ইউটিউব থেকে অর্থ আয়ের সুযোগ যেসব কারণে বন্ধ হতে পারে
প্রতিদিন প্রায় হাজার হাজার নতুন নতুন ইউটিউব চ্যানেল খোলা হচ্ছে ইনকামের উদ্দেশ্যে। তবে নতুন ইউটিউবারদের মধ্যে অনেকেই ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স এবং google এডসেন্স বা মনিটাইজেশন পলিসি সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখেন না। ফলে ইউটিউব থেকে অর্থ আয়ের সুযোগ বিভিন্ন কারণে বন্ধ হতে পারে। যারা মনিটাইজেশন পেয়েছেন অথবা যারা নতুন চ্যানেল খুলে এখনও মনিটাইজেশন পাননি তাদের উভয়ের জন্য আজকের আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“অনলাইন ইনকাম” এর আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব ইউটিউব থেকে অর্থ আয়ের সুযোগ যেসব কারণে বন্ধ হয়ে যেতে পারে। আপনার কষ্ট করে ইউটিউব চ্যানেলের ইনকাম চালু রাখতে অথবা ইনকামের উদ্দেশ্যে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেতে আজকের এই লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। কি কি কারণে ইউটিউব থেকে আয় বন্ধ হয়ে যেতে পারে সেটা জানার আগে চলুন আমরা জেনে নেই YouTube মনিটাইজেশন কি এবং মনিটাইজেশনের শর্তগুলো কেন মানতেই হবে।
ইউটিউব মনিটাইজেশন
ইউটিউব চ্যানেল থেকে ভিডিও আপলোডের মাধ্যমে ইনকাম করতে হলে অবশ্যই আপনার চ্যানেলে মনিটাইজেশন চালু রাখতে হবে। সুতরাং ইউটিউব থেকে ইনকামের অর্থই হলো আপনার চ্যানেলে মনিটাইজেশন চালু আছে। তবে YouTube চ্যানেল খোলার সাথে সাথেই মনিটাইজেশন চালু হবে না। চালু করতে হলে অবশ্যই আপনাকে মনিটাইজেশন পলিসি এবং ইউটিউব গাইডলাইনস পলিসি মেনে চলতে হবে।
ইউটিউব গাইডলাইনস পলিসি ভেতরে রয়েছে কোন কোন ধরনের ভিডিও আপনি আপলোড করতে পারবেন এবং কি ধরনের ভিডিও আপলোড করতে পারবেন না। আর মনিটাইজেশন পলিসির ভেতরে কিছু শর্ত রয়েছে যে শর্তগুলো পালন করলেই আপনার চ্যানেলে মনিটাইজেশন টিম যাচাই-বাছাই করে মনিটাইজেশন চালু করবে।
ইউটিউব কমিউনিটি গাইডলাইনস এবং মনিটাইজেশন পলিসির বিধি-বিধান একটিও অমান্য করলে আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবেন না অর্থাৎ ইনকাম করতে পারবেন না। আবার নতুন চ্যানেল খোলার পরে মনিটাইজেশন পাচ্ছেন না অথবা পুরাতন চ্যানেলে ইনকাম হচ্ছে অথচ হঠাৎ মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে এর অর্থ হলো আপনি ইউটিউব কমিউনিটি গাইডলাইনস এর নীতি লংঘন করে কোন ভিডিও আপলোড করেছেন।
মনিটাইজেশন চালু করার শর্ত
ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড করে ইনকাম করতে চাইলে সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রামে সদস্য হতে হবে। ২০২৩ সালের ইউটিউব পার্টনার প্রোগ্রাম নীতিমালা অনুযায়ী আপনার চ্যানেলে ৫০০ থেকে ১০০০ সাবস্ক্রাইবার এর পাশাপাশি গত ৩৬৫ দিনে গত ১ বছরে কমপক্ষে ৩ হাজার ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে এবং ইউটিউব শর্টস ভিডিওর ক্ষেত্রে গত ৯০ দিনে ৩০ লক্ষ ভিউ থাকতে হবে। এর সাথে আরও বিশেষভাবে উল্লেখযোগ্য, ইউটিউব ভিডিও নীতি অনুযায়ী প্রতিমাসে অন্তত একটি করে ভিডিও আপলোড করতেই হবে।
তবে এই নিয়মগুলো মাঝে মাঝে YouTube কর্তৃপক্ষ পরিবর্তন করে থাকে। তাই নীতিমালাগুলো পরিবর্তন হলো কিনা এটা জানার জন্য আমাদেরকে মাঝে মধ্যেই খেয়াল রাখা উচিত। নিচের লিংকগুলোতে গিয়ে নীতিমালার পরিবর্তন বিষয়ে জানতে পারেন।
