F1 থেকে F12 এর কাজ কি? | কী বোর্ডে কতটি ফাংশন কী থাকে?
অফিসের অধিকাংশ কাজ করতেই আমরা নির্ভর করি কম্পিউটার অথবা ল্যাপটপের উপরে। কম সময়ে আমাদের অনেক কাজ করতে হয়। বিভিন্ন শর্ট কি এর পাশাপাশি কম্পিউটারে বা ল্যাপটপের কিবোর্ডের একদম উপরের সারিতে রয়েছে বিভিন্ন ফাংশন কি। এই ফাংশন কি এর ব্যবহার সম্পর্কে আমরা অনেকেই জানিনা।
আজকের এই লেখায় আমরা বিভিন্ন ফাংশন কি অর্থাৎ F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি গুলোর কার্যকারিতা সম্পর্কে জানার চেষ্টা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়বেন।
ফাংশন কি
ফাংশন কি হলো একটি কম্পিউটার কিবোর্ড এর বিশেষ কিছু কি যা অপারেটিং সিস্টেমকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে বা একটি এপ্লিকেশন প্রোগ্রামকে সহজভাবে সম্পূর্ণ করতে ব্যবহৃত হয়। একটি কিবোর্ড এ সাধারণত বারোটি ফাংশন কি থাকে এগুলো হলো F1, F2, F3, F4, F5, F6, F7, F8, F9, F10, F11, F12
F1
- প্রায় প্রতিটি প্রোগ্রামে সাহায্যকারী কি হিসেবে ব্যবহৃত হয় F1। F1 বাটন প্রেস করার পরে একটি হেল্প স্ক্রিন ওপেন হয় এবং ওয়েব পেজ ও ওয়েবসাইট এর সাথে সংযোগ স্থাপিত হয়। এরপর কম্পিউটার বুট করতে চাইলে BIOS Setup এ এন্টার করতে হয়।
- মাইক্রোসফট উইনডোজ এর হেল্প এবং সাপোর্ট সেন্টার ওপেন করতে চাইলে Windows + F1 বাটন একসাথে প্রেস করতে হবে।
- Excel এ নতুন ওয়ার্কশীট ট্যাব খুলতে চাইলে Alt + Shift + F1 প্রেস করতে হবে।
F2
- মাইক্রোসফট উইন্ডোজের যেকোনো ভার্সনে (Wnidows 7, Windows 10, Windows 11) কোন আইকন, ফাইল বা ফোল্ডার রিনেম করতে চাইলে F2 প্রেস করতে হবে।
- কম্পিউটারে উইন্ডোজ বুট করার সময় বায়োস সেটআপ দিতে চাইলে F2 প্রেস করতে হবে।
- Ctrl + Alt + F2 প্রেস করলে মাইক্রোসফট ওয়ার্ড এর ডকুমেন্ট স্ক্রিন ওপেন হবে এবং সেখান থেকে ওয়ার্ড এর একটি ডকুমেন্ট সিলেক্ট করা যাবে।
- প্রিন্ট প্রিভিউ দেখতে চাইলে Ctrl + F2 একসাথে চাপুন।
F3
- Microsoft windows সহ আরো অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা পেতে চাইলে F3 কি প্রেস করা হয়। এই কি চাপার মাধ্যমে একটি সার্চ উইন্ডো আসবে যেখানে আমরা ইচ্ছা মত যে কোন জিনিস সার্চ করতে পারব।
- যেকোনো word এর ক্যাপিটাল থেকে স্মল লেটারে রূপান্তর করতে Shift + F3 চাপতে হবে।
- প্রতিটি শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে করা যায় F3 প্রেস করে।
- এছাড়াও F3 চেপে সর্বশেষ কমান্ড লাইন এর পুনরাবৃত্তি করা যায় MS DOS এ।
F4
- কম্পিউটারের যতগুলো প্রোগ্রাম চলমান রয়েছে সবগুলোকে একসাথে ক্লোজ করা যায় Alt + F4 কি চেপে।
- এছাড়াও মাইক্রোসফট ওয়ার্ডে লাস্ট অ্যাকশন এর পুনরাবৃত্তি করা যায় F4 কি চেপে।
- কম্পিউটারের সকল উইন্ডো একসাথে বন্ধ করতে চাপতে পারেন Ctrl + F4।
F5
- এই কি প্রেস করার মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডে replace, find, go to সহ বেশ কিছু উইন্ডো খোলা যায়।
- F5 কি চাপলে পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু এবং বন্ধ করা যায়। যেকোনো প্রোগ্রামে অথবা অন্য window তে থাকা অবস্থায় কিংবা ডেস্কটপে এসে F5 কি চাপলে পুরো কম্পিউটার রিফ্রেশ হয়।
