১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪ | ৫টি সেরা স্মার্টফোন
বাজেট কম? একটি স্মার্ট ফোন জরুরী ভিত্তিতে প্রয়োজন? কিন্তু বাজারে কম বাজেটের মধ্যে অনেক ফোন থাকায় বুঝতে পারছেন না কোনটি কিনবেন? তাহলে আজকের আর্টিকেলটি সম্পুর্ন আপনার জন্য। জানতে পারবেন ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪ সম্পর্কে।
“তথ্য প্রযুক্তি” এর আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের বাজারে ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোনের বৈশিষ্ট্য। এই বাজেটের মধ্যে ৫টি সেরা স্মার্টফোন এর বৈশিষ্ট্য নিয়েই আমাদের আজকের এই আয়োজন। তো চলুন কথা না বাড়িয়ে জেনে নেই।
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪
সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করার জন্য অথবা রাফ ইউজ করার জন্য অনেকেই কম দামি সেট কিনে থাকেন। আবার অনেকে আছেন যুগের সাথে তাল মিলিয়ে চলতে স্মার্টফোন কেনা প্রয়োজন কিন্তু বাজেট কম। তাই অনেকে মনে করেন কম দামি অর্থাৎ ১০ হাজার বা তার চেয়েও কম বাজেটের সেট কেনার ক্ষেত্রে আবার এত দেখে শুনে কেনার কি আছে, একটা কিনলেই হল।
কিন্তু টাকা দিয়ে যখন কিনবেন তখন কম দামের ভিতরে সবচেয়ে ভালো সুবিধা যে ফোন দিবে এবং আপনার পছন্দ ও প্রয়োজন অনুযায়ী যেটা ম্যাচ করবে সেটিই কিনা উত্তম। তাই আজকের আর্টিকেল সাজানো হয়েছে ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল এর ফিচার নিয়ে। ২০২৪ সালের ৫টি সেরা স্মার্টফোন এর বৈশিস্ট দেখে নিন। দাম অনুযায়ী কি কি সুবিধা দিচ্ছে স্মার্টফোন গুলো তা দেখে নিলে কেনার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তবে বিস্তারিত তথ্য জানতে শুরু থেকে শেষ পর্যন্ত আর্টিকেলটি ভালো করে পড়তে হবে।
Symphony Atom 5
অন্যান্য সুবিধা
Symphony এর নিজস্ব Minimal UI দিয়ে রান করা Atom 5 এ HD+ resolution এর মুভি ভিডিও আপনাকে সন্তুষ্ট করবে। রয়েছে Dynamic Island যেটাতে টুকটাক নোটিফিকেশন নির্দেশ করে এবং যেটি ডিসপ্লের সৌন্দর্যকে একটু বাড়িয়ে দেয়। 3.5mm Headphone Jack রয়েছে যা অডিও লাভারদের খুবই প্রয়োজনীয় একটি ফিচার।
এতে Side mounted fingerprint sensor রয়েছে, কিছুটা Animation delay পাওয়া যায় তবে টাচ রেসপন্স ঠিকঠাক ছিল। থাকছে compact sim tray অর্থাৎ দুটি সিম এবং একটি মাইক্রো এইচডি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এই মোবাইল full charge করতে প্রায় ২.৫ ঘন্টার মত লাগে। আবে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো।
স্বাভাবিক ব্যবহার করলে অতিরিক্ত গেম না খেললে এবং ইন্টারনেট ইউজ না করলে প্রায় দেড় দিনের মতো ব্যাকআপ পাওয়া সম্ভব। চারটি কালারের চমৎকার ডিজাইনে যে কারো নজর কাড়বে Atom 5। 52MP এর ক্যামেরা দেখে আহামরি ছবি আশা করা উচিত হবে না তবে পর্যাপ্ত আলোতে আপনি সন্তোষজনক ছবি পাবেন।
অসুবিধা
Atom 5 এ Secondary Noise Cancelation Mic নাই। এই দামে আসলে থাকার কথাও নয় তবে ফিচারটি খুবই প্রয়োজনীয় অপর প্রান্তের লোকের স্পষ্ট কথা রিসিভ করার জন্য। এছাড়াও এই সেটের আরেকটি ফিচার যেটি আপনাকে অসন্তুষ্ট করার পাশাপাশি বিরক্ত করতে পারে সেটি হল mini games। মিনি গেমসগুলো যদি না থাকতো তাহলে পারফরম্যান্স আরো বেটার পাওয়া যেত। যদিও এই গেমগুলো ইন্সটল অবস্থায় থাকে না আপনি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।
