কীবোর্ড এর সাহায্যে উইন্ডোজ পরিচালনা করবেন যেভাবে | মাউসের পরিবর্তে কীবোর্ড
মানুষ নষ্ট হয়ে গেছে? অথবা ঠিকমতো কাজ করছে না? কিংবা কাজের গতি আরো বৃদ্ধি করতে চাচ্ছেন? তাহলে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ আপনার জন্য। এই লেখা পড়ে জানতে পারবেন মাউসের পাশাপাশি কিবোর্ড দিয়ে অথবা মাউসের পরিবর্তে কীবোর্ড এর সাহায্যে উইন্ডোজ পরিচালনা করবেন যেভাবে।
অনেক সময় মাউস নষ্ট হয়ে যায়। আবার এমন অনেকে আছেন যারা মাউসের চাইতে কীবোর্ড দিয়ে কম্পিউটারে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তো যে কারণেই হোক "কম্পিউটার/ল্যাপটপ" এর আজকের পর্বে চলুন জেনে নেয়া যাক মাউসের পরিবর্তে কীবোর্ড এর সাহায্যে উইন্ডোজ পরিচালনা করবেন যেভাবে।
কীবোর্ড এর সাহায্যে উইন্ডোজ পরিচালনা করবেন যেভাবে
একটি কম্পিউটার এর বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের মধ্যে মাউস এবং কিবোর্ড অন্যতম। একইভাবে ল্যাপটপের ক্ষেত্রে মাউসপ্যাড এবং কীবোর্ড। শুধু মাউস দিয়ে কম্পিউটারের সকল কাজ করা সম্ভব না হলেও শুধু কিবোর্ড দিয়ে কম্পিউটারের অধিকাংশ কাজ করা সম্ভব।
তবে সে ক্ষেত্রে কম্পিউটারের কীবোর্ডের মাধ্যমে উইন্ডোজ পরিচালনা করার যে কৌশল গুলো আছে সেগুলো জানতে হবে আগে আমাদের। তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই মাউসের পরিবর্তে কীবোর্ড এর সাহায্যে উইন্ডোজ পরিচালনা করবেন যেভাবে।
স্টার্ট মেনু থেকে প্রোগ্রাম ওপেন করা
কীবোর্ড এর উইন্ডোজ কী চেপে মাইক্রোসফট উইনডোজ এর Start মেনু ওপেন করতে পারেন। আবার Ctrl +Esc চেপেও সরাসরি স্টার্ট মেনু ওপেন করা যায়। স্টার্ট মেনু ওপেন হওয়ার পর বিভিন্ন program open করতে উপরে নিচে ডানে বামে যাওয়ার জন্য কীবোর্ডের arrow কী গুলো ( ← ↓ → ↑ ) ব্যবহার করতে পারেন।
এছাড়াও খুব দ্রুত প্রোগ্রাম ওপেন করতে চাইলে কীবোর্ডের স্টার্ট মেনু চাপুন। এরপর নিচের দিকে একটি সার্চ বক্স আসবে সেখানে প্রোগ্রামের নাম টাইপ করুন এবং কিবোর্ড থেকে Enter প্রেস করুন।
ফাইল এক্সপ্লোরার থেকে প্রোগ্রাম ওপেন করা
প্রথমেই ফাইল এক্সপ্লোরার ওপেন করার জন্য কীবোর্ডের Windows key + E একসাথে চাপুন। ফাইল এক্সপ্লোরার ওপেন হওয়ার পরে Tab key এবং Arrow key এর একটি কম্বিনেশন পাবেন windows পরিচালনা করার জন্য। Tab নিয়ে যায় ফাইল এক্সপ্লোরার এর বিভিন্ন বিভাগে এবং arrow কী গুলো সেই বিভাগ গুলোর উপরে, নিচে, ডানে, বামে যায় বাছাই করতে। আপনি যে প্রোগ্রামটি ওপেন করতে চান সেখানে যাওয়ার পর কীবোর্ড থেকে Enter প্রেস করুন।
ডেস্কটপ থেকে প্রোগ্রাম ওপেন করা
ডেস্কটপে থাকা একটি আইকন বা শর্টকাট থেকে একটি প্রোগ্রাম ওপেন করতে চাইলে প্রথমে কীবোর্ড এর ট্যাব কী চেপে ডেস্কটপে যেতে হবে। ডেস্কটপে আসার পর পুনরায় ট্যাব কী প্রেস করলে ডেস্কটপ, স্টার্ট মেনু এবং টাস্ক বারে থাকা প্রতিটি আইটেমের মধ্যে সুইচ করা যায়। আপনি যে আইটেমটিকে সিলেক্ট করবেন সেটি হাইলাইটেড হয়ে যাবে অথবা ডটের বর্ডার দিয়ে চিহ্নিত করা থাকবে।
আরো পড়ুনঃ ভালো বন্ধুর বিশেষ কিছু গুণ
