বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর | মৌখিক

ড্রাইভিং লাইসেন্স এর জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন? এখন মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে ভাবছেন? তাহলে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ আপনার জন্য। এখানে পেয়ে যাবেন মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর।
বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর | মৌখিক

সরকারি সেবা” এর আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর। আমাদের আজকের আয়োজন মূলত সাজানো হয়েছে মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ এবং কমন কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে।

বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর

ব্যক্তিগত অথবা পেশগত যে কোন দিক দিয়েই প্রয়োজনের তাগিদে আমাদের নিজস্ব পরিবহন থাকাটা অত্যন্ত জরুরী। আর নিজস্ব পরিবহন শুধু থাকলেই হবে না অবশ্যই তার সাথে ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন আমাদের নিজেদের পাশাপাশি যানবাহনের নিরাপত্তার জন্য। আর ড্রাইভিং লাইসেন্স পেতে দিতে হবে পরীক্ষা। 
ড্রাইভিং লাইসেন্সের জন্য বেশ কয়েকটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় যেমন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হতে হয়, এরপর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে মেকানিজম টেস্ট এবং ব্যবহারিক পরীক্ষায় পাস করলেই কাঙ্ক্ষিত ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। 

আপনি যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে মৌখিক পরীক্ষার প্রস্তুতি জন্য আমাদের আজকের এই আয়োজন। আর কথা না বাড়িয়ে তাহলে চলুন জেনে নেই বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর গুলো মৌখিক পরীক্ষার জন্য।

মেকানিজম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেক ওয়েলে লেভেল কম থাকলে কী হতে পারে ?
উত্তরঃ ব্রেক ফেল

প্রশ্নঃ মোটর গাড়ির ইঞ্জিন ষ্টার্ট করে পাঁচ থেকে দশ গজের মধ্যে অবশ্যই কি চেক করতে হয়?
উত্তরঃ ব্রেক প্যাডেলে চাপ দিয়ে ব্রেক ঠিক মত কাজ করছে কি না যাচাই করতে হয়

প্রশ্ন: ক্লাচের কাজ কি?
উত্তরঃ ক) গাড়ির গতি কম ও বেশী করা খ) ইঞ্জিন এবং গিয়ার বক্সের সংযোগ করা ও বিচ্ছিন্ন করা গ) গাড়িকে নিউট্রাল করা

প্রশ্ন: মবিলের কাজ কি ?
উত্তরঃ ক) ইঞ্জিনের ঘূর্ণয়ামান যন্ত্রাংশকে পিচ্ছিল করা খ) ঘূর্ণমান যন্ত্রাংশের ক্ষয়রোধ করে গ) ইঞ্জিন আংশিক ঠান্ডা রাখে

প্রশ্ন: পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি ?
উত্তরঃ ১টি

প্রশ্ন: সাইলেন্সারের কাজ কি?
উত্তরঃ শব্দকে নিয়ন্ত্রণ করা

প্রশ্ন: ইঞ্জিনের কুলিং সিষ্টেমে কুলিং মিডিয়া হিসেবে সাধারনত কি ব্যবহৃত হয়?
উত্তরঃ পানি

প্রশ্ন: গিয়ার স্লিপ করার কারণ কি?
উত্তরঃ ক) গিয়ারের দাঁত ভাঙ্গা থাকিলে খ) ক্লাচ ঠিক মতো কাজ না করলে গ) গিয়ার ভালো ভাবে সংযোগ না হলে

প্রশ্ন: ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে?
উত্তরঃ এয়ার লক

প্রশ্ন: স্পার্ক প্লাগ কোথায় থাকে?
উত্তরঃ পেট্রোল ইঞ্জিন সিলিন্ডার হেডে

প্রশ্ন: ফুয়েল ও বাতাসকে নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে ইঞ্জিনে সরবরাহ করে কোন যন্ত্র? 
উত্তরঃ কার্বুরেটর

