বাংলাদেশের জরুরী সেবার হটলাইন নাম্বার সমূহ
কোন বিপদে পড়লে তাৎক্ষণিক সরকারিভাবে তথ্য এবং সেবা পেতে চান? নিজের জন্য হোক কিংবা অন্যকে সহায়তা করার জন্য হোক বাংলাদেশের জরুরী সেবার হটলাইন নাম্বার সমূহ জানা আমাদের সকলের উচিত। রাষ্ট্রের সকল নাগরিকের জন্য সরকারের পক্ষ থেকে এরকম সেবার ব্যবস্থা রয়েছে এ বিষয়টি আমরা অনেকেই জানিনা।
“সরকারি সেবা” এর আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের জরুরী সেবার হটলাইন নাম্বার সমূহ। যে নাম্বারগুলোতে ফোন করলে তাৎক্ষণিকভাবে আমাদেরকে সেবা দেওয়ার জন্য কিছু ব্যাক্তি নিয়োজিত রয়েছেন। সবগুলো হটলাইন নাম্বারের বিস্তারিত জানতে পুরো আর্টিকেলটি পড়তে হবে।
বাংলাদেশের জরুরী সেবার হটলাইন নাম্বার সমূহ
বাংলাদেশের বৈধ নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা এবং সেবা পাওয়ার অধিকার রয়েছে। অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে নিয়ে আমাদের যেতে হয়। কোন বিপদে বা দুর্ঘটনায় পড়লে কি করব, কাকে ফোন দিব, কোথা থেকে সমস্যার সমাধান করব বা সাহায্য পাব এসব কিছুই আমরা বুঝে উঠতে পারি না।
কারণ বিপদের সময় আমরা অস্থির থাকি বিধায় আমাদের মাথা কাজ করে না। তাই যে কোন বিপদ বা দুর্ঘটনা মোকাবেলা করতে মাথা ঠান্ডা রেখে যদি চিন্তা করি এবং বাংলাদেশের জরুরী সেবার হটলাইন নাম্বার সমূহ যদি আমাদের জানা থাকে তাহলে সহজেই যে কোন সহায়তা এবং তথ্য পেয়ে উপকৃত হতে পারি। বেশিরভাগ হটলাইন নাম্বারগুলোতে বিনামূল্যে কল করা যায় তবে অল্প কিছু হটলাইন নাম্বার আছে যেগুলোতে কল চার্জ প্রযোজ্য। তো চলুন কথা না বাড়িয়ে সরকারি সেবার সমূহের হট লাইন নাম্বার গুলো জানি এবং সংগ্রহে রাখি।
স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩)
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য বাতায়ন পরিচালিত ১৬২৬৩ নম্বরে স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো তথ্য সেবা পেতে এবং অভিযোগ জানাতে ফোন করতে পারেন। হঠাৎ কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে অথবা মাঝরাতে অসুস্থ হলে হাতের কাছে ডাক্তার না থাকলে নিশ্চিন্তে স্বাস্থ্য বাতায়নের এই হেল্পলাইন নম্বরে ফোন দিয়ে সরাসরি ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন।
অবশ্যই পড়ুনঃ সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল
২৪ ঘন্টা খোলা থাকা এই নম্বরে ফোন দিয়ে সরকারি বেসরকারি যে কোন হাসপাতালের এবং ডাক্তারের তথ্য পাওয়া যাবে। স্বাস্থ্য বিষয়ক যেকোন অভিযোগ থাকলে সেটিও জানানো যাবে এই নম্বরে ফোন দিয়ে। তবে এই নাম্বারে ফোন দিয়ে ডাক্তারের কাছ থেকে স্বাস্থ্য সেবা নেওয়ার সময় কাগজ-কলম নিয়ে বসা উত্তম তাহলে ওষুধের নাম এবং সেবন বিধি সম্পর্কে লিখে নেয়া যাবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (১৬১৬৩ ও ১০২)