কখনো কখনো কয়েকবার ট্যাব বাটন প্রেস করতে হতে পারে ডেস্কটপের একটি আইকন কে খুজে পেতে। ডেস্কটপের একটি আইকন কে যদি একবার সিলেক্ট করা যায় তবে অন্যান্য আইকনে যেতে Arrow বাটন গুলো ব্যবহার করা যেতে পারে। ডেস্কটপে থাকা আইকন গুলোর মধ্যে যে প্রোগ্রামটি আপনি ওপেন করতে চান সেটি সিলেক্ট করা হলে কীবোর্ড থেকে Enter চাপুন।
উইন্ডোজ এর কমান্ড লাইন ওপেন করা
কীবোর্ড থেকে উইন্ডোজ কি ফ্রেশ করলে একটি সার্চ বক্স একটিভ হবে যেখানে আপনি যে কোন প্রোগ্রামের নাম লিখতে পারেন। তো সেই সার্চ বক্সে লিখুন cmd এবং Enter প্রেস করুন অথবা সরাসরি লিখতে পারেন Command Prompt Progrm। এরপর উইন্ডোজ কম্যান্ড লাইন ওপেন হবে এবং আপনি আপনার চাহিদা মত কম্যান্ড দিতে পারবেন।
উইনডো বন্ধ, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ করা এবং সরানো
খুবই পরিচিত পদ্ধতিটি হল কীবোর্ড থেকে একসাথে Alt + F4 একসাথে প্রেস করলে বর্তমানে চলমান যে প্রোগ্রাম বা উইন্ডো আছে সেটি বন্ধ হয়ে যাবে। তাছাড়া আরেকটি উপায় হল Alt + Spacebar একই সাথে প্রেস করার পরে নিচের দিকের Arrow বাটন প্রেস করার পরে Close বা Exit অপশন এ গিয়ে Enter প্রেস করলে প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে।
অবশ্যই পড়ুনঃ ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন
কোন প্রোগ্রামকে ছোট (minimize) বা সংকুচিত করতে চাইলে কীবোর্ড থেকে উইন্ডোজ কি এবং ডাউন arrow অর্থাৎ নিচের দিকের arrow কী একই সাথে প্রেস করতে হবে।
অনুরূপভাবে কোন প্রোগ্রামকে বড় (maximize) করতে চাইলে কীবোর্ড থেকে উইন্ডোজ কি এবং up arrow অর্থাৎ উপরের দিকের arrow কী একই সাথে প্রেস করতে হবে।
একটি শরনার ক্ষেত্রে প্রথমে আপনাকে সেই উইন্ডোটিকে উইন্ডো মোডে নিয়ে আসতে হবে। এর জন্য কীবোর্ড থেকে Alt + Spacebar একসাথে চাপুন restore অপশনে যান arrow কী ব্যবহার করে এবং Enter চাপুন। উইন্ডো মুডে আসার পরে পুনরায় Alt + Spacebar চাপুন। এরপর Move বাছাই করুন মেনু থেকে তারপর arrow কী ব্যবহার করে উইন্ডো কে সরান।
ট্যাব বন্ধ বা পরিবর্তন করা
বেশিরভাগ প্রোগ্রামের ক্ষেত্রেই Ctrl+F4 একসাথে প্রেস করলে ট্যাবটি ক্লোজ হয়ে যাবে। একটি চলমান উইন্ডোতে এক ট্যাব থেকে অন্য ট্যাব এ অর্থাৎ বাম থেকে ডানদিকে যেতে চাইলে Ctrl + Tab একসাথে প্রেস করুন। আবার ডান থেকে বাম দিকে যেতে চাইলে একসাথে চাপুন Ctrl + Shift + Tab ।
উইনডো এবং এপ্লিকেশন এর মধ্যে সরানো
আপনার কম্পিউটারে চলমান বিভিন্ন প্রোগ্রামের মধ্যে মুভ করতে চাইলে প্রথমে Alt চাপুন এবং ধরে রাখুন এরপরে Tab কী চাপুন। এটা যদি সফলভাবে সম্পন্ন হয় তবে সবগুলো প্রোগ্রামের একটা লিস্ট উইন্ডোতে আসবে যেটি কম্পিউটার স্ক্রিনে প্রদর্শিত হবে। এরপর পুনরায় Tab কী প্রেস করলে আপনি যে প্রোগ্রামটিতে যেতে চান সেটি সিলেক্ট করা হলে Alt এবং Tab একসাথে ছেড়ে দিলে সেটি আপনার বর্তমান প্রোগ্রাম হিসেবে সিলেক্টেড হবে।
ফিল্ডস এবং বাটন এর মধ্যে পরিচালনা করা
