১৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন ২০২৪

বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ফিচারের নানারকম স্মার্টফোন পাওয়া যায়। তবে কেনার সময় দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় কোনটা রেখে কোনটা কেনা যায়। অনেকে আছেন কম বাজেটে অর্থাৎ ১৫ হাজার টাকার মধ্যে ভাল মানের স্মার্টফোন কিনতে চান। এই বাজেটে মোটামুটি সব ফোনেরই বিভিন্ন রকম সুযোগ-সুবিধা থাকে তবে সামান্য কিছু কম বেশি হয়ে থাকে।
১৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

“স্মার্টফোন” এর আজকের এই পর্বে আমরা জানবো ১৫ হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি স্মার্টফোন সম্পর্কে। জানার চেষ্টা করব স্মার্টফোনগুলোর সফটওয়্যার, হার্ডওয়ার, ক্যামেরা, ব্যাটারি, দাম ইত্যাদি বিষয়। তো চলুন কথা না বাড়িয়ে জেনে নেই। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন।

Honor x6b

SGS এর ফাইভ স্টার Drop Rating সুবিধা যুক্ত এই সেটে রয়েছে 6GB RAM এর সাথে 128GB ROM। ড্রপ রেটিং এর কারণে হাত থেকে দু-চারবার পড়ে গেলে সেটের স্ক্রিনের ক্ষতি হবে না এমনটাই উৎপাদনকারী প্রতিষ্ঠান বলছে। 50MP এর মেইন ক্যামেরার সাথে 2MP এর ডেপথ সেন্সর রয়েছে এবং 5MP এর সেলফি ক্যামেরা রয়েছে। 

সেলফি ক্যামেরার চেয়ে মেইন ক্যামেরা দিয়ে পর্যাপ্ত লাইট কন্ডিশনে স্ট্যান্ডার্ড ছবি পাবেন। সর্বোচ্চ 1080p রেজুলেশনে ভিডিও রেকর্ড করা গেলেও স্টেবিলাইজেশন এর কোনো সুবিধা নেই। 35W এর ফাস্ট চার্জিং সুবিধার কারণে 5200mah ব্যাটারি চার্জ করতে সময় লাগবে প্রায় এক ঘন্টার মত। হেভি ইউজার হলে এক দিন এবং স্বাভাবিক ইউজার হলে দেড় দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। 
Mediatek Helio G85 চিপসেট এর সাথে Octa Core প্রসেসর যুক্ত Honor x6b চলছে Android 14 এ। এই সেটে রয়েছে 6.6” IPS ডিসপ্লের সাথে 90 Hz রিফ্রেশ রেট। গেমিং ফোন না হলেও মিডিয়াম রেজুলেশন এবং সাইজের যেকোনো গেম খেলতে পারবেন এই সেটে। নির্মাতা প্রতিষ্ঠান থেকে জানা যায় Honor x6b তে নিয়মিত সফটওয়্যার আপডেট পাওয়া যাবে। বাংলাদেশে 6GB/128GB ভ্যারিয়েন্টের অফিসিয়ালি ১৪৯৯৯ টাকার এই মোবাইলে রয়েছে Water Drop V Notch ডিসপ্লে।

Tecno Spark 30c

একদম সম্প্রতি টেকনো মোবাইল তাদের নতুন একটি প্রোডাক্ট লঞ্চ করেছে Spark 30c। 6.6” HD+ IPS ডিসপ্লের সাথে পেয়ে যাচ্ছেন 6GB RAM এবং 128GB ROM। এতে অকটা কোর প্রসেসর এর সাথে রয়েছে Helio G81 চিপসেট যা মূলত গেমিং চিপসেট না হলেও মাঝারি মানের সব গেমই খেলতে পারবেন এবং দৈনন্দিন কাজকর্ম অনায়াসে সেরে ফেলতে পারবেন। 

Punch hole ডিসপ্লের এই সেটে 120 Hz এর রিফ্রেশ রেট এর কারণে ব্যবহার করার সময় স্মুথনেস এর ফিল পাবেন। তবে IP54 এর ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্টেন্স এর সার্টিফিকেট থাকায় অল্প পানি বা ধুলাবালিতে নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন। এই সেটে সেকেন্ডারি নয়েজ ক্যান্সলেশন মাইক না থাকলেও রয়েছে ডিটিএস আলট্রা সাউন্ড যুক্ত স্পিকার। 