প্রশ্ন: রেডিয়েটরের কাজ কি?
উত্তরঃ পানি ঠান্ডা করা

প্রশ্ন: চলন্ত অবস্থায় ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে করণীয় কী?
উত্তরঃ সুবধিামতো স্থানে গাড়ি র্পাক করে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে

প্রশ্ন: ইঞ্জিনের ওয়েলের মেয়াদ শেষ হলে নতুন ওয়েল প্রবেশ করানোর সাথে আর কী পরিবর্তন অবশ্যই আবশ্যক ?
উত্তরঃ ইঞ্জিন ওয়েল ফিল্টার
প্রশ্ন: গাড়িতে ব্যবহৃত ব্যাটারিতে ইলেক্ট্রোলাইড এর লেভেল কমে গেলে কী ব্যবহার করতে হবে?
উত্তরঃ নদীর পানি

প্রশ্ন: হেড লাইট না জ্বললে প্রথমে কী চেক করতে হয় ?
উত্তরঃ নির্ধারিত ফিউজ

প্রশ্ন: টায়ার বাষ্ট হলে গাড়ি নিয়ন্ত্রণ রাখার জন্য কি করতে হবে?
উত্তরঃ এক্সিলেটর থেকে পা সরিয়ে নিয়ে গাড়ি থামা র্পযন্ত স্টিয়ারিং ধরে রাখা

প্রশ্ন: লুব ওয়েল কোথায় দিতে হয়?
উত্তরঃ হেড কভারে

প্রশ্ন: ডিসটিল্ড ওয়াটার কোথায় ঢালতে হয়?
উত্তরঃ ব্যাটারিতে
বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর | মৌখিক

রোড সাইন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: বাধ্যতামূলক “না” বোধক চিহ্ন কোথায় থাকে?
উত্তরঃ লাল বৃত্তে

প্রশ্ন: রাস্তার মাঝখানে অখন্ডিত একটি সাদা দাগ থাকলে কি করণীয়?
উত্তরঃ ওভারটেক করা যাবে

প্রশ্ন:  এই চিহ্নটি দিয়ে কি বুঝানো হয়?
উত্তরঃ সাইকেল চলাচল নিষেধ


প্রশ্ন: ফোর হুইল ড্রাইভ কোথায় প্রয়োগ করতে হয়?
উত্তরঃ পিচ্ছিল, কর্দমাক্ত রাস্তায়

প্রশ্ন: লেভল ক্রসিং বা রেলক্রসিং কত প্রকার?
উত্তরঃ ২ প্রকার

প্রশ্ন:  এই চিহ্নটি দিয়ে কি বুঝানো হয়?
উত্তরঃ মোটরযান চলাচল নিষেধ

প্রশ্ন: রাস্তায় আলোক সংকেত যেভাবে আসে তা হলো?
উত্তরঃ লাল-সবুজ-হলুদ

প্রশ্ন : লাল বৃত্তের ভিতর একটি লাল ও একটি কালো গাড়ি থাকলে কী বুঝায় ?
উত্তর: ওভারটেকিং নিষেধ।

প্রশ্ন:  এই চিহ্নটি দিয়ে কি বুঝানো হয়?
উত্তরঃ ওভারটেকিং নিষেধ

প্রশ্ন : লাল বৃত্তে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কী বুঝায় ?
উত্তর: পথচারী পারাপার নিষেধ।
প্রশ্ন: লাল বৃত্ত বিশিষ্ট সড়ক সংকেতের ভেতর ৫০ কিঃ মিঃ লেখা থাকিলে বুঝায়?
উত্তরঃ সর্বোচ্চ গতি সীমা ৫০ কিঃ মিঃ