একটি উইন্ডোতে বিভিন্ন object বা ফিল্ডস (যেমন dialogue box) মধ্যে কারসর সরাতে চাইলে Tab, Spacebar, Arrow key, Enter ব্যবহার করতে হবে। Tab প্রেস করার পরে সাধারণত ডায়লগ বক্সগুলো সামনে আসবে। এরপর যদি কোন বাটনে (যেমন ok অথবা cancel) প্রেস করা হয় তাহলে সেটা কার্যকরী করার জন্য Spacebar অথবা Enter প্রেস করতে হবে।
টেক্সট এর ভেতরে বিভিন্ন জায়গায় যাওয়া
আপনি যখন কোন টেক্সট ডকুমেন্ট এ কাজ করেন তখন Arrow কী ব্যবহার করলে আপনার কারসরটি উপরে নিচে ডানে-বামে যেকোনো জায়গায় মুভ করতে পারে। Arrow কী গুলো ব্যবহারের মাধ্যমে আপনি প্রতিটি অক্ষর এর এদিক সেদিক যেতে পারবেন।
আরো পড়তে পারেনঃ তুলসী গাছের উপকারিতা অপকারিতা সহ পরিচিতি
আপনার কারসরটিকে যদি একসাথে একটি word পর পর সরাতে চান তবে Ctrl প্রেস করার পরে ডান অথবা বাম Arrow কী চাপতে হবে। এই পদ্ধতিটি শুধু Arrow কী ব্যবহার করার চেয়ে অনেক দ্রুতগতিসম্পন্ন। একইভাবে Ctrl প্রেস করার পরে উপর অথবা নিচের Arrow কী চাপলে ডকুমেন্টে থাকা প্রতিটি প্যারাগ্রাফে কারসর মুভ করবে।
একটি টেক্সট ডকুমেন্ট এ কোন লাইন এর শেষে অথবা ডকুমেন্টের একদম শেষে যেতে চাইলে End বাটন চাপুন। আর ডকুমেন্টের একদম শুরুতে যেতে চাইলে Home বাটন চাপুন।
Shift কী এর ব্যবহার ডকুমেন্টে থাকা টেক্সট কে হাইলাইট করতে সাহায্য করে। Shift বাটন চেপে ডান অথবা বামের Arrow কী প্রেস করলে একটি লাইনের যতগুলো word চান আপনি সিলেক্ট বা হাইলাইট করতে পারেন। একইভাবে Shift বাটন চেপে উপর বা নিচের Arrow কী প্রেস করলে একসাথে যতগুলো লাইন সিলেক্ট বা হাইলাইট করতে চান পারবেন।
উইন্ডো Scroll করা
মাউস ছাড়া যদি কম্পিউটার এর একটি উইন্ডো স্ক্রল করতে চান তবে সে ক্ষেত্রে Up & Down Arrow key অথবা Page up এবং Page down কি অথবা spacebar ব্যবহার করতে পারেন।
Right click করা
অনেক সময় বিভিন্ন icon, টেক্সট বা বিভিন্ন ফাইল এর উপর আমাদের রাইট ক্লিক করার প্রয়োজন পড়ে। মাউস ছাড়া যদি এটি করতে চান তবে আইকনটিকে প্রথমে সিলেক্ট করুন যেটির উপর রাইট ক্লিক করতে চান তারপর Shift এবং F10 একসাথে চাপুন।
মন্তব্য
অফিস এবং বাসার দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কম্পিউটার বা ল্যাপটপ। এই কম্পিউটার বা ল্যাপটপে দীর্ঘক্ষণ আমাদের কাজ করতে হয়। কম্পিউটারের সাথে অথবা ল্যাপটপে যে কীবোর্ড থাকে সেটা শুধু যে লেখালেখি করার জন্য ব্যবহৃত হয় তা নয়, এতে পুরো কম্পিউটার কে পরিচালনা করার জন্য বেশ কিছু বাটন রয়েছে অথবা বেশ কিছু পদ্ধতি রয়েছে যেগুলো জানা থাকলে আমাদের কাজটা দ্রুত এবং কম পরিশ্রমে হয়।
অবশ্যই পড়ুনঃ সিভি তৈরিতে এই মারাত্মক ভুলগুলো করছেন না তো?
যাইহোক, মাউসের পরিবর্তে কীবোর্ড এর সাহায্যে উইন্ডোজ পরিচালনা করবেন যেভাবে তা জানলেন। আশা করি সামান্য হলেও নতুন কিছু জানতে পেরেছেন। ভালো লেগে থাকলে পরিচিতজনদের সাথে শেয়ার করতে পারেন, ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আরও বিভিন্ন বিষয়ে তথ্য পেতে Mubin Pedia ভিজিট করতে পারেন। ধন্যবাদ।
মুবিন পিডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url