ৮টি উপায়

অটো আপডেট বন্ধ করুন
আমাদের স্মার্টফোনে ব্যবহার করা অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো ইন্টারনেট সংযোগ থাকলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট নিয়ে থাকে। এর ফলে ফোনের internal ষ্টোরেজ আস্তে আস্তে কমতে শুরু করে বিধায় ফোনের গতিও কমতে থাকে। অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে রয়েছে বিভিন্ন social application যেমন Facebook, messenger বেশ কিছু গেমিং অ্যাপ্লিকেশন, ভিডিও অথবা ফটো এডিটিং অ্যাপ্লিকেশন ইত্যাদি। 

তাই স্মার্টফোনের গতি বাড়াতে গুগল প্লে স্টোরে গিয়ে অটো অ্যাপ আপডেট বন্ধ করে দিতে হবে। প্লে স্টোর থেকে অটো অ্যাপ আপডেট বন্ধ করার উপায় জেনে নিন এখান থেকে। অটো অ্যাপ আপডেট বন্ধ করার একমাত্র উদ্দেশ্য হলো স্বয়ংক্রিয়ভাবে যেন এপ্লিকেশন গুলো আপডেট নিতে না পারে তবে আপনার প্রয়োজন হলে অবশ্যই আপনি ম্যানুয়ালি অ্যাপ্লিকেশন গুলো আপডেট করে নিতে পারবেন

উপসংহার
ডিজিটাল এই যুগে প্রয়োজন থেকে বিনোদনের চাহিদা মিটিয়ে থাকে আমাদের স্মার্টফোন। তাই আমরা যেমন আমাদের স্বাস্থ্যের প্রতি নজর দেই এবং যত্নশীল হই ঠিক তেমনি আমাদের প্রিয় স্মার্টফোনের প্রতিও আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন। একটু সচেতন হলেই আমাদের স্মার্টফোনও কিন্তু তার নিজস্ব গতিতে কাজ করতে পারে এবং আমাদের জীবন যাপন আরো সহজতর হয়ে ওঠে।

যাইহোক, ফোনের গতি বাড়াবেন যেভাবে তার ৮টি উপায় সম্পর্কে জানানোর চেষ্টা করলাম নিজের মত  করে সহজ ভাবে। অনেক ধৈর্য নিয়ে বিষয়গুলো পড়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। এ ধরনের আরো বেশ কিছু তথ্য সমৃদ্ধ লেখা পড়তে চাইলে Mubin Pedia তে নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুবিন পিডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url