২০২৫ সালের সরকারি ছুটির তালিকা দেখুন | মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি কতদিন?
২০২৫ সালে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান অফিস আদালত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি ব্যাংক এর ছুটি জানতে চান? তাহলে আজকের এই আর্টিকেলে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা দেখুন এবং সংগ্রহে রাখুন।
“সরকারি সেবা” এর আজকের এ পর্বে আপনারা ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা দেখুন। তার সাথে সাথে আরও জানতে পারবেন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি কতদিন এবং ২০২৫ সালে ব্যাংক বন্ধ থাকবে যতদিন। সব ছুটির বিষয়ে জানতে শুরু থেকে শেষ পর্যন্ত আর্টিকেল পড়তে হবে।
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা দেখুন
ছাত্র-ছাত্রী থেকে শুরু করে চাকরিজীবী সবার বিভিন্ন কারণে ছুটি জানার প্রয়োজন। আবার সরকারি বেসরকারি চাকরিজীবী অথবা গৃহিণী হোন না কেন বিভিন্ন উৎসব, ধর্মীয় রীতিনীতি, জাতীয় দিবস সহ নানা গুরুত্বপূর্ণ কারণে আমাদের ছুটির হিসাব রাখতে হয়। বাসায় আমাদের প্রত্যেকেরই ক্যালেন্ডার থাকে সেই ক্যালেন্ডারের মাধ্যমেও আমরা ছুটি জানতে পারি।
তবে বাইরে কোথাও প্রয়োজন হলে হাতের নাগালে আমরা ক্যালেন্ডার পাই না। তাই আমাদেরকে গুগলের উপরে নির্ভর করতে হয়। আপনাদের এই সুবিধার কথা চিন্তা করে আজকে আমাদের এই আয়োজন।
আমাদের এই আর্টিকেলে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা দেখুন, সংগ্রহের রাখুন এবং প্রয়োজনমতো দিন তারিখ দেখে ছুটি জানুন। এখান থেকে শুধু সরকারি চাকরিজীবীই নয় বরং সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং ব্যাংক কর্মচারীরা তাদের ছুটির তালিকা জানতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই।
সাধারণ ছুটি
আরও জানুন ঃ শরীরের জন্য অপরিহার্য খনিজ উপাদান সম্পর্কে
নির্বাহী আদেশে সরকারি ছুটি
ঐচ্ছিক ছুটি (ইসলাম ধর্ম)
ঐচ্ছিক ছুটি (হিন্দু ধর্ম)
আরও পড়ুনঃ ইউটিউব থেকে আয় হালাল নাকি হারাম?
ঐচ্ছিক ছুটি (খ্রিষ্টান ধর্ম)
অবশ্যই পড়ুনঃ ভালো বন্ধুর যেসব গুণ | কিভাবে ভালো বন্ধু হওয়া যায়
ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ ধর্ম)
ঐচ্ছিক ছুটি (ক্ষুদ্র নৃ গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য)
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটি সংক্রান্ত নির্দেশনা
একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি প্রদান করা যেতে পারে এবং প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন গ্রহণ করতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে।
অবশ্যই পড়ুনঃ হজ পালনে যাবার আগে ১০ টি গুরুত্বপূর্ণ কাজ করেছেন কি?
যে সকল অফিসের সময়সূচী ও ছুটি তাদের নিজস্ব আইন কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশক হিসেবে ঘোষণা করা হয়েছে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এর ছুটি ঘোষণা করবে।
মাধ্যমিক বিদ্যালয় ছুটি কতদিন
আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের সকল মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকার একটি খসড়া প্রস্তাব করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তালিকা খুব শীঘ্রই প্রজ্ঞাপন জারি করে বাস্তবায়ন করা হবে। এ ছুটির তালিকা অনুযায়ী ৩ টি সবচেয়ে লম্বা ছুটি প্রতিবছরের ন্যায় ২০২৫ সালেও থাকবে।
তার মধ্যে সবচেয়ে বড় ছুটি হচ্ছে ঈদুল ফিতর উপলক্ষে দ্বিতীয় বড় ছুটি থাকছে ঈদুল আযহা এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে এবং তৃতীয় বড় ছুটি থাকবে পূজা উপলক্ষে। ঈদ উল ফিতর, শবে কদর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস সহ ২৮ দিনের এই লম্বা ছুটি শুরু হবে ০২ মার্চ থেকে এবং ছুটি শেষ হবে ৭ এপ্রিল ২০২৫। ২৮ দিনের এই হিসাব করা হয়েছে অবশ্য সাপ্তাহিক ছুটি বাদ রেখে।
