RAKUB eBanking (রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং সেবা)

প্রযুক্তির কল্যাণে বর্তমানে আর্থিক লেনদেন অনেক সহজ হয়ে গিয়েছে। একটা সময় ছিল যখন কোটি কোটি টাকা ক্যাশ অর্থাৎ হাতে করে লেনদেন করতে হতো। কিন্তু বর্তমানে আর্থিক লেনদেনে ক্যাশ এর পাশাপাশি আমরা ঘরে বসে লেনদেন করতে পারি। বাংলাদেশের কয়েকটি ? ব্যাংকের অনলাইন ব্যাংকিং সিস্টেম চালু রয়েছে। ই ব্যাংকিং অর্থাৎ ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আমাদের ব্যাংকের একাউন্টের সকল তথ্য ঘরে বসে পেতে পারি।
RAKUB eBanking (রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং)


তাছাড়াও বর্তমানে বেশ কিছু মোবাইল ব্যাংকিং সিস্টেম জনপ্রিয় আমাদের দেশে যেমন বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি। সম্প্রতি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তাদের সেবার সাথে অনলাইন ব্যাংকিং সিস্টেম চালু করেছে। আজকের এই আর্টিকেলে আমরা রাজশাহীর কৃষি উন্নয়ন ব্যাংক অর্থাৎ রাকাবের ই ব্যাংকিং মোবাইল অ্যাপের সকল ব্যবহার জানবো।

ই ব্যাংকিং কি?

ই ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার ব্যাংকে না গিয়েও আপনার ব্যাংকের সকল তথ্য আপনি হালনাগাদ করতে পারবেন। আপনি চাইলে টাকা তুলতে পারবেন চাইলে অন্য কোন একাউন্টে বা অন্য কাউকে ট্রান্সফার করতে পারবেন। 
আপনার একাউন্টে কত টাকা আছে, বিস্তারিত সবকিছু জানতে পারবেন ই ব্যাংকিংয়ের মাধ্যমে। তবে এই সুবিধা গুলো পাওয়ার জন্য অবশ্যই আপনার যে ব্যাংক একাউন্ট আছে সেই ব্যাংকের ব্যাংকিং সিস্টেম চালু থাকতে হবে। ই ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং অনলাইন ব্যাংকিং নামেও পরিচিত।

RAKUB e-banking

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব ই ব্যাংকিংয়ে আমরা নিম্নলিখিত সুবিধা গুলো পেতে পারি
  • Accounts details
  • Transfer money
  • Bill pay
  • Top up
  • QR cash
  • Requests
  • Calculator
  • Product
  • News and events
  • Offers
  • Notifications
উপরে উল্লিখিত সেবা গুলোর মধ্যে যেগুলো সাধারণত বেশি প্রয়োজন হয় সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। রিকুয়েস্ট, ক্যালকুলেটর, প্রোডাক্ট, অফার এগুলো সাধারণত বড় বড় ব্যবসায়ী বা যারা কোটি টাকার লেনদেন করে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে সাধারণ জনগণের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো চলুন আমরা বিস্তারিত জানার চেষ্টা করি।
RAKUB eBanking (রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং)

App Install

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এব্যাংকিং সেবা পেতে হলে সবার প্রথমে আপনাকে গুগলের প্লে স্টোর থেকে "RAKUB eBanking" নামে অ্যাপটি ইন্সটল করতে হবে।

Registration
গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করা হলে ওপেন বাটনে ক্লিক করে অ্যাপটি চালু করবেন।


অ্যাপটি ওপেন হলে নিচের দিকে REGISTRATION REQUEST বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী একটি নতুন পেজ আসবে সেই পেজে প্রয়োজনীয় সকল তথ্য ইনপুট করার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।


সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইলে স্বয়ংক্রিয় ভাবে একটি মেসেজ আসবে যেখানে Customer Id এবং Password or Verification Code দেয়া থাকবে। মনে রাখতে হবে, ব্যাংকে গিয়ে একাউন্ট খোলার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন রেজিস্ট্রেশনের পরে পাসওয়ার্ড সম্বলিত মেসেজ সেই নম্বরে আসবে।
এরপরে অ্যাপে Customer Id এবং Password or Verification Code দিয়ে প্রবেশ করার পরে Profile বাটনে ক্লিক করলে আপনার Basic Info এবং Address সম্পর্কিত বেশ কিছু তথ্য দেখতে পাবেন।

Password Change

এরপরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করা। অ্যাপ এর হোম পেজে উপরের দিকে ডান পাশে  ক্লিক করলে Change Password নামে অপশন দেখতে পাবেন। মেসেজে যে পাসওয়ার্ড দেয় সেটি হচ্ছে টেম্পোরারি বা অস্থায়ী। আপনার একাউন্টের সিকিউরিটির কথা চিন্তা করে আপনাকে খুব শক্ত এবং কঠিন একটি পাসওয়ার্ড নির্বাচন করতে হবে।

Accounts Information

নতুন পাসওয়ার্ড সেট করার পরে পুনরায় লগইন করে Accounts বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা দেখে নিতে পারেন। টাকা লেনদেন করার জন্য অবশ্যই আপনার ব্যাংকে কত টাকা আছে সেটা জানা খুব জরুরী।

Transfer Money

এবার ট্রান্সফার বাটনে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে যদি আপনার আরো একটি অ্যাকাউন্ট থেকে থাকে তবে আপনার এই অ্যাকাউন্ট থেকে সেই একাউন্টে টাকা পাঠাতে পারবেন অথবা অন্য কারো একাউন্টে টাকা পাঠাতে পারবেন। এবার আপনি রাকাব থেকে বাংলাদেশের অন্য যে কোন ব্যাংকে টাকা পাঠানোর সুযোগ এই অ্যাপে পেয়ে যাবেন।
এছাড়াও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা লেনদেন করার জন্য আমাদের দেশে যে প্রচলিত মোবাইল ব্যাংকিং গুলো রয়েছে তাদের তালিকা দেখতে পাবেন। যেমন বিকাশ, উপায়, ট্যাপ, নগদ, রকেট। 


এখানে প্রথম অপশনে ক্লিক করার পরে পরবর্তী পেজে আপনি নিচের ইন্টারফেস এর মত দেখতে পাবেন। উপরের অংশে Select Source Account বলতে যে একাউন্ট থেকে টাকা পাঠানো হবে সেটিকে বোঝানো হয়েছে এবং নিচের অংশে Destination Account বলতে যে একাউন্টে টাকা পাঠানো হবে সেটিকে বোঝানো হয়েছে। Down Arrow তে ক্লিক করে যথাক্রমে অ্যাকাউন্ট গুলো নির্বাচন করবেন


এরপর Amount এর বক্সে টাকার পরিমাণ লিখবেন অর্থাৎ যে যে পরিমাণ টাকা আপনি পাঠাতে চাচ্ছেন। তার নিচে Purpose of transaction এর বক্সে একটি কারণ উল্লেখ করবেন অর্থাৎ কি কারণে বা কি উদ্দেশ্যে আপনি টাকা পাঠাতে চাইছেন। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে একটি OTP আসবে আপনার মোবাইলে। মেসেজ থেকে সেই ওটিপি সংখ্যাটি ইনপুট করে ওকে করলে আপনার টাকা ট্রান্সফার হয়ে যাবে।

Bills Pay

যেহেতু এটি রাজশাহী বিভাগের একটি ব্যাংক তাই এখানে শুধু রাজশাহী অর্থাৎ উত্তরবঙ্গের বিদ্যুৎ বিল দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও রাজশাহী ওয়াসার বিল দেয়া যাবে।

