ডিএমটিসিএল (মেট্রো রেল) এ ২০২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল জনবল নিয়োগে জন্য দুইটি ক্যাটাগরিতে মোট ২০২ জনকে নিয়োগ দেয়ার নিমিত্তে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত নির্ধারিত ফর্ম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পত্র প্রেরন করতে হবে।
ডিএমটিসিএল (মেট্রো রেল) এ ২০২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

কিছু বিশেষ তথ্য
  • আবেদনপত্র আগামী ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে
  • হাতে হাতে কোন আবেদন পত্র দাখিল করা যাবে না।
  • নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।
  • প্রার্থীকে অবশ্যই ডোপ টেস্ট করতে হবে।
  • শিক্ষাক্ষেত্রে কোন পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই।
  • কোটার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৩ জুলাই ২০২৪ তারিখের প্রজ্ঞাপন প্রযোজ্য হবে।
  • কোন ধরনের তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

১. পদের নাম: টিকিট মেশিন অপারেটর
পদসংখ্যা: ১৩৯
গ্রেড- ১৬
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫–এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।

২. পদের নাম: কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৬৩
গ্রেড- ১৬
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।

প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনকারী কে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র দিয়ে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্মকর্তার (নাম ও সিলযুক্ত) কর্তৃক সত্যায়িত করে আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবেঃ 
(ক) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙিন ছবি
(খ) জাতীয় পরিচয় পত্রের ছায়া লিপি (ফটোকপি)
(গ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়া লিপি
(ঘ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এর ছায়া লিপি এবং
(ঙ) প্রশিক্ষণ সনদপত্রের ছায়া লিপি

আবেদন ফরম এবং আবেদন প্রক্রিয়া
  • প্রার্থীকে Dhaka Mass Transit Company Limited (DMTCL) এর নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন দাখিল করতে হবে। আবেদন ফরমের নমুনা Dhaka Mass Transit Company Limited (DMTCL) এর ওয়েবসাইট www.dmtcl.gov.bd হতে সংগ্রহ করা যাবে।
  • আবেদন ফর্মের নমুনা পেতে এখানে ক্লিক করুন। 
  • নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
  • একজন প্রার্থী কেবলমাত্র ০১ (এক) টি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। প্রার্থী যে পদের জন্যই আবেদন করুক না কেন উভয় পদের জন্য আবেদন করেছেন বলে বিবেচিত হবেন।
  • খামের উপর বাম দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি ১০ অবশ্যই উল্লেখ করতে হবে।
  • প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে ৯” × ৪” আকারের খামের উপরে লিখে বা টাইপ করে এতে দশ টাকা মূল্য মানের অব্যবহৃত ডাকটিকেট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে।
  • পুলিশ ভেরিফিকেশন ফরম DMTCL এর ওয়েবসাইট www.dmtcl.gov.bd এ পাওয়া যাবে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে চাকুরীতে যোগদানের সময় ০৩ (তিন) কপি পুলিশ ভেরিফিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করে দাখিল করতে হবে।
আবেদনপত্র প্রেরণের ঠিকানা
আবেদনপত্র আগামী ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল- ১৪, ৭১- ৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা- ১০০০ এর বরাবরে পৌছাতে হবে।

আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর অনুকূলে প্রার্থীদের ১০০০/- (এক হাজার) টাকার পে অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরত যোগ্য) সোনালী ব্যাংকের যেকোনো শাখা হতে করে মূল কপি আবেদন পত্রের সঙ্গে জমা দিতে হবে।

বয়স
  • প্রার্থীদের ১ আগস্ট ২০২৪ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর।
  • মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) বা সমমানের পরীক্ষার সনদপত্রে উল্লিখিত জন্ম তারিখ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স গণনা করা হবে। বয়সের অন্য কোন প্রমাণক গ্রহণযোগ্য হবে না।

নিয়োগ প্রক্রিয়া
  • আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত বিবেচিত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় মাধ্যমিক পর্যায়ের কম্পিউটার জ্ঞান, মাধ্যমিক পর্যায়ের বাংলা ও ইংরেজি ব্যাকরণ, মাধ্যমিক পর্যায়ের গণিত, দেশ ও কৃষ্টি এবং মেট্রোরেল সম্পর্কিত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করা হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
  • কোন পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে কোম্পানি হতে নির্ধারিত চিকিৎসক/চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • চাকুরীতে যোগদানের অব্যাহতি পরে ডিএমটিসিল এর তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আওতাধীন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র হতে ডোপ টেস্ট করতে হবে। ডোপ টেস্টের ফলাফল বিরূপ হলে কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
  • মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, কম্পিউটার প্রশিক্ষণের সনদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও জাতীয় পরিচয় পত্র প্রদর্শন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা শিথিলের জন্য মূল প্রমানক সঙ্গে আনতে হবে।
  • চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে কোম্পানিতে যোগদানের সময় ৩০০/- টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা ও মুচলেকা সম্পাদন করতে হবে।
  • প্রথমে ০২ (দুই) বৎসরের প্রবেশনে (শিক্ষানবিশ কাল) নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশ কালে কর্ম সক্ষমতা ও দক্ষতা এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে চাকুরী হতে অব্যাহতি দেওয়া হবে। প্রবেশন কাল সফলতার সঙ্গে সম্পন্ন করলে পরবর্তী ০৫ (পাঁচ) বৎসরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। ব্যক্তিগত সুস্থতা, কর্ম সক্ষমতা ও দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে চাকরির চুক্তি নবায়ন করা হবে।

তথ্যসুত্রঃ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ওয়েবসাইট

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুবিন পিডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url