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে চালু রয়েছে নতুন হটলাইন নম্বর ১৬১৬৩ যাতে সকল অপারেটর থেকে যেকোন জরুরি সেবা গ্রহণের জন্য ফোন করা যাবে। উল্লেখ্য, বর্তমানে চালু ০২২২৩৩৫৫৫৫৫ এই নম্বরও সচল থাকবে। জরুরি সময় ১১ ডিজিটের নাম্বার মনে রাখা কষ্টসাধ্য বিধায় ৫ ডিজিটের এই হেল্পলাইন এর পাশাপাশি আরও সহজ নাম্বার ১০২ চালু করা হয়েছে। তবে ডিসেম্বর ২০২৪ এরপর থেকে ৫ ডিজিটের এই হেল্পলাইন ১৬১৬৩ নাম্বারটি বন্ধ করে দেয়া হবে।
জরুরী সেবা (৯৯৯)
বর্তমানে বাংলাদেশের জাতীয় জরুরি সেবা হেল্পলাইন নম্বর হল ৯৯৯। যেকোনো দুর্ঘটনায় জরুরি সেবা পেতে দেশের যেকোনো স্থান থেকে যে কেউ ২৪ ঘন্টা চালু থাকা এই নম্বরে ফোন করতে পারেন বিনা মূল্যে। পুলিশের অধীনে এই কল সেন্টার পরিচালিত হলেও এই নম্বরে ফোন করে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা কিংবা এ–সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।
জাতীয় পরিচয়পত্র (১০৫)
জাতীয় পরিচয় সংক্রান্ত যেকোনো তথ্য দেশের যেকোনো জায়গা থেকে জানা যাবে নির্বাচন কমিশন থেকে ২০১৫ সালে চালু করা হেল্প লাইন ১০৫ নাম্বারে ফোন করে। জাতীয় পরিচয় পত্র হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া অথবা তথ্য হালনাগাদ করা সহ বিভিন্ন তথ্য জানা যাবে এই নম্বরে ফোন করে।
দুর্যোগের আগাম বার্তা (১০৯০)
দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মোবাইল ফোনের মাধ্যমে দুর্যোগের আগাম বার্তা চাহিদা মোতবেক অবহিত করনের জন্য টোল ফ্রি Interactive Voice Response (IVR) পদ্ধতি চালু করা হয়েছে। যে কোন মোবাইল থেকে ১০৯০ টোল ফ্রি হেল্পলাইন নম্বরে ডায়াল করে ১ ডায়াল করলে সমূদ্রগামী জেলেদের জন্য আবহাওয়া বার্তা; ২ ডায়াল করলে নদী বন্দরসমূহের জন্য সতর্ক সংকেত; ৩ ডায়াল করলে দৈনন্দিন আবহাওয়া বার্তা; ৪ ডায়াল করলে ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত; ৫ ডায়াল করলে দেশের বন্যা তথা বিভিন্ন নদ/নদীর পানি হ্রাসবৃদ্ধি অবস্থা সম্পর্কিত তথ্য পাওয়া যাবে।
আরও পড়তে পারেনঃ রক্তে শর্করার মাত্রা কমানোর প্রাকৃতিক উপায়
বিদ্যুৎ বিভাগ (১৬৯৯৯)
সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা ভিত্তিতে চলমান বিদ্যুৎ বিভাগ এর হট লাইন কল সেন্টার ১৬৯৯৯ নম্বরে ফোন করে যে কোন গ্রাহক অপারেটরদের নিকট সেবা প্রাপ্তিতে অপারগ হলে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ ছাড়াও বিদ্যুৎ বিভাগ থেকে যেকোনো ধরনের তথ্য জানতেও এi হেল্পলাইন নাম্বারে ফোন দেয়া যেতে পারে।
স্মার্ট ভুমি সেবা (১৬১২২)
১৬১২২ নম্বরে কল করে ভূমিসেবা গ্রহণ করার পাশাপাশি নাগরিকরা ইচ্ছে করলে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্রে’ সরাসরি এসে ভূমি সম্পর্কিত আইনি পরামর্শ এবং বিভিন্ন ধরনের ভূমিসেবা যেমন ই-নামজারি, ভূমি উন্নয়ন কর ইত্যাদি সেবা গ্রহণ করতে পারবেন। বিদেশ থেকে ভূমি সেবা নিতে +৮৮০৯৬১২৩ ১৬১২২ নম্বরে কল করতে হবে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান ট্রাস্ট (১৬১৭১)
