১২০ পদে যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ ২০২৪ | DYD Job Circular
যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি এই চাকরিতে ৯টি ক্যাটাগরিতে সর্বমোট ১২০ জনকে অস্থায়ীভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে প্রকৃত বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদন আহবান করা হয়েছে।
শর্তাবলী
- আবেদনের শেষ সময় ২/১২/২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৫:০০ টা পর্যন্ত।
- আবেদন অনলাইনে দাখিল করতে হবে।
- সরাসরি/ডাকযোগে কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি/ডাকযোগে প্রেরিত সকল আবেদন পত্র বাতিল মর্মে গণ্য হবে।
- সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র দাখিল করতে হবে। চাকরি রত প্রার্থীদের বয়স শিথিলযোগ্য নয়।
- প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ এবং প্রযোজ্য ক্ষেত্রে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।
- বাংলাদেশের নাগরিক নন এমন কারো সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না।
- সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবিসহ সিল থাকতে হবে।
- অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।
- নিয়োগের ক্ষেত্রে সরকারি সকল বিধি-বিধান ও কোটা সম্পর্কিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
পদ এবং পদ সম্পর্কিত বিভিন্ন তথ্য
১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২গ্রেড-১৩যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০/-
২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২গ্রেড-১৪যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/-
৩. পদের নাম: জুনিয়র প্রশিক্ষক (পোশাক)
পদসংখ্যা: ৮গ্রেড-১৪যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পাস। পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত এবং পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণ প্রদানে ০১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/-
৪. পদের নাম: জুনিয়র ডেমোনেস্ট্রেটর (ব্লক ও বাটিক)
পদসংখ্যা: ২গ্রেড-১৪যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পাস। পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত এবং পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণ প্রদানে ০১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/-
৫. পদের নাম: প্রদর্শক
পদসংখ্যা: ১৯গ্রেড-১৫যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পাস। যুব উন্নয়ন অধিদপ্তরের যেকোনো যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে পবাদিপশু ও হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ ও কৃষিবিষয়ক ০২ (দুই) মাস ১৫ (পনেরো) দিন মেয়াদি কোর্সে ‘ক’ গ্রেডে উত্তীর্ণ হতে হবে।বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/-
৬. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ২৩গ্রেড-১৫/১৬যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। ভারী/ হালকা গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।বেতন স্কেল: ৯৭০০-২৩৪৯০/- / ৯৩০০-২২৪৯০/-
৭. পদের নাম: হিসাব সহকারী কাম মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১গ্রেড-১৬যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহার–সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-
৮. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ৫৮গ্রেড-১৬যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-
৯. পদের নাম: ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর
পদসংখ্যা: ৫গ্রেড-১৮যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পাসসহ ছয় মাসের ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে।বেতন স্কেল: ৮৮০০-২১৩১০/-
বয়স
২/১২/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাগণের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
অনলাইন আবেদন ফরম পূরণ ও দাখিল করার নিয়মাবলী
- অনলাইনে আবেদন করতে হবে।
- অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ Pixel × প্রস্থ 300 Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ Pixel × প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100kb এবং স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60kb হতে হবে।
- অনলাইনে আবেদন পত্র সাবমিট করার পূর্বে প্রদত্ত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
- প্রার্থী অনলাইনে প্রকৃত আবেদন পত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
প্রয়োজনীয় কাগজপত্র
লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/অনাপত্তি পত্র/কাগজপত্রাদির মূল কপি সহ প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক)টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা নিম্নরূপ
- শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদপত্র
- অভিজ্ঞতা সনদপত্র (যদি থাকে)
- সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র।
- স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র
- জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদ
- প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক (নাম যুক্ত সিল সহ) প্রদত্ত চারিত্রিক সনদপত্র
- মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাগণের সন্তান) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র
- শারীরিক প্রতিবন্ধী ও এতিমদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র
- নির্দিষ্ট কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ/প্রমাণপত্র
আবেদন ফি
- অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তির ১ থেকে ৮ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩/- এবং ৯ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২/- টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
- এসএমএস পাঠানোর নিয়মাবলী সহ আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে বিস্তারিত জানুন ওয়েবসাইট থেকে।
আরও পড়তে পারেন
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু হয়েছে ৩ নভেম্বর ২০২৪ এবং শেষ হবে ২ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।
মন্তব্য
বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য প্রার্থীগণ আবেদন করতে চাইলে বিলম্ব না করে শেষ সময়ের পূর্বেই ধীর স্থির ভাবে আবেদন করে ফেলুন। অনলাইন আবেদন ফরম পূরণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। অনিচ্ছাকৃতভাবে কোন ভুল ত্রুটি হলে আবেদনপত্র বাতিল হিসেবে গণ্য হবে। বিজ্ঞপ্তিতে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী টেলিটক মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করুন সতর্কতার সাথে।
আপনাদের মঙ্গল কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। তথ্যবহুল বিভিন্ন আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন। সবাই ভাল থাকবেন, ধন্যবাদ।
মুবিন পিডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url