তাছাড়াও ইউটিউব চ্যানেলে মনিটাইজেশান পৃথিবীর সকল দেশে চালু নেই। আমাদের বাংলাদেশের জন্য অবশ্য মনিটাইজেশন সুবিধা চালু রয়েছে। তবে অন্য অনেক দেশেই এই সুবিধা নেই ফলে সে দেশের লোকজন ইউটিউব থেকে ইনকাম করার সুযোগ পাবেন না। কোন কোন দেশে মনিটাইজেশন সুবিধা নেই তা এখান থেকে দেখে নিন।
ইউটিউব থেকে অর্থ আয়ের সুযোগ যেসব কারণে বন্ধ হতে পারে
- ইউটিউব কপিরাইট পলিসি অনুযায়ী কোন কন্টেন্ট ক্রিয়েটার নিজের তৈরি করা ভিডিও বা কনটেন্ট ছাড়া অন্য কোন কনটেন্ট নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন না। এমন কোন কনটেন্ট যেটার মেধাস্বত্ব বা মালিকানা অথবা কপিরাইট অন্য কোন কনটেন্ট ক্রিয়েটরের তাহলে সেই ধরনের ভিডিও আপলোডের কারণে মনিটাইজেশন সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে।
- কনটেন্ট বা ভিডিওতে কপিরাইট ফ্রি মিউজিক ছাড়া অন্য কারো অডিও যেটার মেধাস্বত্ব কেউ দাবি করতে পারে এমন অডিও ট্র্যাক বা মিউজিক ব্যবহার করলে ইউটিউব চ্যানেল থেকে আয় বন্ধ হয়ে যেতে পারে।
- কনটেন্টে আগ্নেয়াস্ত্র সম্পর্কিত বিষয়বস্তু অর্থাৎ আগ্নেয়াস্ত্র পরিচিতি, আগ্নেয়াস্ত্র উৎপাদন, ব্যবহার, সরবরাহ ইত্যাদি বিষয়ের ফুটেজ থাকলে ইউটিউব কন্টেন্ট পলিসি অনুযায়ী ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজ সাময়িক বন্ধ হয়ে যেতে পারে।
- ভিডিওতে অশালীন বা অশ্লীল শব্দ বা বাক্যাংশ ব্যবহার করে কাউকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে গালিগালাজ করা ইত্যাদি বিষয় থাকলে সেই ভিডিওটিতে স্থায়ী বা সাময়িকভাবে মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। তাই কনটেন্টের ভাষা নির্বাচনে আমাদের সতর্ক থাকতে হবে।
- ভিডিওতে যেকোনো ধরনের সহিংসতা, মারামারি, কাটাকাটি, রক্তপাত, আঘাত ইত্যাদি প্রদর্শিত হলে সেই ভিডিওসহ চ্যানেলের মনিটাইজেশন বন্ধ করা হতে পারে।
- মাদক বা নেশা জাতীয় কোন দ্রব্যের উৎপাদন, ব্যবহার, বাজারজাতকরণ অথবা সামাজিক সচেতনতার কারণে মাদকের ফুটেজ প্রদর্শন করলে ইনকাম বন্ধ হওয়ার সুযোগ রয়েছে। মাদক এবং তামাকজাত পণ্য সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর বিধায় ইউটিউব এ ধরনের ভিডিও ব্যান্ড করে মনিটাইজেশন সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে।
- ইউটিউব কর্তৃপক্ষ কন্টেন্ট ক্রিয়েটরদের কৃত্তিমভাবে তাদের ভিডিওতে ভিউ এবং ওয়াচ টাইম বাড়ানোর জন্য শক্তভাবে বিধি-নিষেধ আরোপ করেছে। অনেক ইউটিউবার আছেন যারা তাদের কন্টেন্টের ভিউ বাড়ানোর জন্য পরিচিত অথবা কোন প্রতিষ্ঠানকে অর্থের বিনিময়ে তাদের ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখার ব্যবস্থা করে থাকেন। তবে একই প্রতিষ্ঠান অথবা একই যন্ত্র থেকে বারবার একই ইউটিউব চ্যানেলে ক্লিক করার ব্যাপারটি ইউটিউব এবং গুগল এডসেন্স কর্তৃপক্ষের কাছে ধরা পড়ে বিধায় ইউটিউব চ্যানেলটিতে মনিটাইজেশন চালু করা হয় না অথবা মনিটাইজেশন চালু থাকলেও সেটা বন্ধ করা হয়। মনে রাখবেন YouTube এর এলগরিদম অত্যন্ত শক্তিশালী। ইউটিউব এর নীতিমালা লংঘন করে যে কোন ধরনের চালাকি অবশ্যই ধরা পড়বে YouTube এলগরিদমে।
- আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন চালু আছে, ইনকাম হচ্ছে। তবে কোন বিশেষ কারণে যদি একটানা ছয় মাস ইউটিউবে কোন ভিডিও আপলোড না করেন তবে স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব কর্তৃপক্ষ আপনার চ্যানেল থেকে মনিটাইজেশন সুবিধা সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে। ফলে ইউটিউব চ্যানেল থেকে আপনার আয় বন্ধ হয়ে যাবে।
- ইউটিউব কমিউনিটি গাইডলাইনস এর নীতিমালা ভঙ্গ করলে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ ইনকাম বন্ধ হতে পারে। নিম্নলিখিত বিষয়ে কনটেন্ট আপলোড করলে ইউটিউব কমিউনিটি গাইডলাইনস নীতিমালা ভঙ্গ করা হয়।
- স্প্যাম এবং প্রতারণামূলক কন্টেন্টের মধ্যে রয়েছে ফেক এনগেজমেন্ট এক্সটার্নাল লিংক স্ক্যাম।
- সংবেদনশীল কনটেন্ট এর মধ্যে রয়েছে শিশু নিরাপত্তা হুমকিজনিত কন্টেন্ট, নগ্নতা ও যৌন বিষয়বস্তু, আত্মহত্যা এবং নিজের ক্ষতি বিষয়ক কোন কনটেন্ট এবং অশ্লীল ভাষা সম্বলিত ভিডিও কনটেন্ট।
- হিংসাত্মক এবং বিপজ্জনক কন্টেন্টের মধ্যে রয়েছে হয়রানি এবং সাইবার বুলিং কন্টেন্ট, ক্ষতিকারক বা বিপজ্জনক বিষয়বস্তু, ঘৃনামূলক বক্তব্যের কন্টেন্ট, সহিংসহ অপরাধের সংগঠন, হিংসাত্মক গ্রাফিক সামগ্রীর কন্টেন্ট, বিভিন্ন আগ্নেয়াস্ত্র এবং অবৈধ অস্ত্রের বিক্রির বিষয়ক কন্টেন্ট।
- ভুল তথ্যের content এর মধ্যে রয়েছে যে কোন বিষয়ের ভুল তথ্যের উপস্থাপন, চিকিৎসা বিজ্ঞান বিষয়ক এবং নির্বাচন বিষয়ক ভুল তথ্যের উপস্থাপন বিষয়ক কন্টেন্ট।
ইউটিউবের নিয়ম-নীতি সঠিকভাবে পালন না করলে মনিটাইজেশন পাওয়া চ্যানেল থেকেও ইনকাম বন্ধ হয়ে যেতে পারে
এছাড়া আরো বেশ কিছু কারণে YouTube চ্যানেলে ইউটিউব কর্তৃপক্ষ মনিটাইজেশন সুবিধা চালু করে না অথবা সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে। যেমন-
- গেমিং রিভিউ করছেন অথচ ভিডিওতে আপনার ভয়েস নেই এরকম কন্টেন্ট।
- অনেকগুলো খেলার ছোট ছোট ক্লিপ সংযুক্ত করে একটি ভিডিও তৈরি করেছেন কিন্তু সেখানে আপনার নিজস্ব কোন ভয়েস বা ক্রিয়েটিভিটি নেই এই ধরনের কন্টেন্ট।
- ভিডিওতে কোন রকমের এডিট ছাড়া অথবা আপনার ভয়েস ছাড়া যেকোনো পণ্যের রিভিউ করা কন্টেন্ট।
শেষ কথা
আমরা ইনকামের উদ্দেশ্যেই ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন তবে উপরে যে বিষয়গুলো আলোচনা করা হলো সেগুলো যদি আপনার কনটেন্টের সাথে থেকে থাকে তাহলে আজকে থেকেই সচেতন হোন অন্যথায় মনিটাইজেশন সুবিধা আপনার YouTube চ্যানেলে চালু হবে না অর্থাৎ আপনি ইনকাম করতে পারবেন না।
আর যদি ইনকাম করতে থাকেন কিন্তু ইউটিউবের নীতি বহির্ভূত কন্টেন্ট আপনার YouTube চ্যানেলে থাকে তাহলে যে কোন সময় মনিটাইজেশন সুবিধা সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। নতুন এবং পুরাতন ইউটিউবার সকলের জন্যই সচেতনতার লক্ষে আজকের এই আর্টিকেল লেখা।
আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। লেখাটা পড়ে যদি বিন্দুমাত্র উপকৃত হন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর ভুলত্রুটি থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। পরবর্তী কোন লেখায় আবার আপনাদের সাথে যোগাযোগ হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।
মুবিন পিডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url