প্রশ্ন:  এই চিহ্নটি দিয়ে কি বুঝানো হয়?
উত্তরঃ পার্কিং নিষেধ

প্রশ্ন : লাল ত্রিভুজাকৃতির সাইন কী নিদের্শনা প্রদর্শন করে ?
উত্তর: সতর্ক হওয়ার নির্দেশনা প্রদর্শন করে।

প্রশ্ন : নীল বৃত্তে ঘণ্টায় ৫০ কি.মি. লেখা থাকলে কী বুঝায় ?
উত্তর: সর্বনিম্ন গতিসীমা ঘণ্টায় ৫০ কি.মি. অর্থাৎ ঘণ্টায় ৫০ কিলোমিটারের কম গতিতে গাড়ি চালানো যাবে না।

প্রশ্ন:  এই চিহ্নটি দিয়ে কি বুঝানো হয়?
উত্তরঃ থামানো নিষেধ

প্রশ্ন : নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন ?
উত্তরঃ সাধারণ তথ্যমূলক সাইন।

প্রশ্ন : লাল ত্রিভুজে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কী বুঝায় ?
উত্তর: সামনে পথচারী পারাপার, তাই সাবধান হতে হবে।

প্রশ্ন:  এই চিহ্নটি দিয়ে কি বুঝানো হয়?
উত্তরঃ পথচারী চলাচল নিষেধ

প্রশ্ন : নীল বৃত্তাকার সাইন কী নির্দেশনা প্রদর্শন করে ?
উত্তর: করতে হবে বা অবশ্যপালনীয় নির্দেশনা প্রদর্শন করে।

প্রশ্ন : লাল ত্রিভুজাকৃতির সাইন কী নিদের্শনা প্রদর্শন করে ?
উত্তর: সতর্ক হওয়ার নির্দেশনা প্রদর্শন করে।

প্রশ্ন:  এই চিহ্নটি দিয়ে কি বুঝানো হয়?
উত্তরঃ পথচারী পারাপার

প্রশ্ন: গাড়ি চালানো অবস্থায় ট্রাফিক সিগন্যালে হলুদ বাতি জ্বলতে দেখলে কি করতে হবে?
উত্তরঃ থামার জন্য প্রস্তুতি নিতে হবে

প্রশ্ন:   এই চিহ্নটি দিয়ে কি বুঝানো হয়?
উত্তরঃ সড়কে পথচারী

প্রশ্ন: সবুজ আয়তক্ষেত্রে ট্রাফিক সাইন কি নির্দেশ করে?
উত্তরঃ সাধারণ তথ্য প্রদান করে

প্রশ্ন:   এই চিহ্নটি দিয়ে কি বুঝানো হয়?
উত্তরঃ শিশু-কিশোর

প্রশ্ন: রোড সাইনকে কি কি তিন ভাগে ভাগ করা হয়?
উত্তরঃ সতর্কতামূলক, বাধ্যতামূলক এবং তথ্যমূলক

প্রশ্ন:  এই চিহ্নটি দিয়ে কি বুঝানো হয়?
উত্তরঃ প্রবেশ নিষেধ

প্রশ্ন : লাল বৃত্তাকার সাইন কী নির্দেশনা প্রদর্শন করে ?
উত্তর: নিষেধ বা করা যাবে না বা অবশ্যবর্জনীয় নির্দেশনা প্রদর্শন করে।

প্রশ্ন:   এই চিহ্নটি দিয়ে কি বুঝানো হয়?
উত্তরঃ অসমতল/ ত্রুটিপূর্ণ সড়ক
প্রশ্ন: নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন?
উত্তরঃ তথ্যমূলক সাইন

প্রশ্ন:   এই চিহ্নটি দিয়ে কি বুঝানো হয়?
উত্তরঃ সামনে গতিরোধক

শাস্তি বা দন্ড সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: যেখানে ওভারটেকিং নিষেধ সেখানে ওভারটেকিং করলে কত টাকা জরিমানা ?
উত্তরঃ ১০০ টাকা পর্যন্ত