বিদ্যুৎ বিল দেয়ার জন্য প্রিপেইড অথবা পোস্টপেইড যেকোনো একটি অপশনে ক্লিক করে আপনার ব্যাংক একাউন্ট সিলেক্ট করে মিটার নাম্বার দেয়ার পরে টাকার সংখ্যা ইনপুট করার পরে সাবমিট বাটনে ক্লিক করলে আগের মতই একইভাবে একটি ওটিপি যুক্ত মেসেজ আসবে এবং ওটিপি সংখ্যাটি ইনপুট করার সাথে সাথেই আপনার বিদ্যুৎ বিল দেয়া হয়ে যাবে। একটা confirmation মেসেজ পাবেন।

Top Up

অন্যান্য ব্যাংকিং অ্যাপ যেমন বিকাশ, নগদ, রকেট ইত্যাদিতে মোবাইল রিচার্জ করার মত এই অ্যাপেও এটি খুব জনপ্রিয় এবং কার্যকরী। Top Up বাটনে ক্লিক করার পরে নিচের মতো একটি ইন্টারফেস দেখতে পাবেন। Mobile number এর বক্সে আপনি যে নাম্বারে টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেই নাম্বারটি লিখতে হবে।

এরপরে মোবাইল অপারেটরের আইকন সম্বলিত বাটন আছে সেখানে ক্লিক করে নিশ্চিত করতে হবে কোন অপারেটরে টাকা পাঠাতে যাচ্ছেন। এরপর প্রিপেইড নাকি পোস্টপেইড নাম্বার সেটিকে নির্বাচন করতে হবে। এরপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার টা সিলেক্ট করতে হবে, পরের ধাপে আপনি কত টাকা মোবাইলে রিচার্জ করতে চাচ্ছেন সেই সংখ্যাটি উল্লেখ করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে ওটিপি যুক্ত একটি মেসেজ আসবে এবং সংখ্যাটি ইনপুট করার সাথে সাথেই মোবাইলে রিচার্জ সম্পন্ন হবে।

QR Cash

সরাসরি অথবা অনলাইনে কোন পণ্য কেনার পরে সেই কোম্পানির যদি কিউআর কোড থেকে থাকে তবে এই অ্যাপের মাধ্যমে আপনি পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।


প্রথমে Click to scan এ ক্লিক করে দোকানের কিউআর কোডটি স্ক্যান করতে হবে আপনার মোবাইল দিয়ে। এরপর অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে টাকার পরিমাণ লিখে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই পেমেন্ট কমপ্লিট হবে।

অন্যান্য সেবা

এই অ্যাপে আরো কিছু বাটন আছে যেমন প্রোডাক্টস। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন বিভিন্ন অ্যাকাউন্ট বা স্কিম এর লিস্ট। এছাড়া বিভিন্ন মেয়াদের এবং বিভিন্ন টাকার পরিমানের লোন নিতে আবেদন করতে পারবেন অ্যাপের মাধ্যমে। এরপরে আছে অফার। ব্যাংকের পক্ষ থেকে কোন স্কিমে যদি কোন অফার দিয়ে থাকে সেটা নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দিতে পারে।

নিউজ এন্ড ইভেন্টস এর মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কি কি প্লান নেয়া হচ্ছে বা কোন স্কিমে কি সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে, টাকা জমা রাখার ক্ষেত্রে কত পারসেন্ট সুদের হার কম বেশি হচ্ছে সকল তথ্য যদি তারা প্রকাশ করে থাকে তবে এই সেকশনে জানতে পারবেন।

শেষ কথা

RAKUB eBanking এর মোবাইল অ্যাপটির ব্যাবহার যথেষ্ট সহজ এবং নিরাপত্তা নিশ্চিত করে। এই অ্যাপের মাধ্যমে প্রতিটা ট্রানজেকশনে ওটিপি মেসেজের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে যেটি অন্যান্য অনেক মোবাইল ব্যাংকিং অ্যাপের ক্ষেত্রে দেখা যায় না।
যারা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মোবাইল অ্যাপটি ব্যবহার করতে চান তাদের জন্য আশা করি আজকে আর্টিকেলটি কাজে আসবে। ভালো লাগলে নিজে ব্যবহার করুন অন্যকেও ব্যবহার করতে উৎসাহিত করুন। কোন মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুবিন পিডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url