ব্যক্তিগত রেটিং
অফিসিয়ালি 8499 টাকা বাজেটের এই ফোনের জন্য আমার ব্যক্তিগত রেটিং হচ্ছে ৮.৫/১০।
Walton Orbit Y12
অন্যান্য সুবিধা
Orbit Y12 এর মনোমুগ্ধকর ডিজাইন অবশ্যই আপনার পছন্দ হবে। Ports & Button সেকশনে 3.5mm jack সহ প্রয়োজনীয় প্রায় সবকিছুই থাকছে। Side Mounted fingerprint ঠিকঠাক মত কাজ করলেও টাচ রেসপন্স কিছুটা delay দেখা যায়। HD+ ব্রাইট ডিসপ্লেতে ভিডিও দেখে সন্তুষ্ট হবেন। Single Speaker থাকলেও সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালই আছে। এই সেটেও পেয়ে যাচ্ছেন Compact SIM Tray। 8MP এর ক্যামেরা লেন্স থাকলেও পর্যাপ্ত আলোতে যথেষ্ট ভালো মানের ছবি দিতে পারে এই সেট।
অসুবিধা
Orbit Y12 এ Secondary Noise Cancellation mic সহ Dynamic Island নেই।
ব্যক্তিগত রেটিং
অফিসিয়ালি 8490 টাকা বাজেটের এই ফোনের জন্য আমার ব্যক্তিগত রেটিং হচ্ছে ৮/১০।
Itel A50
অন্যান্য সুবিধা
Compact SIM Tray এর সুবিধা থাকায় দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। বাজেট বিবেচনায় সন্তোষজনক ছবি পাবেন। ছবির কোয়ালিটি আহামরি সেরকম কিছু না হলেও একদম ফেলে দেয়ার মতও নয়। ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, প্রায় দেড় দিনের মতো ব্যাকআপ পাওয়া যাবে যদি আপনি মিডিয়াম ব্যবহারকারী হয়ে থাকেন। Ports & Button সেকশনে প্রয়োজনীয় সবকিছুই পেয়ে যাবেন। খুবই কমন ক্যামেরা বাম্প সম্বলিত ডিজাইন হলেও দেখতে খারাপ লাগে না। HD+ ডিসপ্লেতে ভিডিও consumption হবে মনমুগ্ধকর।
অসুবিধা
এই বাজেটের অন্যান্য ফোন গুলোর মত A50 তেও ঘরের ভেতর সমস্যা না হলেও সরাসরি সূর্যের আলোতে ডিসপ্লে দেখতে কিছুটা সমস্যা হবে। এছাড়া Noise Cancellation Mic এর সুবিধা নেই।
ব্যক্তিগত রেটিং
অফিসিয়ালি 8990 টাকা বাজেটের এই ফোনের জন্য আমার ব্যক্তিগত রেটিং হচ্ছে ৮/১০।
Symphony Innova 20
অন্যান্য সুবিধা
মোটামুটি ভালো মানের প্রসেসরের সাথে 90Hz রিফ্রেশ রেট এর সুবিধা থাকায় স্মুথ পারফরম্যান্সের অভিজ্ঞতা হবে। এই বাজেটে Punch Hole Display আপনাকে আকর্ষণ করবেই। এতে Secondary Noise Cancellation Mic রয়েছে। 18 Watt এর ফাস্ট চার্জিং সুবিধা থাকায় সম্পূর্ণ চার্জ করতে প্রায় দুই ঘণ্টার মতো সময় লাগে।
বড় ইন্টারনাল স্টোরেজের সুবিধা থাকায় অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহারের প্রয়োজন খুব একটা পড়বে না। মাঝারি মানের ব্যবহারকারী হয়ে থাকলে প্রায় দুই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সঠিক লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো মানের ছবি পাবেন এই সেটের বাজেট বিবেচনায়।
অসুবিধা
ভিডিওগ্রাফিতে স্টাবিলিাইজেশন এর সুবিধা থাকলেও আউটপুট তেমন একটা কাজের না। গিম্বল বা ট্রাইপড ব্যবহার করে শক্ত হাতে ভিডিও করলে ভালো মানের ভিডিও পেতে পারেন।
ব্যক্তিগত রেটিং
অফিসিয়ালি 10199 টাকা বাজেটের এই ফোনের জন্য আমার ব্যক্তিগত রেটিং হচ্ছে ৯/১০।
ZTE Blade A35
অন্যান্য সুবিধা
বড় ডিসপ্লেতে HD+ রেজোলিউশন এর ভিডিও উপভোগ করবেন চমৎকারভাবে। এই বাজেটেও ZTE এই সেটে 90Hz রিফ্রেশ রেট দিয়েছে যেটা সত্যি প্রশংসনীয়। প্রসেসর মোটামুটি নিম্নমানের হওয়া সত্ত্বেও 90 Hz রিফ্রেশ রেট এর কারণে স্মুথ পারফরমেন্সের ফিল পাবেন।