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী মুক্তিবাহিনীর বেসামরিক নাগরিক, সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, ই.পি.আর, নৌ-কমান্ডো, কিলো ফাইট এবং আনসার বাহিনীর সদস্যদের মধ্য হতে শহিদ বীর মুক্তিযাদ্ধা পরিবার, যুদ্ধাহত/মৃত যুদ্ধাহত, বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত/মৃত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হতে রাষ্ট্রীয় সম্মানী ভাতাপ্রাপ্তগণ অনলাইনে তথ্য ফরমটি পূরণ পূর্বক হটলাইন নাম্বার ১৬১৭১ এ যোগাযোগ করে অফিস চলাকালীন সময়ের মধ্যে বিভিন্ন তথ্য জেনে নিতে পারেন।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে (১০৯)
বাংলাদেশ সরকার ও ডেনমার্ক সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আধীন নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগামের আওতায় নারী নির্যাতন প্রতিরোধে নির্যাতনের শিকার নারী ও শিশুর প্রয়োজনীয় সকল ধরনের সেবা এবং সহায়তা পেতে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারের হটলাইন ১০৯ নাম্বারে কল করে সেবা নেয়া যাবে।
আরও জানতে পারেনঃ ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪
দুদক (১০৬)
২০১৭ সাল থেকে দুর্নীতি ও অনিয়মের তথ্য সরাসরি জানাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন নাম্বার ১০৬ তে বিনা খরচে এবং যে কোন মোবাইল বা টেলিফোন থেকে কল করা যাবে অফিস চলাকালীন সময়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (+৮৮ ০১৯০৮৮৮৮৮৮৮)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চালু করা হটলাইন +৮৮০১৯০৮৮৮৮৮৮৮ এর প্রধান লক্ষ্য হল মাদক ব্যবসায়ী সম্পর্কে কোনো তথ্য দেয়া এবং তা পর্যালোচনা ও যাচাই বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর নিয়মিত সেবা এই হটলাইনের মাধ্যমে গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষ।
শিশুদের সুরক্ষা (১০৯৮)
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতরের অধীনে ইউনিসেফের সহায়তায় চাইল্ড হেল্পলাইন ১০৯৮ চালু হয়েছে দেশব্যাপী শিশুদের সুরক্ষায়। দেশের যেকোনো প্রান্তের যেকোনো শিশু যেকোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও শোষনের শিকার হলে শিশু নিজে অথবা অন্য যে কোন ব্যক্তি বিনামূল্যে ২০১৬ সালে চালু হওয়া ১০৯৮ হেল্পলাইনে ফোন করে সহায়তা চাইতে পারবেন । সরকারি ও সাপ্তাহিক ছুটিরদিনসহ ২৪ ঘণ্টা Call Center টির কার্যক্রম চালু থাকে।
বাংলাদেশ কর্মচারি কল্যান হটলাইন (১৬১০৯)
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে হেল্প লাইন সার্ভিস নাম্বার +৮৮০৯৬৩৯৬৬৬৩৩৩ ও হটলাইন নাম্বার ১৬১০৯ এ ফোন করা যাবে অফিস চলাকালীন সময় সকাল ৯টা- বিকাল ৪টা পর্যন্ত।
শ্রমিক হেল্পলাইন (১৬৩৫৭)
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ৩১ জানুয়ারি ২০১৯ তারিখে শ্রমিক হেল্প লাইন ১৬৩৫৭ নম্বর চালু করে। কর্মক্ষেত্রে যেকোন সমস্যার জন্য সার্বক্ষণিক এই টোল ফ্রি হেল্প লাইন চালু করা হয় যেখানে শ্রমিক ভাই ও বোনেরা বিনা খরচে ফোন করে সেবা নিতে পারবে।