প্রশ্ন: নিষিদ্ধ হর্ণ কিংবা শব্দ উৎপাদনকারী যন্ত্র লাগালে ও ব্যবহার করলে কত টাকা জরিমানা?
উত্তরঃ ১০০ টাকা পর্যন্ত

প্রশ্ন: অননুমোদিত ওজন অতিক্রম পূর্বক গাড়ি চালনা করলে কত টাকা জরিমানা ?
উত্তরঃ ১০০০ টাকা পর্যন্ত

প্রশ্ন: প্রকাশ্য সড়কে বা প্রকাশ্য স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কত টাকা জরিমানা ?
উত্তরঃ ৫০০ টাকা পর্যন্ত

প্রশ্ন: ইনসুরেন্সবিহীন অবস্থায় গাড়ি চালনার শাস্তি কি?
উত্তরঃ ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা

চালকের দায়িত্ব এবং নিয়ম নীতি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত?
উত্তরঃ ২০ বছর

প্রশ্ন: শুকনা পাকা রাস্তায় ৫০ কিলোমিটার বেগে চললে ব্রেক করলে থামার দূরত্ব-
উত্তরঃ ২৫ মিটার

প্রশ্ন: একজন চালক বিরতিহীনভাবে কত ঘন্টা গাড়ি চালাতে পারে?
উত্তরঃ ০৪ ঘন্টা

প্রশ্ন: গাড়ি দুর্ঘটনা ঘটলে সর্বপ্রথম দায়িত্ব কি?
উত্তরঃ আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা

প্রশ্ন: রাস্তায় গাড়ি চালাবার সময় সাইড মিরর (লুকিং গ্লাস) প্রতি মিনিটে কত বার দেখা উচিত?
উত্তর: ৬ বার

প্রশ্ন: মোটরযান আইনে ক্ষতিকর ধোঁয়া নির্গত গাড়ি চালনার শাস্তি কি ?
উত্তরঃ ২০০ টাকা পর্যন্ত জরিমানা

প্রশ্ন: রাত্রিকালীন বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজ গাড়ির হেড লাইটের আলো কি করা উচিত?
উত্তরঃ ডিম করা উচিত

প্রশ্ন: প্রধান রাস্তায় প্রবেশের সতর্কতা কি? 
উত্তরঃ ইন্ডিকেটর দিয়ে গাড়ির গতি কমিয়ে প্রধান রাস্তার গাড়িকে অগ্রাধিকার প্রদান করা

প্রশ্ন: মোটরযানের বীমা (ইন্সুরেন্স) কোথায় করতে হয় ?
উত্তরঃ সাধারণ বীমা কোম্পানিতে

প্রশ্ন: মোটরযানের বীমা (ইন্সুরেন্স) কোন ধরনের বীমার আওতাভুক্ত ?
উত্তরঃ সাধারন বীমা
প্রশ্ন: বীমাকৃত গাড়ির ফিটনেস/টোকেন এর মেয়াদ উত্তীর্ন হয়েছে এমতাবাস্থায় দুর্ঘটনায় পতিত হলে বীমাকৃত ব্যক্তি ক্ষতিপূরণ পাবে কিনা ?
উত্তরঃ পাবে না

প্রশ্ন: মোটরযান আইনে কোন প্রকারের বীমা বাধ্যতামূলক?
উত্তরঃ তৃতীয়পক্ষ

প্রশ্ন: অরক্ষিত লেভেল ক্রসিং এ চালকের দ্বায়িত্ব কি?
উত্তরঃ গাড়ি থামিয়ে ডানে বামে দেখে নিরাপদ মনে হলে অতিক্রম করবে

প্রশ্ন: মোটরসাইকেলের সর্বোচ্চ গতি বেগ কত?
উত্তরঃ ৭০ মাইল/ঘন্টা

প্রশ্ন: গোল চক্করে গাড়ি চালানোর নিয়ম কি?
উত্তরঃ ডানদিক থেকে আগত গাড়িকে প্রাধান্য দিন