Spark 30c দিচ্ছে 18W ফাস্ট চার্জিং এর সুবিধা যেটি দিয়ে ফুল চার্জ করতে প্রায় দুই ঘন্টা সময় লাগবে এবং সাথে থাকছে 5000mah এর দীর্ঘস্থায়ী ব্যাটারির ব্যাকআপ সুবিধা। এতে মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50MP এর মেইন শুটার এবং সামনে রয়েছে 8MP এর সেলফি ক্যামেরা। 
দিনের বেলায় সঠিক আলোতে চমৎকার ছবি উঠলেও রাতের বেলায় ছবি তুলনামূল কম গুণগতমানের হয়। এই সেটে রয়েছে Infrared Remote Sensor যার মাধ্যমে আপনার বাসায় ব্যবহৃত টিভি, এসি কন্ট্রোল করতে পারবেন। Android 14 এ চলা এই স্মার্টফোন বাংলাদেশের বাজারে একটি ভ্যারিয়েন্ট পাওয়া যায় যার অফিশিয়াল মূল্য ১৩৯৯৯ টাকা।

Infinix Hot 50i

6.78” HD+ রেজুলেশনের IPS ডিসপ্লের সাথে 120HZ রিফ্রেশ রেটের সুবিধা সহ গর্জিয়াস ডিজাইনের মোবাইল Infinix Hot 50i। Punch hole ডিসপ্লের এই সেটে নয়েজ ক্যান্সলেশন মাইক না থাকলেও রয়েছে ডুয়েল স্পিকার। DTS dual সাউন্ড সিস্টেমে ৩০০% পর্যন্ত আল্ট্রা সাউন্ড পাওয়ার সুবিধা রয়েছে এতে। 

MEDIATEK Helio G81 চিপ সেটের কারণে আপনার দৈনন্দিন বিভিন্ন কাজকর্মের পাশাপাশি টুকটাক মিডিয়াম লেভেলের গেম অনায়াসে খেলতে পারবেন। এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে 18W এর ফাস্ট চার্জিং সুবিধা সম্বলিত 5000mah এর ব্যাটারিকে ফুল চার্জ করতে। 
ক্যামেরায় প্রাইমারি সেন্সরে রয়েছে 48MP এর ক্যামেরা লেন্স এবং সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8MP এর লেন্স। বাজেট হিসেবে ছবির মান যথেষ্ট ভালো তবে এই বাজেটে স্টেবিলাইজেশন এর মত সুবিধা থাকার কথা নয়। 6GB RAM/128GB ROM ভেরিয়েন্টের অফিসিয়াল মূল্য ১৩৯৯৯ টাকা।

Helio 50

বাংলাদেশে এডিশন গ্রুপের মোবাইল নির্মাতা কোম্পানি সিম্ফোনি মোবাইল এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হেলিও তাদের নতুন একটি প্রোডাক্ট কিছুদিন আগে লঞ্চ করেছে Helio 50। এটি রান করছে Android 14 এ। মোবাইল সেটটি তে ব্যাক প্যানেলে গ্লাস দেয়ায় আউটলুক অত্যন্ত চমৎকার। মোবাইলটিতে নয়েজ ক্যানসিলেশন মাইক, টাইপ সি ইউএসবি পোর্ট, 3.5 মিলিমিটার জ্যাক সহ সকল সুবিধা রয়েছে। 

 এতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যা মোটামুটি বেশ ভালো রেসপন্স করে। এই সেটে রয়েছে Helio G88 চিপ সেটের সাথে Octa Core 2.0 GHz প্রসেসর যা দিয়ে আপনি দৈনন্দিন এর সকল মাল্টিটাস্কিং সহ ভালো মানের গেম খেলতে পারবেন। Helio 50 দিচ্ছে 6GB RAM এর সাথে 128GB ROM যা দিয়ে স্মুথ পারফরম্যান্সের সাথে পেয়ে যাচ্ছেন বড় স্টোরেজ। 