বাংলাদেশ ব্যাংক (১৬২৩৬)
যেকোনো গ্রাহক ব্যাংক থেকে সেবা ঠিকমতো না পেলে, সেবা পেতে হয়রানির শিকার হলে অথবা ব্যাংকের কোন কর্মকর্তা গ্রাহককে সঠিক সেবা না দিলে অথবা ব্যাংকিং সেবা সংক্রান্ত যেকোনো ধরনের অভিযোগ থাকলে বাংলাদেশ ব্যাংকের হেল্প লাইন ১৬২৬৩ নম্বরে যেকোনো অপারেটর থেকে ফোন করে অভিযোগ জানানো যাবে।
সরকারি তথ্য ও সেবা (৩৩৩)
সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সঙ্গে যোগাযোগের তথ্য, বিভিন্ন এলাকার পর্যটনের স্থানসমূহ এবং বিভিন্ন জেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন ৩৩৩ নাম্বারে কল করে। তবে প্রবাসীদের কল করতে হবে ০৯৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে। “সরকারি তথ্য ও সেবা সব সময়” স্লোগানে চালু হয় ২৪ ঘন্টা সেবা দেয়া কল সেন্টার।
এ ছাড়াও কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে প্রতিকারের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে তথ্য প্রদান ও অভিযোগ জানানো যাবে। কল সেন্টারটি ২৪ ঘণ্টা সেবা দেবে।
অভ্যন্তরীণ নৌ-পরিবহন (১৬১১৩)
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA) তাদের হেল্পলাইন নম্বর ১৬১১৩ এ যাত্রীদের পরিষেবা সংক্রান্ত প্রশ্ন এবং অন্যান্য জরুরি তথ্যের জন্য কল করার আহ্বান জানিয়েছে। পরিবহন কর্তৃপক্ষ নৌপরিবহন এবং অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে।
পাসপোর্ট বাতায়ন (১৬৪৪৫)
পাসপোর্ট বাতায়ন এর হেল্পলাইন ১৬৪৪৫ নাম্বারে ফোন দিয়ে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি), মেশিন রিডেবল ভিসা (এমআরভি) ও ই-পাসপোর্টের আবেদনসংক্রান্ত বিষয়ে সকল হালনাগাদ তথ্য পাবেন সেবা প্রার্থীরা। বিদেশ থেকে এই ধরনের সেবা নিতে হলে ০৯৬৬৬৭১৬৪৪৫ নম্বরে কল করতে হবে। কলসেন্টার খোলা থাকবে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা।
ই-জিপি সিস্টেম (১৬৫৭৫)
ই-জিপি সিস্টেম একটি ওয়েব পোর্টাল হিসাবে তৈরি করা হয়েছে, যেখান থেকে ক্রয়কারী সংস্থাগুলি তাদের ক্রয় সংক্রান্ত সকল কার্যক্রম সম্পাদন করবে। ই-জিপি হেল্পলাইন নম্বর ১৬৫৭৫ এর কার্যক্রম ২৪ ঘণ্টা চালু থাকে।
প্রবাস বন্ধু কল সেন্টার (১৬১৩৫)
প্রবাসী কর্মচারী ও তাদের পরিবারের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাস বন্ধু কল সেন্টার নামে একটি হটলাইন ১৬১৩৫ চালু করেছে। বৈদেশিক কর্মসংস্থান ও ঋণ সহায়তা সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাবে এ হেল্পলাইন নাম্বারে ফোন করে। এই সেবা ২৪ ঘন্টা চালু রয়েছে। এছাড়াও, এই পরিষেবাটি বিদেশে থাকা ব্যক্তিরা +8809610102030 নাম্বারে ফোন করে নিতে পারেন।
আরও জানুনঃ কাঁচা গাজর খাওয়ার উপকারিতা এবং ক্ষতিকর দিক
বিটিআরসি (১০০)
টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত যে কোন অভিযোগ প্রদানের লক্ষ্যে বিটিআরসি গ্রাহক অভিযোগ হেল্পলাইন 100 চালু করেছে। যেকোন গ্রাহক অপারেটরদের নিকট সেবা প্রাপ্তিতে অপারগ হলে যেকোন বাংলাদেশি মোবাইল থেকে 100 ডায়াল করে অভিযোগ প্রদান করতে পারবে। ২৪/৭ ভিত্তিতে চলমান এই সেবার মাধ্যমে অভিযোগ ছাড়াও যে কোন টেলিযোগাযোগ সংক্রান্ত তথ্য গ্রাহকগণ জানতে পারে।
কৃষি কল সেন্টার (১৬১২৩)
২০১৪ সাল থেকে কৃষি কল সেন্টারের কার্যক্রম শুরু হয়। কৃষি কল সেন্টারের হেল্পলাইন নম্বর ১৬১২৩ এ যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে প্রতি মিনিটে ২৫ পয়সা হারে (ভ্যাট ও সম্পূরক শুল্ক ব্যতীত) সরকারি যেকোন ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮.০০টা - রাত ৮.০০ টার মধ্যে কল করে কৃষকরা কৃষি বিষয়ে যে কোন সমস্যার তাৎক্ষণিক বিশেষজ্ঞ পরামর্শ পাচ্ছেন।
সরকারি আইন সেবা (১৬৪৩০)
২০১৬ সাল হতে আইন ও বিচার বিভাগের অন্তর্গত জাতীয় আইনগত সহায়তা সংস্থা হেল্পলাইন ১৬৪৩০ নম্বর চালু করেছে আইন সংক্রান্ত যাবতীয় সেবা এবং তথ্য বিনামূল্যে পেতে। যেকোনো অপারেটর থেকে এই নাম্বারে ফোন দিয়ে সেবা নেয়া যাবে।
এই সেবাটি মূলত চালু করা হয়েছে অসহায় ও দরিদ্র মানুষদের জন্য যারা অর্থের অভাবে ন্যায় বিচার এবং আইনি সেবা থেকে বঞ্চিত হন। তাছাড়া নির্যাতিত সকল শ্রেণী-পেশার মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয় এই আইন সেবার মাধ্যমে। এই সেবার লংকোড নম্বরটি হলো: +৮৮০৯৬১২৩১৬৪৩০।
ইউনিয়ন পরিষদ হেল্প লাইন (১৬২৫৬)
২০১২ সাল থেকে চালু হওয়া ইউনিয়ন পরিষদ helpline ১৬২৫৬ নাম্বারে যে কোন অপারেটর থেকে ফোন করে ভাতা সহ ইউনিয়ন পরিষদ সংক্রান্ত যেকোনো তথ্য, পরামর্শ ও সেবা পাওয়া যাবে। দেশের যে কোন ইউনিয়ন পরিষদের সদস্য এই নাম্বারে ফোন করে সেবা নিতে পারবেন এবং সাধারণ কল চার্জ প্রযোজ্য হবে।
বিটিসিএল (১৬৪০২)
গ্রাহকগণ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বা বিটিসিএল থেকে ২৪ ঘণ্টা সেবা নিতে ১৬৪০২ হেল্প লাইন নাম্বারে কল করতে পারেন। এ জন্য স্বাভাবিক কল চার্জ প্রযোজ্য হবে। গ্রামীণফোন ছাড়া সব মুঠোফোন অপারেটর এবং বিটিসিএলসহ বেসরকারি পিএসটিএনের গ্রাহকেরা কল সেন্টারের মাধ্যমে টেলিফোন, ইন্টারনেট, খুদে বার্তাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন।
পরিশেষে
বাংলাদেশের সরকার তার নাগরিকদের সুবিধার কথা চিন্তা করেই এই হটলাইন নাম্বার গুলো চালু করছে এবং নাগরিকদের তথ্য দিয়ে সেবা প্রদান করে যাচ্ছে। আমরা আমাদের নিজের স্বার্থে অথবা অন্যের সুবিধার জন্য বাংলাদেশের জরুরী সেবার হটলাইন নাম্বার সমূহ সংগ্রহে রাখতে পারি।
আপনাদের বিপদমুক্ত সুখী জীবনের প্রত্যাশা করে আজকে এখানেই শেষ করছি। আশা করি আজকের আর্টিকেলটি পড়ে নতুন কিছু জানতে পেরেছেন। লেখাটি ভাল লেগে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এ ধরনের তথ্যবহুল লেখা পড়তে নিয়মিত Mubin Pedia ভিজিট করতে পারেন। সবাই ভাল থাকবেন, ধন্যবাদ।
মুবিন পিডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url