প্রশ্ন: ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার?
উত্তরঃ ৩ প্রকার

প্রশ্ন: ড্রাইভিং লাইসেন্সের কয় প্রকার?
উত্তরঃ পেশাদার এবং অপেশাদার

প্রশ্ন: অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত?
উত্তরঃ ১৮ বছর

প্রশ্ন: কোন জায়গায় অবশ্যই হর্ণ বাজাতে হবে ?
উত্তরঃ অন্ধ বাঁকে

প্রশ্ন: ঘন কুয়াশার মধ্যে রাস্তায় গাড়ি চালাতে হেড লাইট জ্বালাতে হয় কেন ?
উত্তরঃ গাড়ির অবস্থান বুঝানোর জন্য

প্রশ্ন: মোটর গাড়ির কাগজপত্র সর্বদা কে চেক করতে পারেন ?
উত্তরঃ পোষাক পরিহিত সর্বনিম্ন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার, বিআরটিএ’র কর্মকর্তা, মোবাইল কোর্ট

প্রশ্ন: ফাষ্ট এইড কি ?
উত্তরঃ প্রাথমিক চিকিৎসা

প্রশ্ন: ফাষ্ট এইড বাক্সে সাধারনত কি কি থাকে ?
উত্তরঃ সামান্য কিছু ঔষধ, এন্টিসেপটিক, তুলা, ব্যান্ডেজ

প্রশ্ন: গাড়ির গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই কি করতে হবে?
উত্তরঃ ক্লাচ পেডেলে চাপ দিতে হবে

প্রশ্ন : পাকা ও ভালো রাস্তায় ৫০ কিলোমিটার গতিতে গাড়ি চললে নিরাপদ দূরত্ব কত হবে?
উত্তর: ২৫ মিটার।

প্রশ্নঃ ইন্টারসেকশন বা মোড় কাকে বলে?
উত্তরঃ একাধিক রাস্তা এক জায়গায় মিলিত হলে তাকে ইন্টারসেকশন বলে।

প্রশ্ন : লুব অয়েল (মবিল) এর কাজ কী ?
উত্তর: ইঞ্জিনের বিভিন্ন ওয়ার্কিংপার্টস (যন্ত্রাংশ) সমূহকে ঘুরতে বা নড়াচড়া করতে সাহায্য করা, ক্ষয়হতে রক্ষা করা এবং ইঞ্জিন পার্টস সমূহকে ঠান্ডা ও পরিষ্কার রাখা মবিলের কাজ।

প্রশ্ন : নিয়মিত ব্যাটারির কী পরীক্ষা করা উচিত ?
উত্তর: পানির লেভেল।

প্রশ্ন : মরিচা পরিষ্কার করার পর টার্মিনালে কী করা উচিত ?
উত্তর: গ্রিজ লাগানো উচিত।

প্রশ্ন : কখন বামদিক দিয়ে ওভারটেক করা যায় ?
উত্তর: যখন সামনের গাড়ি চালক ডানদিকে মোড় নেওয়ার ইচ্ছায় যথাযথ সংকেত দিয়ে রাস্তার মাঝামাঝি স্থানে যেতে থাকবেন তখনই পেছনের গাড়ির চালক বামদিক দিয়ে ওভারটেক করবেন।

প্রশ্ন : লাল বৃত্তের ভিতরে একটি বড় বাসের ছবি থাকলে কী বুঝায় ?
উত্তর: বড় বাস প্রবেশ নিষেধ।

প্রশ্ন : কোন কোন স্থানে ওভারটেক করা নিষেধ ?
উত্তর: ক. ওয়ারটেকিং নিষেধ সম্বলিত সাইন থাকে এমন স্থানে, খ. জাংশনে, গ. ব্রিজ/কালভার্ট ও তার আগে পরে নির্দিষ্ট দূরত্ব, ঘ. সরু রাস্তায়, ঙ. হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায়।