এই মোবাইলের পেছনে থাকছে 108MP এর আলট্রা এইচডি ক্যামেরা লেন্স সাথে 2MP এর ম্যাক্রো শুটার যা দিয়ে আকর্ষনীয় ছবি তুলতে পারবেন সঠিক লাইট কন্ডিশনে। আর সামনে থাকছে 32MP এর একটি সেলফি ক্যামেরা যা দিয়ে মনোমুগ্ধকর সেলফি তুলতে পারবেন। ভিডিওর ক্ষেত্রে কোন স্টাবিলাইজেশন এর সুবিধা নেই এবং সর্বোচ্চ 1080p/30fps রেজোলিউশনে ভিডিও করতে পারবেন। 

Helio 50 দিচ্ছে 33W এর ফাস্ট চার্জিং এর সাথে 5000mah ব্যাটারির ব্যাকআপ সুবিধা যা দিয়ে প্রায় এক ঘন্টা 15 মিনিটের মধ্যে ফুল চার্জ দিয়ে এক থেকে দেড় দিন ব্যাকআপ পেতে পারেন। 6.72” এর ফুল HD+ এবং Punch Hole ডিসপ্লেতে মিডিয়া উপভোগ করতে পারবেন দারুন। বাজারে এ সেটের দুটি ভ্যারিয়েন্টের অফিসিয়াল মূল্য হচ্ছে (6GB/128GB) ১৪৬৯৯ টাকা এবং (8GB/128GB) ১৫৪৯৯ টাকা।

Itel P55+

45W সুপারফাস্ট চার্জার এর সাথে 5000mah এর দীর্ঘস্থায়ী ব্যাটারি পেয়ে যাচ্ছেন Itel P55+ স্মার্ট ফোনে। নরমাল ইউজার হলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় দেড় দিনের মতো তবে হেভি ইউজার হলে একদিন ভালোমতো চলে যাবে। আর ব্যাটারি ফুল চার্জ করতে সময় লাগবে প্রায় 30-40 মিনিটের মত। 90 Hz রিফ্রেশ রেট এর সাথে IPS LCD এবং Punch Hole যুক্ত 6.6” ডিসপ্লে স্মুথ পারফরমেন্সের সাথে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেকখানি। 

অপারেটিং সিস্টেম Android 13 এ রান করা এই সেটে থাকছে 8GB RAM এর সাথে 256GB ROM এর বিশাল স্টোরেজ। অকটাকোর প্রসেসরের সাথে আছে Tiger 606 চিপসেট যা দিয়ে সকল রকমের মাল্টি টাসকিং এবং মাঝারি মানের গেম খেলতে পারবেন খুব সহজেই। প্রাইমারি সেন্সর হিসেবে পেছনে থাকছে 50MP এর ডুয়েল ক্যামেরার সাথে AI লেন্স এবং সামনে থাকছে 8MP এর সেলফি ক্যামেরা। 

1080p রেজোলিউশনে ভিডিও করা যাবে তবে কোন স্টেবিলাইজেশন এর সুবিধা নেই অর্থাৎ খুব শক্ত হাতে স্থির ভাবে অথবা ট্রাইপড নিয়ে ভিডিও করতে হবে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট রেস্পনসিভ ছিল তবে পোর্টস এবং বাটনের সবকিছু থাকলেও সেকেন্ডারি নয়েজ ক্যান্সলেশন মাইক নেই এই সেটে। বাংলাদেশের বাজারে উল্লেখিত মাত্র একটি ভেরিয়েন্টেই পাওয়া যায় Itel P55+ যার অফিসিয়াল মূল্য হচ্ছে ১৪৪৯০ টাকা।

উপসংহার

উপরে ১৫ হাজার টাকার মধ্যে যে পাঁচটি মোবাইল সম্পর্কে আলোচনা করা হলো এগুলো ছাড়াও বাজারে আরো অনেক মোবাইল রয়েছে। তবে ব্যক্তিগতভাবে এই পাঁচটি স্মার্টফোন আমার পছন্দ বিধায় এগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম। আপনাদেরও এগুলোর মধ্যে থেকে যে কোনোটা পছন্দ হতে পারে কনফিগারেশন জেনে।
আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারো নতুন কোন বিষয় নিয়ে হাজির হব আপনাদের কাছে। এই ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার অনুরোধ থাকলো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কষ্ট করে পড়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। কিছু জানানোর থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুবিন পিডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url