এরপর আবার পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশের ১৫ দিনের লম্বা ছুটি শুরু হবে ০১ জুন এবং ছুটি শেষ হবে ১৯ জুন ২০২৫। দুর্গাপূজা লক্ষ্মী পূজা ফাতেহা ই ইয়াজদাহম এর ছুটিসহ মোট ০৮ দিনের ছুটি শুরু হবে ২৯ সেপ্টেম্বর থেকে এবং ছুটির শেষ হবে ৬ অক্টোবর (সম্ভাব্য)। তাছাড়াও শীতকালীন অবকাশ বিজয় দিবস যীশু খ্রীষ্টের জন্মদিন অর্থাৎ বড়দিন সব মিলিয়ে ১১ দিনের শীতকালীন ছুটি রয়েছে।
শব ই মিরাজ, মাঘী পূর্ণিমা, শবে বরাত, বুদ্ধ পূর্ণিমা, হিজরী নববর্ষ, আশুরা, জন্মাষ্টমী, আখেরি যাহার সোম্বা, ঈদে মিলাদুন্নবী, শ্যামা পূজা ইত্যাদি উপলক্ষে প্রতিটির একদিন করে ছুটি থাকবে। প্রত্যেক বছরের মত 2025 সালেও প্রতিষ্ঠান প্রধানের হাতে সংরক্ষিত ছুটি তিনদিন থাকবে।
প্রয়োজন মোতাবেক প্রতিষ্ঠান প্রধান সেই ছুটি ব্যবহার করতে পারবেন। এসব ছুটির বাইরেও আন্তর্জাতিক দিবস, জাতীয় দিবস ও ধর্মীয় আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রয়োজনমতো ছুটি পালন করা যাবে। সব মিলিয়ে ২০২৫ সালে শিক্ষা প্রতিষ্ঠানে সর্বমোট ছুটি ৭৬ দিন ধরা হয়েছে।
২০২৫ সালে ব্যাংক বন্ধ থাকবে যতদিন
গত ১৭ নভেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জন্য ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে। সেই ছুটির তালিকা অনুযায়ী আগামী বছর ব্যাংকের প্রথম ছুটি থাকবে ১৫ ফেব্রুয়ারি শবে বরাত উপলক্ষে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে একদিন একুশে ফেব্রুয়ারি।
এরপরে ব্যাংকের চাকরিজীবীরা ছুটি পাবেন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ এবং জুমাতুল বিদা এবং শবে কদর উপলক্ষে ২৮ মার্চ যদিও এই দিন শুক্রবার হওয়ায় সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ছে। এরপরের ব্যাংকের জন্য বড় ছুটি থাকবে ঈদ উল ফিতর উপলক্ষে। এ সময় ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সর্বমোট পাঁচ দিন বন্ধ থাকবে অর্থাৎ ঈদ উল ফিতরের আগে দুইদিন ঈদ উল ফিতরের দিন এবং পরে দুইদিন।
আরও জানুনঃ জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহ
এরপরে একদিন করে ব্যাংক ছুটির মধ্যে রয়েছে ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ০১ মে মে দিবস এবং ১১ মে বুদ্ধ পূর্ণিমা। ঈদ উল আযহা উপলক্ষে ব্যাংক চাকরিজীবীরা আবার একটা বড় ছুটি পাবে ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত মোট ৬ দিন। অবশ্য ঈদ উল আজহার এ ছয় দিনের মধ্যে দুইদিন সাপ্তাহিক ছুটি পড়েছে।
ব্যাংকের আরো কিছু খুচরা ছুটির মধ্যে থাকছে ৬ জুলাই আশুরা উপলক্ষে, জন্মাষ্টমীর জন্য ১৬ আগস্ট, ঈদে মিলাদুন্নবীর (সা:) জন্য ৫ সেপ্টেম্বর, ০১ ও ০২ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে, ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে, ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ছুটি।
এছাড়াও প্রতিবছরের ন্যায় ব্যাংক হলিডে হিসেবে ০১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রণীত ছুটির তালিকা অনুযায়ী ২০২৫ সালে অর্থাৎ আগামী বছর ব্যাংক বন্ধ থাকবে মোট ২৭ দিন।
পরিশেষে
উপরে সাধারণ ছুটি, নির্বাহী আদেশের ছুটি, ঐচ্ছিক ছুটি সম্পর্কে আলোচনা করা হলো। বাংলাদেশে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা দেখুন এবং সংগ্রহে রাখুন। চাঁদ দেখার উপর নির্ভরশীল বিষয়গুলোর ছুটি নির্ধারিত দিনের আগে বা পরে হতে পারে।
যাইহোক, সরকারি ছুটির পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি কতদিন এবং ২০২৫ সালে ব্যাংক বন্ধ থাকবে যতদিন সেই বিষয়েও জানলেন। এতক্ষণ আর্টিকেলটি পড়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
মুবিন পিডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url