প্রশ্ন : লাল বৃত্তে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কী বুঝায় ?
উত্তর: পথচারী পারাপার নিষেধ।

প্রশ্ন : পাকা ও ভালো রাস্তায় ৫০ মাইল গতিতে গাড়ি চললে নিরাপদ দূরত্ব কত হবে ?
উত্তর: ৫০ গজ বা ১৫০ ফুট।

প্রশ্ন : কোন কোন স্থানে গাড়ির হর্ন বাজানো নিষেধ ?
উত্তর: নীরব এলাকায় গাড়ির হর্ন বাজানো নিষেধ। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত বা অনুরূপ প্রতিষ্ঠানসমূহের চতুর্দিকে ১০০ মিটার পর্যন্ত এলাকা নীরব এলাকা হিসাবে চিহ্নিত।

প্রশ্ন : আয়তক্ষেত্রে ‘P’ লেখা থাকলে কী বুঝায় ?
উত্তর: পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান।

প্রশ্ন : ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার ও কী কী ?
উত্তর: ৩ (তিন) প্রকার। যেমন- ক. বাহুর সংকেত, খ. আলোর সংকেত ও গ. শব্দ সংকেত।

প্রশ্ন : হালকা মোটরযান কাকে বলে ?
উত্তর: যে-মোটরযানের রেজিস্ট্রিকৃত বোঝাইওজন ৬,০০০ পাউন্ড বা ২,৭২৭ কেজির অধিক নয়, তাকে হালকা মোটরযান বলে।
প্রশ্ন : গাড়ি দুর্ঘটনায় পতিত হলে চালকের করনীয় কী ?
উত্তর: আহত ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা এবং ২৪ ঘণ্টার মধ্যে নিকটবর্তী থানায় দুর্ঘটনার বিষয়ে রিপোর্ট করা।

প্রশ্ন : রাস্তায় গাড়ির কাগজপত্র কে কে চেক করতে পারেন/কোন কোন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিগণকে গাড়ির কাগজ দেখাতে বাধ্য ?
উত্তর: সার্জেন্ট বা সাব-ইনসপেক্টরের নিচে নয় এমন পুলিশ কর্মকর্তা, মোটরযান পরিদর্শকসহ বিআরটিএর কর্মকর্তা এবং মোবাইলকোর্টের কর্মকর্তা।

প্রশ্ন : কখন বামদিক দিয়ে ওভারটেক করা যায় ?
উত্তর: যখন সামনের গাড়ি চালক ডানদিকে মোড় নেওয়ার ইচ্ছায় যথাযথ সংকেত দিয়ে রাস্তার মাঝামাঝি স্থানে যেতে থাকবেন তখনই

পরিশেষে
ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে যে প্রক্রিয়াগুলো সরকারি ভাবে সম্পন্ন করতে হয় সেগুলোর প্রয়োজনীয়তা অপরিসীম। লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষা গুলো নেওয়া হয় সকলের নিরাপত্তা নিশ্চিতকরণের উদ্দেশ্যে। দেশের একজন সুনাগরিক হিসেবে অবশ্যই আমাদের কর্তব্য এসব গুলো পরীক্ষা উত্তীর্ণ হয়ে ড্রাইভিং লাইসেন্স নেওয়া এবং কোন ভাবে দালালের মাধ্যমে বা অন্য কোন অসদুপায় অবলম্বন করে ড্রাইভিং লাইসেন্স অর্জন করা উচিত হবে না।

যাইহোক, আজকের আর্টিকেলে বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর মৌখিক পরীক্ষার জন্য জানলেন। আশা করি ভালোভাবে প্রস্তুতি নিবেন। আপনাদের সফলতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। নিয়মিত ভিজিট করতে পারেন Mubin Pedia পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সাথে যোগাযোগ হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুবিন পিডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url