বেশ বড় ডিসপ্লে হওয়া সত্ত্বেও মাঝারি মানের ব্যবহারকারী হয়ে থাকলে প্রায় দুই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন ফলে Blade A35 এই বাজেটের অন্যান্য মোবাইল থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে। এই মডেলের গর্জিয়াস ডিজাইন দেখে আপনার মনেই হবে না যে ফোনটি এত কম দামের।
অসুবিধা
এই বাজেটে দেশি এবং বিদেশি প্রায় সব কোম্পানি Side mounted fingerprint sensor দিলেও Blade A35 এ এই সিকিউরিটির সুবিধাটি পাচ্ছেন না। এটা আসলেই বেশ হতাশা জনক। এছাড়া Noise cancellation micও থাকছেনা। ক্যামেরা পারফরম্যান্স আশানুরূপ পাবেন না বিশেষ করে চকচকে কালার এর পরিবর্তে কিছুটা ফ্যাকাশে কালার দেখবেন ছবিতে।
ব্যক্তিগত রেটিং
অফিসিয়ালি 7999 টাকা বাজেটের এই ফোনের জন্য আমার ব্যক্তিগত রেটিং হচ্ছে ৭.৫/১০।
কম বাজেটের ফোনের কিছু কমন ফিচার
১০ হাজার টাকার চেয়ে কম দামের ফোনে সাধারণত -
- সেকেন্ডারি নয়েজ ক্যান্সলেশন মাইক থাকে না।
- Regular 60Hz রিফ্রেশ রেট থাকে যার কারণে স্মুথনেস খুব একটা ভালো মানের পাওয়া যায় না।
- অবশ্যই V Notch ডিসপ্লে থাকে।
- Peak Brightness 400 থেকে 600 Nit এর ভেতর থাকে ফলে বাইরে সূর্যের আলোতে ডিসপ্লে দেখতে সমস্যা হয়।
- কম দামের প্রত্যেক ফোনেই বর্তমানে Expandable Ram অপশনটি থাকছে যদিও এটি একদমই কোন কাজের না।
- 2D Game খেলতে পারবেন তবে হাই রেজুলেশনের কোন গেম lower settings এ খেলা গেলেও সন্তোষজনক ফলাফল পাবেন না।
- অল্প আলোতে ছবির মান ভালো পাওয়া যায় না। Night Mode এর ব্যবস্থা থাকলেও সেই ছবি খুব একটা কাজে লাগানোর মত নয়।
- বক্স কন্টেন্ট বলতে ইয়ারফোন, চার্জার, কেবল, ব্যাক কভার, সিম ইজেক্টর পিন, ওয়ারেন্টি কার্ড সবকিছুই থাকে। যদিও অনেক দামি ফোনে ইয়ারফোন, চার্জার থাকে না।
- সব ফোনেই USB Type-C পোর্ট এবং কেবল পাবেন।
- গেম না খেললে দীর্ঘক্ষণ ব্যবহারেও গরম হওয়ার ইস্যু থাকেনা।
- Ram কম থাকায় এবং এন্ট্রি লেভেলের প্রসেসর থাকায় পারফরম্যান্স ভালো পেতে Lite ভার্সনের app ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে।
- তুলনামূলক বেটার পারফরম্যান্স পেতে Background এ বেশি অ্যাপ চালু রাখা যাবে না।
মন্তব্য
আসলে বাজেট বিবেচনায় এই ধরনের স্মার্টফোনের বলার মত খারাপ দিক তেমন কিছু থাকে না। বাজেট কম থাকার কারণেই বিভিন্ন সুযোগ-সুবিধা থাকে না এটাই স্বাভাবিক। তারপরও কম বাজেটের ফোন কিনে অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করে - এটা নাই সেটা নাই।
আসলে মন্তব্য করার আগে স্মার্টফোনগুলোর দাম বিবেচনা করা উচিত। সকলের মনে রাখা উচিত ৮ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোনে কখনোই 8MP এর Ultrawide ক্যামেরা থাকবে না। কম দামি একটি স্মার্টফোনের ক্যামেরা থেকে শুরু করে প্রতিটি সেক্টরের পারফমেন্স আমাদেরকে ম্যানেজ করে মেনে নিতে হবে।
আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং শুভকামনা করে আজকের মত এখানেই শেষ করছি। ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি কম বাজেটে ফোন কিনতে চাইলে উপরে বর্ণিত ৫টি সেরা স্মার্টফোন এর তথ্যগুলো আপনার কাজে আসবে।
আজকের নিবন্ধটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এরকম আরও তথ্যবহুল লেখা আমাদের ওয়েবসাইটি পেতে নিয়মিত ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।
মুবিন পিডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url