- যেকোনো ওয়েব ব্রাউজারের পেইজের ক্ষেত্রেও F5 চাপলে পেজ রিফ্রেশ হয়।
F6
- যেকোনো ইন্টারনেট ব্রাউজারে কাজ করার সময় F6 কি প্রেস করলে মাউসের কার্সর এড্রেস বারে চলে যায় ফলে আপনি সহজে অ্যাড্রেস বার এডিট করে চেঞ্জ করতে পারবেন।
- মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় নতুন কোন ডকুমেন্ট ওপেন করতে চাইলে Ctrl + Shift + F6 চাপুন।
F7
- মাইক্রোসফট ওয়ার্ডে কোন কিছু লেখার পরে বানান এবং ব্যাকরণগত ভুল সংশোধনের জন্য F7 কি চাপতে পারেন।
- এছাড়াও Shift + F7 চাপলে নির্বাচিত কোনো শব্দের বিপরীত শব্দ, কি ধরনের শব্দ, প্রতিশব্দ ইত্যাদি জানার জন্য Dictionary চালু হয়।
- ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করার সময় “Caret Browsing” চালু এবং বন্ধ করতে চাইলে এই কি চাপতে পারেন।
F8
- আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম যদি Safe Mode এ চালাতে চান তবে F8 কি প্রেস করতে হবে।
F9
- F9 কি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট রিফ্রেশ করার পাশাপাশি মাইক্রোসফট Outlook এ ইমেইল আদান প্রদান করে থাকে।
- তাছাড়া এই কি এর মাধ্যমে Quark Express এ Measurement Toolbar চালু করা যায়।
F10
- ইন্টারনেট ব্রাউজার সহ যেকোনো উইন্ডোর মেনু বার ওপেন করতে চাইলে F10 কি চাপতে হবে।
- Shift+F10 কি চাপলে মাউসের রাইট বাটনের মত কাজ করবে। অর্থাৎ কোন লেখা, লিংক বা ছবিকে সিলেক্ট করে তার উপরে মাউসের কার্সর রাখলে রাইট বাটনে যে কাজগুলো করা যেত সেগুলোই করা যাবে Shift+F10 কি চাপার মাধ্যমে।
F11
- ইন্টারনেট ব্রাউজারে ব্রাউজ করার সময় যদি ফুল স্ক্রিন মোড ব্যবহার করতে এবং পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যেতে চান তবে F11 কি চাপুন।
- F11 কি চলমান সমস্ত window কে লুকিয়ে রাখতে সক্ষম।
- Excel এ নতুন স্পিডশিট যোগ করতে চাইলে Shift + F11 চাপুন।
F12
- যেকোনো ডকুমেন্ট সেভ করতে চাইলে Save as উইন্ডো চালু করতে F12 চাপুন।
- এছাড়া অভ্র কিবোর্ডে বাংলা লিখতে চাইলে F12 কি বাংলা এবং ইংরেজি ভাষা পরিবর্তন করে।
- মাইক্রোসফট ওয়ার্ড এর যেকোনো ডকুমেন্ট যদি প্রিন্ট করতে চান তবে Ctrl + Shift + F12 চাপুন।
- তাছাড়া মাইক্রোসফট ওয়ার্ড এর ফাইল সেভ করতে চাইলে Shift+ F12 চাপুন।
শেষ কথা
যত্ন না নিলেও সাইকেল কিন্তু চালানো যায়। তবে সেই সাইকেলে যদি নিয়মিত যত্ন নেয়া হয় এবং চাকায় নিয়মিত তেল দেওয়া যায় তবে সেই সাইকেলের চাকা কিন্তু আগের চেয়ে অনেক দ্রুত গড়াতে পারে। কম্পিউটারে ফাংশন কি গুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। কম্পিউটার আমাদের জীবনের অনেক কাজকে অনেক সহজ করে দিয়েছে। আর এর সাথে যদি আমরা ফাংশন কি গুলোর সঠিক ব্যবহার জেনে থাকি তবে আমাদের কাজ আরও দ্রুততার সাথে সম্পন্ন করতে পারি।
নিজের অভিজ্ঞতা থেকেই লিখার চেষ্টা করেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লেগে থাকলে পরিচিতজনদের সাথে শেয়ার করতে পারেন। এ ধরনের তথ্য বহুল আরো বিভিন্ন লেখা পড়তে চাইলে এই ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।
মুবিন পিডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url