ভূমি মন্ত্রণালয়ের সার্ভেয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | পদ সংখ্যা ২৩৮
ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগ সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ০১টি পদে মোট ২৩৮ জনকে নিয়োগ দিবে। ০৮ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এটি একটি স্থায়ী সরকারি চাকরি এবং নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
আগের বিজ্ঞপ্তিতে বেশ কিছু জেলার প্রার্থীগনের আবেদন করতে নিষেধ থাকলেও সংশোধনী বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থীগনের কাছ থেকে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে। তবে সংশোধনী বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ১৮ এপ্রিল ২০২৪ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী ইতোমধ্যে যারা এই পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
শর্তাবলী
- আবেদনের শেষ সময় ০৮ নভেম্বর ২০২৪ বিকাল ৫:০০ ঘটিকায়।
- আবেদন করতে হবে অনলাইন এ। সরাসরি বা ডাকযোগে কোন আবেদন পত্র গ্রহণ করা হবে না।
- সরকারের সর্বশেষ জারিকৃত নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে।
- কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী গন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।
- প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
- প্রার্থী বাংলাদেশের নাগরিক না হলে কিংবা বিদেশি কোন ব্যক্তিকে বিবাহ করলে বা প্রতিশ্রুতিবদ্ধ হলে যোগ্য বিবেচিত হবেন না।
- যেকোনো তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
- অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বের প্রাপ্ত আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।
- প্রার্থীর সনদ অনুযায়ী বিভিন্ন তথ্য আবেদন ফরমে লিপিবদ্ধ করতে হবে।
- লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি ভূমি মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রার্থীর মুঠোফোনেও এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
- অনলাইন আবেদন পত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদন পত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ২৩৮টিগ্রেড-১৪শিক্ষাগত যোগ্যতা: কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পরীক্ষায় উত্তীর্ণ।বেতন: ১০২০০-২৪৬৮০ টাকাজেলা: সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
যেভাবে আবেদন করবেন
- আগ্রহী প্রার্থীরা minland.teletalk.com.bd থেকে আবেদন করুন।
- অনলাইন আবেদন পত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ 100kb এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60kb হতে হবে।
- এই বিজ্ঞপ্তি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
বয়সসীমা
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১ মে ২০২৪ তারিখ পর্যন্ত বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর।
আবেদন ফি
Teletalk Prepaid Mobile নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা জমা দিতে হবে। আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে অন্যথায় আবেদন পত্র গ্রহণ করা হবে না।
SMS পাঠানোর পদ্ধতি
প্রথম SMS: minland <space>User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে IExample: MINLAND ABCDEF & send to 16222Reply: Applicant,s Narne, Tk 223 will be charged as Application Fee. Your PIN is12345678. To Pay Fee Type MINLAND<Space>Yes<Space>PIN and Send to 16222.দ্বিতীয় SMS: MINLAND<space>Yes<space>PlN লিখে 16222 নম্বরে send করতে হবে।Example: MINLAND YES 12345618Reply: Congratulations Applicant's Name,Name. Payment Completed Successfully for MINLAND Application fbr Post xxxxxxxxx UserID is (ABCDEF) and Password (xxxxxxxx).
প্রয়োজনীয় কাগজপত্র
- প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের ছায়া (ফটোকপি) দাখিল করতে হবে।
- অনলাইনে পূরণ কৃত আবেদন পত্র
- ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদ
- সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র ।
- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্ম নিবন্ধন সনদ।
- জাতীয় পরিচয় পত্র
- মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বিরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ।
মন্তব্য
ভূমি মন্ত্রণালয়ে আবেদন করার জন্য যথেষ্ট সময় থাকলেও শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আগে থেকেই আবেদন করে ফেলাই বুদ্ধিমানের কাজ। তবে যেকোনো আবেদনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরী। নাম থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য সঠিক এবং নির্ভুলভাবে আবেদন পত্রে লিপিবদ্ধ করতে হবে। অসাবধানতাবশত ভুল তথ্যের কারণে যোগ্যতা সত্ত্বেও চাকরি থেকে বঞ্চিত হতে পারেন।
আপনাদের সকলের মঙ্গল কামনায় আজ এখানেই শেষ করছি। যতটা সম্ভব এই আবেদন প্রসঙ্গে জানানোর চেষ্টা করলাম। আরো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। পরবর্তী কোনো লেখায় আবার আপনাদের সাথে যোগাযোগ হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।
তথ্যসূত্রঃ ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট
মুবিন পিডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url